ঢাকা ১২ মাঘ ১৪৩১, রোববার, ২৬ জানুয়ারি ২০২৫
English
রোববার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

টিভিতে আজকের যত খেলা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০০ এএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১২ এএম
টিভিতে আজকের যত খেলা
ছবি : সংগৃহীত

দুই টেস্ট, তিন টি-টোয়েন্টিসহ টিভিতে আজকের যত খেলা

ক্রিকেট (সরাসরি)

হ্যামিল্টন টেস্ট–১ম দিন
নিউজিল্যান্ড–ইংল্যান্ড
ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫

ব্রিসবেন টেস্ট–১ম দিন
অস্ট্রেলিয়া–ভারত
সকাল ৬–২০ মিনিট, স্টার স্পোর্টস ১

দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান, তৃতীয় টি-টোয়েন্টি
রাত ১০টা, স্পোর্টস ১৮-১ ও পিটিভি স্পোর্টস

এনসিএল টি২০

ঢাকা বিভাগ–চট্টগ্রাম বিভাগ
সকাল ৯–৩০ মিনিট, টি স্পোর্টস

সিলেট বিভাগ–রংপুর বিভাগ
দুপুর ১–৩০ মিনিট, টি স্পোর্টস

সরাসরি (ফুটবল)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

মোহামেডান–আবাহনী
দুপুর ২–৩০ মিনিট, টি স্পোর্টস ইউটিউব

বসুন্ধরা কিংস–রহমতগঞ্জ
বিকেল ৫–৩০ মিনিট, টি স্পোর্টস ইউটিউব

প্রিমিয়ার লিগ

লিভারপুল-ফুলহাম, রাত ৯টা
আর্সেনাল-এভারটন, রাত ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

বুন্দেসলিগা

মেইঞ্জ-বায়ার্ন, রাত ৮টা ৩০ মিনিট
সেন্ট পাউলি-ব্রিমেন, রাত ১১টা ৩০ মিনিট
সনি টেন ২

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতীয়দের দাপট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম
আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতীয়দের দাপট
সংগৃহীত

গতকাল বর্ষসেরা ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ শনিবার (২৫ জানুয়ারি) প্রকাশ করেছে বর্ষসেরা টি-টোয়েন্টি পুরুষ ও নারী দল। কোনো স্কোয়াডেই নেই বাংলাদেশের কেউ। দুই তালিকাতেই ভারতীয়দের দাপট।

পুরুষ টি-টোয়েন্টির ১১ সদস্যের দলে ৪ জন ভারতীয়। তারা হলেন- রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ এবং আর্শদীপ সিং। নেতৃত্বে রাখা হয়েছে রোহিত শর্মাকে। নারী টি-টোয়েন্টি দলে তিন ভারতীয় হলে- স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ এবং দীপ্তি শর্মা।

পুরুষ টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান (উইকেটকিপার), সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ভানিন্দু হাসারঙ্গা, জাসপ্রিত বুমরাহ এবং আর্শদীপ সিং।

নারী টি-টোয়েন্টি দল: লরা ভলভার্ট (অধিনায়ক), মারিজানি ক্যাপ, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, চামারি আতাপাত্তু, হেইলি ম্যাথিউস, ন্যাট স্কাইভার-ব্রান্ট, মেলি কের, ওরলা প্রিডারগাস্ট এবং সাদিয়া ইকবাল।

মালিক অসন্তুষ্ট তাই পারিশ্রমিক পাননি ইমন

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম
মালিক অসন্তুষ্ট তাই পারিশ্রমিক পাননি ইমন
ছবি : সংগৃহীত

বিপিএল আসে, বিপিএল যায় কিন্তু পুরোনো কোনো রোগই যেন সারে না। দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে কম জলঘোলা হয়নি। এবার সামনে এসেছে চিটাগং কিংসের পারভেজ হোসেন ইমন কোনো টাকা না পাওয়ার খবর।

চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস পারভেজ হোসেন ইমনকে কোনো টাকা না দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। কেন দেওয়া হয়নি সেই কারণও জানিয়েছেন সত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী। কারণ হিসেবে তিনি বলেছেন এটি একটি ‘ব্যক্তিগত’ বিষয়।

