প্রথম ম্যাচ ৫ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে হার ৭ উইকেটের বড় ব্যবধানে। এই হারে ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। প্রথম ম্যাচ শেষে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর দ্বিতীয় ম্যাচ শেষে দুষলেন ব্যাটারদের।
দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারীরা। অস্টম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব রেকর্ড ৯২ রানের জুটি না গড়লে ২০০ রানের দলীয় সংগ্রহ স্পর্শ করা সম্ভব হতো না মিরাজদের। পুরো ৫০ ওভার ব্যাটিংও করা সম্ভব হয়নি। অলআউট হতে হয়েছে ২২৭ রানে ৪৫.৫ ওভারে।
ব্যাটারদের এই ব্যর্থতার কথা স্বীকার করেছেন মিরাজও, ‘আমরা প্রথম দিকে রান পাইনি। ২০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিলাম। তারপরও আমরা ভেবেছিলাম, কামব্যাক করতে পারবো। আমাদের স্কোর যথেষ্ট ছিল না। ৩০০ প্লাস দরকার ছিল। মাঝের ওভারে ভালো ব্যাট করতে পারিনি। কোনো পার্টনারশিপ হয়নি। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছি।’
তবে প্রশংসা করেছেন অষ্টম উইকেটে মাহমুদউল্লাহ ও তানজিম সাকিবের ৯২ রানের জুটির, ‘মাহমুদউল্লাহ ও সাকিব ভালো খেলেছে। আমাদের ভুলের কারণেই আমরা হেরেছি।’
২০০ রানের পুঁজি নিয়েও শুরুর দিকে কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করে বাংলাদেশ। তবে আগের ম্যাচের মতোই শেষ পর্যন্ত ব্যর্থ হয় বোলাররা। তবে ৮ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট শিকার করা নাহিদ রানার প্রশংসা করেছেন মিরাজ।
‘প্রথম দশ ওভারে আমরা সত্যিই ভালো বোলিং করেছি। বিশেষ করে আমাদের সেরা বোলার- রানা। এই উইকেটে বোলারদের জন্য আন্ডার-পার স্কোর রক্ষা করা কঠিন।’