চোটে পড়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের শেষ সিরিজে খেলতে পারেননি তিনি। আজ এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন জাতীয় দলের অধিনায়ক। ফিরেই তান্ডব চালিয়েছেন ব্যাট হাতে।
শনিবার (১৪ ডিসেম্বর) বরিশাল বিভাগের বিপক্ষে রাজশাহীর হয়ে হাঁকিয়েছেন বিধ্বংসী ফিফটি।
টস জিতে সিলেটের অ্যাকাডেমি মাঠে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। যেই রান করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন নাজমুল হোসেন শান্ত।
রাজশাহীর হয়ে ওপেনিংয়ে নেমে খেলেছেন ৫৪ বলে ৮০ রানের এক বিধ্বংসী ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ৫ চার এবং ৪ ছক্কায়। উদ্বোধনী জুটিতে হাবিবুর রহমানের সঙ্গে যোগ করেন ৮৯ রান। হাবিবুরের ব্যাটে এসেছে ৩৩ বলে ১ চার ৫ ছক্কায় ৪৭ রানের ইনিংস।
শান্ত দারুণ ইনিংস খেললেও জয় পায়নি রাজশাহী। বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছে তার দল। বরিশালের ফজলে মাহমুদ রাব্বি ৩৪ বলে ৫৬ এবং ৩৯ বলে ৫৩ রান করেন আব্দুল মজিদ।