
স্বাভাবিকভাবেই নেপালের বিপক্ষে ম্যাচে জয়ের সম্ভাবনার পাল্লা ভারি ছিল বাংলাদেশের দিকেই। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দাপট দেখিয়ে নেপালকে ৫২ রানে অলআউট করে ৫ উইকেট ও ৪০ বল হাতে রেখে জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
শনিবার (১৮ জানুয়ারি) মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিতে ম্যাচে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে বাংলাদেশের বোলাররা নেপালকে অলআউট করে মাত্র ৫২ রানে।
নেপালের হয়ে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছে মাত্র দুই ব্যাটার। ১৯ রান করেন সানা প্রবীন ও ১০ রান আসে সীমানা কেসির ব্যাটে। তবে নেপালের মূল ভরসার প্রতীক পূজা করেন মাত্র ২ রান। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত আনিসা।
ক্ষুদ্র লক্ষ্যে খেলতে নামলেও ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। পরে সেখান থেকে হাল ধরেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার। তার দুজন করেন যথাক্রমে ১৬ ও ১২। যদিও দুজনের কেউই ম্যাচ শেষ করতে পারেননি।
২ উইকেট শিকার করেন ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের জান্নাতুল মাওয়া।