ঢাকা ৫ মাঘ ১৪৩১, রোববার, ১৯ জানুয়ারি ২০২৫

সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি, জানা গেল শাস্তি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি, জানা গেল শাস্তি
সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটি ম্যাচে। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সময় সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এজন্য কিছুদিন আগে বোলিং অ্যাকশনের পরীক্ষাও দিয়েছেন তিনি। এবার জানা গেল তার শাস্তির কথা। 

ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। এই পরীক্ষায় তার অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষায় উতরানোর আগ পর্যন্ত তাদের কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবে না সাকিব আল হাসান। ক্যারিয়ারে এই প্রথম এমন কোনো অভিজ্ঞতা হলো বাংলাদেশি অলরাউন্ডারের।

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটি ম্যাচে। গত সেপ্টেম্বরে এই টুর্নামেন্টে সমারসেটের বিপক্ষে সারের হয়ে ম্যাচটি খেলেন সাকিব। ১১১ রানে হেরে যাওয়া সেই ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট পেয়েছিলেন সাকিব।

ফরিদপুরে স্থায়ী প্রশিক্ষণ ভেন্যুর দাবি আর্চারদের

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম
ফরিদপুরে স্থায়ী প্রশিক্ষণ ভেন্যুর দাবি আর্চারদের
ফরিদপুরে প্রতিযোগিতায় অংশ নেওয়া আর্চাররা। ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসবে শামিল হয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

শনিবার (১৮ জানুয়ারি) ফরিদপুর জেলা স্টেডিয়ামে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দিনব্যাপী হয়েছে নানা অনুষ্ঠান।

সকালে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে কার্যক্রমের শুরু হয়। র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে স্টেডিয়াম মাঠে শেষ হয়।

জেলা স্টেডিয়ামে আর্চারি প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ফারুক ঢালী ও মাসুদুর রহমান চুন্নু।

দিনব্যাপী প্রতিযোগিতায় মোট ২৮ জন আর্চার অংশ নেন। এর মধ্যে ১৩ জন ছেলে ও ১৫ জন মেয়ে। 

ছেলেদের সিনিয়র বিভাগে সোনা জিতেছেন আব্দুর রহমান আবির।

মেয়েদের সিনিয়র ও জুনিয়র দুই বিভাগেই প্রতিযোগিতা হয়েছে। সিনিয়র বিভাগে মেহজাবিন তুবা ও জুনিয়র বিভাগে রুমা আক্তার সোনা জয় করেন।

খেলা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া আর্চাররা স্থায়ী ভেন্যুর দাবি জানিয়েছেন।

এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, প্রশিক্ষণ ভেন্যু চূড়ান্ত হলে আনুষঙ্গিক সব বিষয়ের ব্যবস্থা নেবে ফেডারেশন। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

তারুণ্যের উৎসবকে ধারণ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন দেশের ৯টি ভেন্যুতে এই উৎসবের আয়োজন করেছে। 

নীলফামারী ও ফরিদপুরের পর আর্চারি ফেডারেশনের তারুণ্যের উৎসবের বাকি আয়োজনগুলো হবে ২৩ জানুয়ারি টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে, ২৪ জানুয়ারি নাটোরের খুবজিপুরে, ২৭ জানুয়ারি চুয়াডাঙ্গায়, ২৮ জানুয়ারি নড়াইলে, ৩১ জানুয়ারি রাজশাহীতে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে এবং চূড়ান্ত পর্ব ৮ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে।

নাবিল/

চমকহীন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম
চমকহীন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড
ছবি : সংগৃহীত

চোটের কারণে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করেননি জসপ্রিত বুমরাহ। তখন আশঙ্কা করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে না পাওয়া নিয়ে। তবে সব শঙ্কাকে উড়িয়ে বুমরাহকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে ভারত। 

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ভারতের স্কোয়াডে ফিরছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি। একবছরেরও বেশি সময় দলের বাইরে ছিলেন তিনি। যথারীতি অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। তার সহকারী হিসেবে থাকবেন শুভমান গিল। ওয়ানডে অভিষেক না হওয়া একমাত্র ক্রিকেটার ভারতের দলে যশস্বী জয়সওয়াল।

ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইতে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। 

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত এই দল নিয়েই। বুমরাহকে নিয়ে অনিশ্চয়তা না বাড়াতে ও ঝুঁকি এড়াতে এই সিরিজের দলে রাখা হয়েছে হর্ষিত রানাকে। 

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি। পরের দুটি ম্যাচ ৯ ও ১২ ফেব্রুয়ারি। প্রথম দুই ম্যাচে বুমরাকে পাওয়া যাবে কি না, এই সংশয়ের কারণেই রাখা হয়েছে হর্ষিত রানাকে।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ–অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা

জয়ে আসর শুরু মেয়েদের

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম
জয়ে আসর শুরু মেয়েদের
ছবি : সংগৃহীত

স্বাভাবিকভাবেই নেপালের বিপক্ষে ম্যাচে জয়ের সম্ভাবনার পাল্লা ভারি ছিল বাংলাদেশের দিকেই। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দাপট দেখিয়ে নেপালকে ৫২ রানে অলআউট করে ৫ উইকেট ও ৪০ বল হাতে রেখে জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। 

শনিবার (১৮ জানুয়ারি) মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিতে ম্যাচে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে বাংলাদেশের বোলাররা নেপালকে অলআউট করে মাত্র ৫২ রানে।

