ঢাকা ৫ মাঘ ১৪৩১, রোববার, ১৯ জানুয়ারি ২০২৫

টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন লিটন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পিএম
আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম
টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন লিটন
ছবি : সংগৃহীত

চোটের কারণে দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অবর্তমানে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে। তবে ওয়ানডে সিরিজ হেরেছে গতরাতে। 

এই সিরিজ শেষে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। সেই সিরিজেও চোটের কারণে দলের সঙ্গে থাকতে পারবেন না শান্ত। দুই সিরিজ মিরাজ দলের অধিনায়কত্ব করলেও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন রিপন মন্ডল। চোট থেকে সেরে ওঠা শামিম হোসেন পাটোয়ারিও দলে ডাক পেয়েছেন। তবে তাওহীদ হৃদয় ফিরতে পারেননি। 

ছুটি নেওয়া মুস্তাফিজুর রহমানও নেই দলে। পারভেজ ইমন ও আফিফ হোসেনকে তাই টি-২০ দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আগামী ১৬ ডিসেম্বর টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে। ১৮ ও ২০ ডিসেম্বর মাঠে গড়াবে পরের দুই টি-২০।    

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল।

চট্টগ্রামকে ৬ উইকেটে হারালো বরিশাল

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
চট্টগ্রামকে ৬ উইকেটে হারালো বরিশাল
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মাঠে ৬ উইকেটের জয় পেয়েছে বরিশাল। স্বাগতিকদের হারিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানটা আরও শক্ত করলো ফরচুন বরিশাল। ৭ ম্যাচে এখন ৫ জয় বরিশালের।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে মাত্র ১২১ রান সংগ্রহ করে স্বাগতিক চিটাগাং কিংস। সেই লক্ষ্য ৬ উইকেট ও ১৯ রান হাতে রেখে টপকে গেছে ফরচুন বরিশাল।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৩ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে বরিশাল। সেই চার ব্যাটার হলেন তামিম (৮), তাওহিদ হৃদয় (১), মুশফিক (১১) ও মাহমুদউল্লাহ (১৬)। 

৪ উইকেট হারালেও ওপেনার ডেভিড মালান দলের হাল ধরেন অভিজ্ঞ মোহাম্মদ নবীকে নিয়ে। তাদের ৬৯ রানের জুটিতে জয়ের দেখা পায় বরিশাল। মালান ৫৬ ও নবী অপরাজিত ছিলেন ২৬ রান করে।

এর আগে, ব্যাটিং করতে নেমে ৩৯ রানেই ৫ উইকেট হারায় কিংস। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। তাদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন এবং দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে আরাফাত সানির ব্যাট থেকে।

বরিশালের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রিপন মন্ডল ও ফাহিম আশরাফ। তানভীর ইসলাম নেন ২ উইকেট।

বর্ণবাদী আচরণের শিকার বার্সার খেলোয়াড়

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম
বর্ণবাদী আচরণের শিকার বার্সার খেলোয়াড়
ছবি : সংগৃহীত

গেটাফের মাঠে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনার। পয়েন্টস টেবিলের তলানির দলের বিপক্ষে হোঁচট খেয়েছে কাতালানরা। এই নিয়ে লা লিগার টানা চার ম্যাচেই জয়হীন বার্সা।

পয়েন্ট খোয়ানোর চেয়ে বড় আলোচনার বিষয় এখন বর্ণবাদ বিতর্ক। গেটাফের বিপক্ষে পয়েন্ট হারানোর রাতে গ্যালারি থেকে বর্ণবাদী আচরণের কারণে কিছুক্ষণ খেলাও বন্ধ রাখেন রেফারি।

বর্ণবাদী আচরণের ঘটনায় বার্সেলোনার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে জানান, গেটাফের গ্যালারি থেকে তাঁকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছে।

মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বালদে বলেন, ‘এখানকার দর্শকের কাছ থেকে আমাকে কয়েকবার বর্ণবাদী আক্রমণ করা হয়েছে। এটা খুব দুঃখজনক যে এমন কিছু ঘটেছে। আমি প্রথমার্ধেই রেফারিকে বিষয়টি বলেছি। তিনি দ্বিতীয়ার্ধে লিগ প্রটোকল কার্যকর করেছেন। তবে এটা ঠিক কীভাবে কাজ করে আমি জানি না।’

