ব্যালন ডি’অরের আক্ষেপ ভুলে ওসাসুনার বিপক্ষে মাঠে নেমে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। দারুণ এই জয়েও দুশ্চিন্তা বেড়েছে ক্লাবটির।
একাদশের দুই ফুটবলার পড়েছেন চোটে। ফলে জয়ের আনন্দ অনেকখানি ম্লান হয়ে গেছে তাদের।
ম্যাচে রিয়াল প্রথম ধাক্কা খায় ২০ মিনিটের সময়। চোট কাটিয়ে মাঠে ফিরে ফের চোটে পড়েছেন রদ্রিগো। পরে তার বদলি হিসেবে মাঠে নামানো হয় ব্রাহিম দিয়াজকে।
এর ঠিক ১০ মিনিট পর ম্যাচের ৩০ মিনিটে আরেকবার ধাক্কা খায় রিয়াল। তবে এবারের ধাক্কাটি ছিল গুরুতর রিয়ালের জন্য। এডার মিলিতা স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ডান হাঁটুতে চোট পেয়ে।
ম্যাচ শেষে ক্লাবের সূত্র অনুযায়ী জানা গেছে, আরেকবার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।
গেল বছর বাম হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন ২৩২ দিন। ফলে পুরো মৌসুমই মাঠের বাইরে ছিলেন তিনি।
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, মিলিতার সুস্থ হতে ৯ মাসের মতো সময় লাগতে পারে। যা নিশ্চিত করে যে এই মৌসুমেও আর ফেরা হচ্ছে না এই সেন্টার ব্যাকের।
এই দুই খেলোয়াড়ের চোট ব্রাজিলের জন্যেও দুঃখের খবর। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছিলেন এই দুজনই। চোটে পড়ে ছিটকে যাওয়ায় এই দুইজনের পরিবর্তে আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিওনার্দো অর্টিজ।