নেপালের হয়ে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছে মাত্র দুই ব্যাটার। ১৯ রান করেন সানা প্রবীন ও ১০ রান আসে সীমানা কেসির ব্যাটে। তবে নেপালের মূল ভরসার প্রতীক পূজা করেন মাত্র ২ রান। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত আনিসা।

ক্ষুদ্র লক্ষ্যে খেলতে নামলেও ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। পরে সেখান থেকে হাল ধরেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার। তার দুজন করেন যথাক্রমে ১৬ ও ১২। যদিও দুজনের কেউই ম্যাচ শেষ করতে পারেননি।

২ উইকেট শিকার করেন ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের জান্নাতুল মাওয়া।

নয়ারের ৫ শতক ও ৭৫২ গড়ে মুগ্ধ শচীন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম
নয়ারের ৫ শতক ও ৭৫২ গড়ে মুগ্ধ শচীন
ছবি : সংগৃহীত

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই করেছিলেন ট্রিপল সেঞ্চুরি। তবে খুবই কম সংখ্যক ম্যাচ খেলেছেন তিনি ভারতের হয়ে। এরপরও ৩৩ বছর বয়সে এসে নিজেকে নতুন করে চেনাচ্ছেন ভারতীয় ব্যাটার করুণ নয়ার। 

দিনকয়েক আগে তিনি গড়েছিলেন টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ড। সেই রেকর্ডকে নতুন করে নিয়ে গেলেন আরও উঁচুতে। তার কীর্তির প্রশংসায় মজেছেন ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকারও। 

বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভের হয়ে ৭ ইনিংসে তার ব্যাটে এসেছে ৭৫২ রান। এই রান করতে গিয়ে শতকই হাঁকিয়েছেন ৫টি আর ফিফটি একটি। সবাই অবাক করে দিতে পারে তার ব্যাটিং গড়। ৭৫২ রান করা এই ব্যাটারের ব্যাটিং গড়ও ৭৫২। ৭ ম্যাচে তাকে আউট করা গেছে মোটে একবার।

যে ম্যাচে তিনি আউট হয়েছিলেন, সে ম্যাচে তিনি উত্তর প্রদেশের হয়ে তার ব্যাটে এসেছিল ১১২ রান। এই সময়টাতে তার সবচেয়ে কম রানের ইনিংসটি ছিল অপরাজিত ৪৪ রানের।

এর আগে, একদিনের ক্রিকেটে চার শতকে অপরাজিত ৫৪২ রানের কীর্তি গড়েছিলেন নয়ার। এই রেকর্ডটি আগে দখলে ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনের। ২০১০ সালে তিনি ৫২৭ রান করেছিলেন।

সর্বশেষ গত পরশু মহারাষ্ট্রের বিপক্ষে সেমিফাইনালে নায়ার অপরাজিত থাকেন ৪৪ বলে ৮৮ রানে। 

নয়ারের এমন ব্যাটিংয়ে মুগ্ধ শচীন এক্সে লিখেছেন, ‘৭ ম্যাচে ৫ সেঞ্চুরিতে ৭৫২ রান; অসাধারণ কিছুর চেয়ে কম নয়। এমন পারফরম্যান্স এমনি এমনি হয় না, মনোযোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়। শক্তিশালী ভাবে এগিয়ে প্রতিটি সুযোগ কাজে লাগাও।’

ম্যানসিটির সঙ্গে হলান্ডের লম্বা চুক্তি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:০০ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:১০ পিএম
ম্যানসিটির সঙ্গে হলান্ডের লম্বা চুক্তি
ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্লিং হলান্ডের চুক্তির মেয়াদটা বাড়ানো হয়েছে। সিটির জার্সিতে খেলবেন তিনি আগামী ২০৩৪ সাল পর্যন্ত।

আগের চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত এই ক্লাবেই খেলার কথা হলান্ডের। কিনা নতুন করে আরও ৭ বছর বাড়ানো হলো। মেয়াদের কথা সামনে আনা হলেও, এখনও প্রকাশ করা হয়নি আর্থিক বিষয়টি।

নতুন করে চুক্তি মেয়াদ বাড়ায় উচ্ছ্বসিত আর্লিং হলান্ড বলেন, ‘নতুন চুক্তি করতে পেরে আমি সত্যিই খুশি। দারুণ এই ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি ম্যানচেস্টার সিটি বিশেষ একটি ক্লাব, এখানে সবাই চমৎকার মানুষ এবং দারুণ সব সমর্থক আছে। এখানকার আবহই এমন যে, সবার ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।’

তার ওপর আস্থা রাখায় ক্লাব কর্তৃপক্ষ, কোচিং স্টাফ এবং সতীর্দের ধন্যবাদ জানিয়েছে তিনি বলেন, ‘পেপ গার্দিওয়ালা, তার কোচিং স্টাফ, আমার সতীর্থ এবং ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, কারণ গত কয়েক বছরে তারা আমাকে অনেক সাহায্য করেছে।’

মেয়াদ শেষ হওয়ার আগেই তার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধিতে গার্দিওয়ালা বলেন, ‘এটা আমাদের সবার জন্য অসাধারণ একটি সংবাদ, ক্লাবের জন্যও। একজন খেলোয়াড় এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে যা সে আগে কখনো করেনি, কারণ দেখাতে চায় সে এখানে থাকতে কতটা মরিয়া।’

উল্লেখ্য, ২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে নাম লেখা হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচে ১১১ গোল করেছেন, শিরোপা জিতেছেন পাঁচটি। ২০২২-২৩ মৌসুমে দলকে ট্রেবল জেতাতেও বড় অবদান রেখেছেন।