ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা বৃষ্টির দখলে। প্রথম সেশনে কিছুটা খেলা হলে মুষলধারে বৃষ্টি হওয়ার পরের দুই সেশনে এক বলও খেলা হয়নি।
সবমিলিয়ে ১৩.২ ওভারের খেলা হয়েছে। যেখানে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দিনের খেলা ১৫ ওভারেরও কম হওয়ায় টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা।
টিকিটের মূল্য ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
শনিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে টস জিতে মেঘিওলা পরিবেশে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
যেই আশায় রোহিত বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তা অবশ্য পূরণ হয়নি। ১৩.২ ওভার পুরোটাই টিকেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি।
৪৭ বলে ১৯ রান করে অপরাজিত আছেন খাজা আর ম্যাকসুয়েনি অপরাজিত ৩৩ বলে ৪ রানে। ভারতের হয়ে জসপ্রীত বুমরা করেছেন ৬ ওভার, মোহাম্মদ সিরাজ ৪ আর আকাশ দীপ ৩.২ ওভার।