উত্তেজনায় ভরা ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ ও আটালান্টার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি। টানা দুই হারের পর চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। এই জয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রতিপক্ষের মাঠ গিউইস স্টেডিয়ামে ৩-২ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। বিজয়ী দলের হয়ে গোল তিনটি করেছেন বেলিংহাম, এমবাপ্পে ও ভিনিসিয়ুস।
টানা হারে জয়ের ধারা থেকে সরে রিয়ালের মূল লক্ষ্যই ছিল জয়ের আবহ ফিরিয়ে আনা। সেই লক্ষ্য অনুযায়ী ম্যাচের দশম মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে থেকে মাদ্রিদকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে নিজের ৫০ তম গোল করলেন এই ফরাসি তারকা।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের নবম ফুটবলার হিসেবে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ২৫ বছর ৩৫৬ দিনে। তার চেয়ে কম বয়সে ৫০ গোল করেছেন শুধু লিওনেল মেসি (২৪ বছর ২৮৪ দিন বয়সে)।
মাইলফলক ছুঁলেও রাতটা ভালো কাটেনি এমবাপ্পের। চোটে পড়ে ম্যাচের ৩৬ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলি নামানো হয় চোট কাটিয়ে ফেরা আরেক ফরোয়ার্ড রদ্রিগোকে।
প্রথমার্ধের একেবারে শেষদিকে বিরতির বাঁশি বাজার আগে অরেলিয়েঁ চুয়ামেনি নিজেদের বক্সেই মারিও পাসালিচকে ট্যাকল করে বিপদ ডেকে আনেন। রেফারি তাৎক্ষণিক বাঁশি বাজিয়ে পেনাল্টির সিদ্ধান্ত জানিয়ে দেন। স্পষ্ট কিক থেকে গোল করতে ভুল করেননি চার্লস ডি কেটেলায়ের। ১–১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফেরার ৩ মিনিটের ব্যবধানে রিয়াল এগিয়ে যায় ভিনিসিয়ুসের গোলে। চোট কাটিয়ে দলে ফিরেই ৫৬ মিনিটে গোল করে ২-১ ব্যধানে রিয়ালকে এগিয়ে দেন তিনি।
৫৯ মিনিটে ভিনির অ্যাসিস্টেই জুড বেলিংহাম চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচের গোলখরা কাটান। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
৬৫ মিনিটে আটালান্টা ম্যাচে ব্যবধান কমায় আদেমোলা লুকমানের গোলে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়।
এ জয়ে ছয় ধাপ এগিয়ে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে উঠে এসেছে রিয়াল। আতালান্তার অবস্থান নয়ে।