
ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্লিং হলান্ডের চুক্তির মেয়াদটা বাড়ানো হয়েছে। সিটির জার্সিতে খেলবেন তিনি আগামী ২০৩৪ সাল পর্যন্ত।
আগের চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত এই ক্লাবেই খেলার কথা হলান্ডের। কিনা নতুন করে আরও ৭ বছর বাড়ানো হলো। মেয়াদের কথা সামনে আনা হলেও, এখনও প্রকাশ করা হয়নি আর্থিক বিষয়টি।
নতুন করে চুক্তি মেয়াদ বাড়ায় উচ্ছ্বসিত আর্লিং হলান্ড বলেন, ‘নতুন চুক্তি করতে পেরে আমি সত্যিই খুশি। দারুণ এই ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি ম্যানচেস্টার সিটি বিশেষ একটি ক্লাব, এখানে সবাই চমৎকার মানুষ এবং দারুণ সব সমর্থক আছে। এখানকার আবহই এমন যে, সবার ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।’
তার ওপর আস্থা রাখায় ক্লাব কর্তৃপক্ষ, কোচিং স্টাফ এবং সতীর্দের ধন্যবাদ জানিয়েছে তিনি বলেন, ‘পেপ গার্দিওয়ালা, তার কোচিং স্টাফ, আমার সতীর্থ এবং ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, কারণ গত কয়েক বছরে তারা আমাকে অনেক সাহায্য করেছে।’
মেয়াদ শেষ হওয়ার আগেই তার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধিতে গার্দিওয়ালা বলেন, ‘এটা আমাদের সবার জন্য অসাধারণ একটি সংবাদ, ক্লাবের জন্যও। একজন খেলোয়াড় এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে যা সে আগে কখনো করেনি, কারণ দেখাতে চায় সে এখানে থাকতে কতটা মরিয়া।’
উল্লেখ্য, ২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে নাম লেখা হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচে ১১১ গোল করেছেন, শিরোপা জিতেছেন পাঁচটি। ২০২২-২৩ মৌসুমে দলকে ট্রেবল জেতাতেও বড় অবদান রেখেছেন।