টানা দুই ম্যাচ জিতে সঠিক পথেই ছিল রংপুর রাইডার্স। আর চার ম্যাচের তিনটি হেরে চাপে ছিল দুর্বার রাজশাহী। এমন দুই মুখোমুখি লড়াইয়ে ফেবারিট ছিল রংপুর। তবে সবার ধারণা বদলে দিয়েছে এনামুল হক বিজয়ের দল। উড়তে থাকা খুলনাকে থামিয়ে জয়ের ধারায় ফিরেছে রাজশাহী। জিতেছে ২৮ রান ব্যবধানে।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করে রাজশাহী। লক্ষ্য তাড়ায় কখনোই জয়ের সম্ভাবনা জাগাতে না পারা খুলনা ১৯.৩ ওভারে অলআউট হয়েছে ১৫০ রানে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছে রায়ান বার্ল।
এদিন শুরুটা ভালো ছিল না রাজশাহী। ৯.৫ ওভারে ৬৭ রান তুলতেই খুইয়ে বসে ৪ উইকেট। দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন ইয়াসির আলী এবং রায়ান বার্ল। তাদের ৫১ বলের জুটিতে আসে ৮৮ রান। ২৫ বলে ৩ চার এবং ২ ছক্কায় ৪১ রান করে আউট হন ইয়াসির। বার্ল অপরাজিত ছিলেন ৪৮ রানে। বিদেশি এই ক্রিকেটারের ২৯ বলের ইনিংসে ৭ চার এবং ১ ছক্কার মার ছিল।
শেষ দিকে দারুণ অবদান রাখেন আকবর আলীও। তিনি ৯ বল খেলে ৩ চার এবং ১ ছক্কায় ২১ রান করেন। এক কথায়- ইয়াসির, বার্ল এবং আকবরের ব্যাটে লড়াকু পুঁজি পায় রাজশাহী। তাদের এই লড়াই বৃথা যেতে দেননি বোলাররা। প্রত্যেকের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের বন্দরে পৌছানোর আগেই থামিয়ে দেয় রংপুরকে।
রাজশাহীর হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সোহাগ গাজী এবং বার্ল। এছাড়া ১টি করে উইকেট পান জিশান আলম, মেহেরব, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং শরিফুল ইসলাম। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন।