অধিনায়ক টম লাথাম ও উইল ইয়াংয়ের উদ্বোধনী জুটি ১০৫ রানের। আর দিনশেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান। অলআউটের দ্বারপ্রান্তে থাকা স্বাগতিকরা পুরোপুরি খুশি হওয়ার উপায় নেই উদ্বোধনী জুটির পর দিনশেষে এই স্কোর নিয়ে। তবে ইংল্যান্ডের জন্য অবশ্যই স্বস্তির।
শনিবার (১৪ ডিসেম্বর) হ্যামিল্টনের সেডন পার্কে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচে মাঠে ঢুকেছিলেন টিন সাউদি মেয়েকে কোলে নিয়ে। তবে তার দল টস হেরে পেয়েছে ব্যাটিং। তাই শুরুতে বোলিং করার সুযোগ হয়নি সাউদির। সাউদির বিদায়ী টেস্টের প্রথম দিনে তার দল এক বছরেরও বেশি সময় পর টেস্টে ওপেনিং জুটিতে শত রানের দেখা পেয়েছে।
গুজ অ্যাটকিনসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৪২ রান করে ইয়াং ফিরলে ভাঙে এই জুটি। এরপর আরও বেশ কয়েকটি ত্রিশোর্ধ্ব জুটি হলেও তা বড় না হওয়ায় দিনশেষে ৯ উইকেট হারিয়েছে তারা।
সর্বোচ্চ ৬৩ রান এসেছে অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে। তিনে নামা কেন উইলিয়ামসন করেছেন ৪৪। ম্যাথু পটসের বলে অপ্রত্যাশিতভাবে বোল্ড আউট হয়েছেন তিনি।
তবে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মিচেল স্যান্টনার। এই অলরাউন্ডার ব্যাটে এসেছে ৫০ রান। দিনশেষে তিনি অপরাজিত আছেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটিতেও আছে তার নাম। অষ্টম উইকেটে দুই মিচেল স্যান্টনার–ম্যাট হেনরি ৫৪ বলে ৪১ রানের জুটি গড়েন। দিনশেষে স্যান্টনারের সঙ্গে অপরাজিত আছেন উইল ও’রুর্কি।
ক্যারিয়ারের শেষ টেস্টে মাঠে নামা সাউদির ব্যাটে এসেছে ক্যামিও ইনিংস। ৩ ছক্কা ও ১ চারে ১০ বলে ২৩। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট অ্যাটকিনসন ও পটসের।