মাঠের খেলোয়াড়রদের বর্ণবাদী আক্রমণ হওয়া থেকে বিরত রাখতে লা লিগার প্রটোকল অনুযায়ী, রেফারি চাইলে খেলা বন্ধ করে রাখতে পারবেন। বার্সার বালদের অভিযোগের পর গতরাতে সেটাই করেছিলেন রেফারি পাবলো গঞ্জালেঞ্জ ফুয়েরতেস। 

খেলা থামিয়ে স্টেডিয়ামের সাউন্ড বক্সে কারণ জানিয়ে বলা হয়, বর্ণবাদী আচরণ চলতে থাকলে ফুটবলাররা মাঠ ছেড়ে যাবেন।

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক এমন বর্ণবাদী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলেন, ‘ফুটবলে বা দৈনন্দিন জীবনে বর্ণবাদের কোনো স্থান থাকতে পারে না। ওই মানুষগুলোর বাড়িতে থাকা উচিত, ফুটবল মাঠে নয়। আমাদের তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।’

গত রাতে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদের আরও একটি ঘটনা ঘটেছে। দ্বিতীয় বিভাগের দল এলচে জানায়, স্পোর্তিং গিজনের মাঠে তাদের একজন খেলোয়াড় বর্ণবাদী আক্রমণের স্বীকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ এক ব্যক্তিকে চিহ্নিতও করেছে।

মাত্র ২৩ রানে অলআউটের লজ্জাজনক রেকর্ড মালয়েশিয়ার

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম
মাত্র ২৩ রানে অলআউটের লজ্জাজনক রেকর্ড মালয়েশিয়ার
ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক এক রেকর্ড গড়েছে মালয়েশিয়া। মাত্র ২৩ রানে অলআউট হয়ে তারা গড়েছে নারীদের টি-টোয়েন্টিতে বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় সংগ্রহে অলআউটের রেকর্ড।

১৬৩ রানের লক্ষ্য দেওয়া শ্রীলঙ্কা মাত্র ২৩ রানে মালয়েশিয়াকে অলআউট করে ডুবিয়েছে ১৩৯ রানের বড় পরাজয়ের লজ্জায়ও। 

রবিবার (১৯ জানুয়ায়ারি) আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫৫ রান করে লঙ্কানদের হয়ে দাহামি সানেথমা। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার সানজানা কাভিনডি। 

এই লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে তাদের ৬ ব্যাটারের কেউই রানের খাতা খুলতে ব্যর্থ হন। তাদসের সর্বোচ্চ ৭ রান করেন ওপেনার নূর আলিয়া বিনতি। ১৪.১ ওভারে ২৩ রানে অলআউট হতে হয় তাদের। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন চামোদি প্রাবোদা।

গেল বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের মেয়েরা ৬৮ রানে অলআউট হয়েছিল। যা কিনা ছিল তখনকার সময় সর্বনিম্ন। এবার সেই লজ্জাজনক রেকর্ডটি নিজেদের করে নিলো মালয়েশিয়া।

স্বাগতিকদের বিপক্ষে ফিল্ডিংয়ে বরিশাল

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম
স্বাগতিকদের বিপক্ষে ফিল্ডিংয়ে বরিশাল
ছবি : সংগৃহীত

বিপিএলের ২৫ তম ম্যাচে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল মুখোমুখি হতে যাচ্ছে একে-অপরের। সে ম্যাচে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

রবিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হতে যাচ্ছে ম্যাচটি। 

দুই দলই ৬ ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে বরিশাল দুই ও কিংস অবস্থান করছে তিনে। দুই দলের লড়াইয়ে আজ যে জিতবে সে এক ম্যাচ বেশি জিতে দুইয়ে থাকবে। বরিশাল জয় পেয়ে দুইয়ের অবস্থান শক্ত হবে আর চট্টগ্রাম জিতলে বরিশালকে তিনে নামিয়ে তারা দুইয়ে চলে যাবে।

সবশেষ ম্যাচে ঘরের মাঠেই রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৩ রানে পরাজিত হয়েছ। স্বাভাবিকভাবেই তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া কিংসরা। 

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:১৯ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:২৭ পিএম
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

রবিবার (১৯ জানুয়ারি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

জানা গেছে, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সাকিব ছাড়াও গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগমের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর সাকিবসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। 

মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ ডিসেম্বর সাকিবসহ চার আসামির বিরুদ্ধে চার কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয়। পরে ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়। 

মেহেদী/অমিয়/