গতকাল (২৪ জানুয়ারি) একাধিক সংবাদমাধ্যমে ইমনের টাকা না পাওয়ার খবরটি সামনে আসে। দাবি করা হয় দুইবার চেক বাউন্স হওয়ায় দল ছেড়েছেন তিনি।

এই ব্যাপারে জানতে চাওয়া হলে তা স্বীকার করেছেন স্বয়ং চিটাগাং কিংসের সত্ত্বাধিকারী সামির কাদের বলেন,  ‘হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমারও সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।’

তবে টাকা না দেওয়ার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কিছু ব্যক্তিগত এবং ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি খেলোয়াড় এবং বোর্ডের সাথে আলোচনা করে আমার সিদ্ধান্ত নেব।’

চলমান বিপিএলে ব্যাট হাতে ইমনের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ৭ ম্যাচে মাত্র ১০৩ রান করেছেন ১২৫.৬০ স্ট্রাইক। 

এদিকে চিটাগাং কিংস ছেড়ে চলে যাওয়ার কথা ওঠায় বিষয়টি নিয়ে ইমন নিজেই শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি পরিস্কার করেন। 

তার দাবি, দলের পরবর্তী ম্যাচের আগে লম্বা বিরতি থাকায় ছুটি নিয়ে বাইরে গেছেন তিনি। ইমন লিখেছেন, ‘লম্বা গ্যাপ থাকায় দুই দিনের ছুটিতে আছি, কোচ ম্যানেজারের সাথে কথা বলে ছুটি নিয়েছি। টিম ছেড়ে চলে গিয়েছি এমন কথার কোনো ভিত্তি নেই, এমনটা কোথাও বলিনি। দেখা হবে মাঠে।’

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী কিস

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:০৪ পিএম
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী কিস
সংগৃহীত

পেশাদার টেনিসে অভিষেক ২০০৯ সালে। তখন ম্যাডিসন কিসের বয়স ছিল মাত্র ১৪ বছর। দেখতে দেখতে টেনিসে পার করেছেন ১৬টি বছর। কিন্তু চূড়ান্ত সাফল্য ছিল অধরা। অবশেষে ধরা দিল সোনার হরিণ। আমেরিকান কিস এখন গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। আরিনা সাবালেঙ্কাকে কাদিয়ে তিনি এখন অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী।

আজ শনিবার (২৫ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় বাংলাদেশ সময় দুপুর ২টায় গড়ায় মেয়েদের এককের ফাইনাল। মেলবোর্ন পার্কে শুরুটা দুর্দান্ত ছিল কিসের। শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে প্রথম সেটে হারিয়ে দেন ৬-৩ গেমে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। ৬-২ গেমের জয়ে সমতা টানেন ফাইনালে।

শিরোপা নির্ধারণী তৃতীয় সেটে হয় হাড্ডাহাড্ডি লড়াই। এক পর্যায়ের ৫-৫ গেমে সমতায় ছিলেন দুই ফাইনালিস্ট। শেষতক বিজয়ের হাসি হাসেন কিস। ৭-৫ গেমের জয়ে শিরোপা উল্লাসে মাতেন ২৯ বছর বয়সি মার্কিন ললনা।

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪১ পিএম
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস
ছবি : সংগৃহীত

২০১৯ সালে বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করে বিস্ময়ের জন্ম দিয়েছিলেন আলিস আল ইসলাম। তবে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় আলোচনায় কিছুটা ভাটা পড়ে তাকে নিয়ে। এবারের বিপিএলে চিটগাং কিংসের হয়ে দারুণ পারফর্ম করে ৭ ম্যাচে শিকার করেছেন ১১ উইকেট।

ভালো পারফরম্যান্সে প্রশংসা কুড়ালেও হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে তার। দিনকয়েক আগে আম্পায়াররা এই সন্দেহ প্রকাশ করেন। আলিস আজ দিয়েছেন তার অ্যাকশনের পরীক্ষা। 

শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শেরে বাংলায় স্টেডিয়ামে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস। 

জানা গেছে, পরীক্ষার ফলাফল আজ অথবা আগামীকাল প্রকাশ করা হতে পারে।  

চলতি মাসের ১৯ জানুয়ারি ঘরের মাঠ তথা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। সে ম্যাচে তিনি উইকেট পাননি আর পরের ম্যাচে একাদশে ছিলেন না তিনি। 

সবশেষ গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার বোলিং নিয়ে ফের সন্দেহ ওঠে, যার ফলে তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়।  

আজ বোলিং অ্যাকশনের পরীক্ষায় অংশ নেওয়া আলিফ উত্তীর্ণ হতে পারলেই খেলতে পারবেন চলমান বিপিএলে। আর যদি ব্যর্থ হন তাহলে আবারও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে এই ডানহাতি স্পিনারকে।

ইতিহাস গড়বেন কে?

