ছবি : সংগৃহীত
বিপিএল আসে, বিপিএল যায় কিন্তু পুরোনো কোনো রোগই যেন সারে না। দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে কম জলঘোলা হয়নি। এবার সামনে এসেছে চিটাগং কিংসের পারভেজ হোসেন ইমন কোনো টাকা না পাওয়ার খবর।
চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস পারভেজ হোসেন ইমনকে কোনো টাকা না দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। কেন দেওয়া হয়নি সেই কারণও জানিয়েছেন সত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী। কারণ হিসেবে তিনি বলেছেন এটি একটি ‘ব্যক্তিগত’ বিষয়।
গতকাল (২৪ জানুয়ারি) একাধিক সংবাদমাধ্যমে ইমনের টাকা না পাওয়ার খবরটি সামনে আসে। দাবি করা হয় দুইবার চেক বাউন্স হওয়ায় দল ছেড়েছেন তিনি।
এই ব্যাপারে জানতে চাওয়া হলে তা স্বীকার করেছেন স্বয়ং চিটাগাং কিংসের সত্ত্বাধিকারী সামির কাদের বলেন, ‘হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমারও সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।’
তবে টাকা না দেওয়ার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কিছু ব্যক্তিগত এবং ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি খেলোয়াড় এবং বোর্ডের সাথে আলোচনা করে আমার সিদ্ধান্ত নেব।’
চলমান বিপিএলে ব্যাট হাতে ইমনের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ৭ ম্যাচে মাত্র ১০৩ রান করেছেন ১২৫.৬০ স্ট্রাইক।
এদিকে চিটাগাং কিংস ছেড়ে চলে যাওয়ার কথা ওঠায় বিষয়টি নিয়ে ইমন নিজেই শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি পরিস্কার করেন।
তার দাবি, দলের পরবর্তী ম্যাচের আগে লম্বা বিরতি থাকায় ছুটি নিয়ে বাইরে গেছেন তিনি। ইমন লিখেছেন, ‘লম্বা গ্যাপ থাকায় দুই দিনের ছুটিতে আছি, কোচ ম্যানেজারের সাথে কথা বলে ছুটি নিয়েছি। টিম ছেড়ে চলে গিয়েছি এমন কথার কোনো ভিত্তি নেই, এমনটা কোথাও বলিনি। দেখা হবে মাঠে।’