
টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই করেছিলেন ট্রিপল সেঞ্চুরি। তবে খুবই কম সংখ্যক ম্যাচ খেলেছেন তিনি ভারতের হয়ে। এরপরও ৩৩ বছর বয়সে এসে নিজেকে নতুন করে চেনাচ্ছেন ভারতীয় ব্যাটার করুণ নয়ার।
দিনকয়েক আগে তিনি গড়েছিলেন টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ড। সেই রেকর্ডকে নতুন করে নিয়ে গেলেন আরও উঁচুতে। তার কীর্তির প্রশংসায় মজেছেন ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকারও।
বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভের হয়ে ৭ ইনিংসে তার ব্যাটে এসেছে ৭৫২ রান। এই রান করতে গিয়ে শতকই হাঁকিয়েছেন ৫টি আর ফিফটি একটি। সবাই অবাক করে দিতে পারে তার ব্যাটিং গড়। ৭৫২ রান করা এই ব্যাটারের ব্যাটিং গড়ও ৭৫২। ৭ ম্যাচে তাকে আউট করা গেছে মোটে একবার।
যে ম্যাচে তিনি আউট হয়েছিলেন, সে ম্যাচে তিনি উত্তর প্রদেশের হয়ে তার ব্যাটে এসেছিল ১১২ রান। এই সময়টাতে তার সবচেয়ে কম রানের ইনিংসটি ছিল অপরাজিত ৪৪ রানের।
এর আগে, একদিনের ক্রিকেটে চার শতকে অপরাজিত ৫৪২ রানের কীর্তি গড়েছিলেন নয়ার। এই রেকর্ডটি আগে দখলে ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনের। ২০১০ সালে তিনি ৫২৭ রান করেছিলেন।
সর্বশেষ গত পরশু মহারাষ্ট্রের বিপক্ষে সেমিফাইনালে নায়ার অপরাজিত থাকেন ৪৪ বলে ৮৮ রানে।
নয়ারের এমন ব্যাটিংয়ে মুগ্ধ শচীন এক্সে লিখেছেন, ‘৭ ম্যাচে ৫ সেঞ্চুরিতে ৭৫২ রান; অসাধারণ কিছুর চেয়ে কম নয়। এমন পারফরম্যান্স এমনি এমনি হয় না, মনোযোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়। শক্তিশালী ভাবে এগিয়ে প্রতিটি সুযোগ কাজে লাগাও।’