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০২:১৪ পিএম
ইতিহাস গড়বেন কে?
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ওপেনে শিরোপা ধরে রাখার মিশনে আরিনা সাবালেঙ্কা। শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে পারলেই মেলবোর্ন পার্কে শিরোপার হ্যাটট্রিক করবেন বেলারুশকন্যা। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে সর্বশেষ টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়া নারী হলেন মার্টিনা হিঙ্গিস (১৯৯৭-৯৯)। হিঙ্গিসের এই কীর্তি পুনরাবৃত্তি করার অপেক্ষায় সাবালেঙ্কা। আর যদি আজ তাকে ফাইনালে হতাশ করতে পারেন ম্যাডিসন কিস, তাহলে প্রথমবার মেজর টুর্নামেন্ট জিতবেন তিনি। অর্থাৎ যার হাতেই শিরোপা উঠুক না কেন, তিনিই গড়বেন ইতিহাস।

আজ রড লেভার অ্যারেনায় মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হবেন সাবালেঙ্কা এবং কিস। দুজনের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। শক্তি-সামর্থ্যের ফেবারিট সাবালেঙ্কা। ২০২৫ মৌসুমের শুরু থেকেই তিনি দুর্দান্ত ছন্দে আছেন। জিতেছেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল। অস্ট্রেলিয়ান ওপেনে চতুর্থ রাউন্ড পর্যন্ত তার কাছে পাত্তা পায়নি কোনো প্রতিপক্ষ। প্রতিটি ম্যাচ জিতেছেন সরাসরি সেটে। কোয়ার্টার ফাইনালে তিন সেট খেললেও সেমিফাইনালে স্বরূপে ফেরেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। পাওলো বাডোসার স্বপ্নযাত্রা থামান ৬-৪, ৬-২ গেমের জয়ে।

কিসের যাত্রাটা এতটা মসৃণ ছিল না। আগের ছয় রাউন্ডের পাঁচটিতে তিনটি করে সেট খেলেছেন আমেরিকান তারকা। তবে আত্মবিশ্বাস বাড়িয়েছেন সেমিফাইনালে। দ্বিতীয় শীর্ষ বাছাই ইগা সোয়াতেকের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছেন তিনি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নিশ্চিত করেছেন গ্র্যান্ড স্লামের ফাইনাল। ২০১৭ ইউএস ওপেনে প্রথমবার ফাইনাল খেলার স্বাদ পেয়েছিলেন কিস। সেবার স্লোয়ানের স্টিফেন্সের কাছে হেরে ফিরতে হয়েছিল রানারআপ ট্রফি নিয়ে। সেই আক্ষেপ দূর করার মিশন নিয়েই আজ আরেকটি অগ্নিপরীক্ষা দিতে নামবেন ২৯ বছর বয়সী কিস।

আজ ষষ্ঠবারের মতো মুখোমুখি হবেন সাবালেঙ্কা-কিস। আগের পাঁচ সাক্ষাতে সাবালেঙ্কার লিড ৪-১। যদিও অতীত পরিসংখ্যানে তাকিয়ে নির্ভার নন সাবালেঙ্কা। বেলারুশ কন্যা বলেছেন, ‘সে (কিস) সত্যিই খুব দারুণ টেনিস খেলছে। সে খুবই আগ্রাসী খেলোয়াড়, সার্ভে ভালো এবং মুভমেন্ট দারুণ। এখানে আমি তার ম্যাচগুলো দেখেছি। সে ভালো অবস্থানে আছে। আশা করছি, কঠিন একটি লড়াই হতে চলেছে।’

অপর দিকে সাবালেঙ্কাকে নিয়ে সতর্ক কিস। বলেছেন, ‘তার (সাবালেঙ্কার) মানসিকতা দৃঢ়। স্কোর যাই হোক না কেন, সে সর্বদা তার সবটা দিয়ে খেলা চালিয়ে যায়। সে নির্ভীক টেনিস খেলে। এটি খুবই অনন্য।’