সিলেট ও ঢাকার লড়াইয়ে শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। সিলেটের তোফায়েল আহমেদের করা ওভারটি থেকে ৫ বলে ৭ রান সংগ্রহ করে ঢাকা বিভাগ। শেষ বলে ৫ রানের কঠিন সমীকরণ ছক্কা মেরে মিলিয়ে রোমাঞ্চকর এক জয়ে ঢাকাকে শুভসূচনা এনে দেন শুভাগত হোম চৌধুরী।
দিনের উদ্বোধনী ম্যাচেই বয়ে গেছে চার-ছয়ের বৃষ্টি। সিলেটের ইনিংসে দাপুটে শতক হাঁকান তরুণ জিসান আলম। ১০ ছক্কায় ও ৪ চারে ৫২ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটেই ৪ উইকেট হারিয়ে ২০৫ রানের বড় সংগ্রহ পেয়েছিল সিলেট।
এছাড়া মাহফুযুর রহমান রাব্বি করেন ১৭ বলে ৩০, ১৭ বলে ২৯ করেন তৌফিক খান তুষার। ২ উইকেট শিকার করেন নাজমুল ইসলাম অপু, ১টি করে উইকেট পেয়েছেন এনামুল হক ও তাইবুর রহমান।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে একই রকম ঝোড়ো ইনিংস খেলেন ঢাকার তরুণ ব্যাটার আরিফুল ইসলাম। অল্পের জন্য শতক হাতছাড়া করেন তিনি। তার ইনিংসটি ৪৬ বলে ৯৪ রানের। তবে তার ইনিংসে ভর করেই জয়ের ভিত পায় ঢাকা।
ভিত পেলেও তাদের পেত্ব হয়েছে রোমাঞ্চকর জয়। শেষ ওভারের শেষ বলে ছয় হাঁকিয়ে জয় নিশ্চিত করেন শুভাগত হোম। ৬ উইকেটের এই জয়ে দারুণভাবে আসর শুরু করল ঢাকা বিভাগ।
সিলেটের হয়ে খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি ও রেজাউর রহমান রাজা পেয়েছেন ১টি করে উইকেট।
৪৬ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচসেরা হয়েছেন ঢাকার আরিফুল ইসলাম।