
বিপিএলের চট্টগ্রামে পর্বে এসে পারিশ্রমিক নিয়ে বিতর্কে জড়ায় আসরের অন্যতম ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী। ফলে রীতিমতো অনুশীলন বয়কটের ঘোষণা দিয়ে বসে দলটি। তবে এরই মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিকের অর্ধেক পরিশোধের ঘোষণা দেয় বিসিবি। শুক্রবার (১৭ জানুয়ারি) এসবের মাঝেই নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল।
শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন জিম্বাবুয়ের লেগ স্পিন অলরাউন্ডার রায়ান বার্ল। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক বিজয়।
এ ছাড়াও হারিস রউফ ২০, জিসান আলম এবং ইয়াসির আলী রাব্বি ১৯ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। মাত্র দুই রান করে আউট হন দলের আয়ারল্যোন্ডের খেলোয়াড় পল স্টার্লিং। অন্যদিকে রনি তালুকদার গোল্ডেন ডাকের (০) শিকার হন।
ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় সিলেটের ইনিংস।
রাজশাহীর বোলারদের মধ্যে সানজামুল ইসলাম সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন। অন্যদিকে দুটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও আফতাব ইসলাম।
পারিশ্রমিক নিয়ে বিতর্কের মাঝেই রাজশাহীর এমন জয় দলের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।
নাবিল/