
চোটের কারণে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করেননি জসপ্রিত বুমরাহ। তখন আশঙ্কা করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে না পাওয়া নিয়ে। তবে সব শঙ্কাকে উড়িয়ে বুমরাহকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ভারতের স্কোয়াডে ফিরছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি। একবছরেরও বেশি সময় দলের বাইরে ছিলেন তিনি। যথারীতি অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। তার সহকারী হিসেবে থাকবেন শুভমান গিল। ওয়ানডে অভিষেক না হওয়া একমাত্র ক্রিকেটার ভারতের দলে যশস্বী জয়সওয়াল।
ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইতে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত এই দল নিয়েই। বুমরাহকে নিয়ে অনিশ্চয়তা না বাড়াতে ও ঝুঁকি এড়াতে এই সিরিজের দলে রাখা হয়েছে হর্ষিত রানাকে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি। পরের দুটি ম্যাচ ৯ ও ১২ ফেব্রুয়ারি। প্রথম দুই ম্যাচে বুমরাকে পাওয়া যাবে কি না, এই সংশয়ের কারণেই রাখা হয়েছে হর্ষিত রানাকে।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ–অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা