ঢাকা ২৪ মাঘ ১৪৩১, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
English
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

বিপিএলসহ যা দেখবেন আজ টিভিতে

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:২০ এএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:২০ এএম
বিপিএলসহ যা দেখবেন আজ টিভিতে
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেন, বিপিএল, পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, প্রিমিয়ার লিগ ও বুন্দেসলিগা দেখুন আজকের টিভিতে।

ক্রিকেট (সরাসরি)

বরিশাল-চিটাগং, দুপুর ১টা ৩০ মিনিট
রাজশাহী-খুলনা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
টি স্পোর্টস

পাকিস্তান-উইন্ডিজ, প্রথম টেস্ট
তৃতীয় দিন, পিটিভি

ফুটবল (সরাসরি)

প্রিমিয়ার লিগ

ম্যানইউ-ব্রাইটন, রাত ৮টা
এভারটন-টটেনহাম, রাত ৮টা

ইপসউইচ-ম্যানসিটি, রাত ১০টা ৩০ মিনিট
স্টার স্পোটর্স সিলেক্ট ১ ও ২

বুন্দেসলিগা

ইউনিয়ন-মেইঞ্জ, রাত ৮টা ৩০ মিনিট
ব্রিমেন-আগসবুর্গ, রাত ১১টা ৩০ মিনিট
সনি টেন ২

টেনিস (সরাসরি)

অস্ট্রেলিয়ান ওপেন

আগামীকাল সকাল ৬টা, সনি টেন ৫

দুই ওপেনারে ভর করে বড় পুঁজি চিটাগাংয়ের

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম
দুই ওপেনারে ভর করে বড় পুঁজি চিটাগাংয়ের
ছবি: সংগৃহীত

শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাটিং ঝলক দেখিয়ে বড় পুঁজি সংগ্রহ করেছে চিটাগাং কিংসের ব্যাটাররা। শুরু থেকেই আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফি। ফরচুন বরিশালকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে বন্দর নগরীর দলটি। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন পারভেজ ইমন। 

অন্যদিকে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন নাফি। ৩০ বলে ফিফটি তুলে নেন পারভেজ ইমন। এরপর ৩৭ বলে ফিফটি করেন নাফি। উদ্বোধনী জুটিতে ১২১ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।

এরপর ৪৪ বলে ৬৬ রান করে সাজঘরে ফিরে যান নাফি। তাকে আউট করেন বরিশালকে প্রথম সাফল্য এনে দেন পেসার এবাদত হোসেন। নাফির বিদায়ের পর ক্রিজে আসা গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ইমন। মারমুখী ব্যাটিং করতে থাকেন ক্লার্ক। ইমনকে সঙ্গে নিয়ে ৭০ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৯১ রানে ২৩ বলে ৪৪ রান করে আউট হন ক্লার্ক। তার বিদায়ের পর ২ বলে ২ রান করে আউট হন শামীম পাটোয়ারি। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে চিটাগাং। ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন পারভেজ ইমন। মোহাম্মদ আলি ও এবাদত হোসেন নেন ১টি করে উইকেট।

এমএ/

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
ছবি: সংগৃহীত

শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। বাউন্ডারি হাঁকিয়ে প্রয়োজন মেটান আলিস আল ইসলাম। খুলনা টাইগার্সের বিপক্ষে এমনই নাটকীয়ভাবে জিতে ফাইনালে চিটাগং কিংস। সেমিফাইনালের পর ফাইনালে আর রান তাড়ার সুযোগ পেল না দলটি।

শুক্রবার (৭ জানুয়ারি) বিপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছে চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস ভাগ্য জিতেছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

চিটাগং কিংস

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, খাজা নাফা, হোসেন তালাট, শামিম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খাদেল আহমেদ এবং নাঈম ইসলাম।

ফরচুন বরিশাল

তামিম ইকবাল (অধিনায়ক), তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং মোহাম্মদ আলী।

অনিক/এমএ/

বিপিএলের ফাইনাল আজ, কে হাসবে শেষ হাসি?

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম
বিপিএলের ফাইনাল আজ, কে হাসবে শেষ হাসি?
বিপিএলের ট্রফির সঙ্গে ফটোসেশনে দুই দলের অধিনায়ক

৩৯ দিনে সাত দলের তুখোড় লড়াই। শেষ পর্যন্ত সব বাধা ডিঙিয়ে বিপিএলের শিরোপা মঞ্চে মুখোমুখি দুই দল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত হবে রুদ্ধশ্বাস ফাইনাল।

শিরোপা লড়াইয়ে মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। টি স্পোর্টস অ্যাপসেও উপভোগ করা যাবে ম্যাচ। 

ফরচুন বরিশাল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন। চলমান টুর্নামেন্টেও দুরন্ত দলটি। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল তামিম ব্রিগেড। ১২ ম্যাচে সর্বোচ্চ ৯ জয়ে দলটির পয়েন্ট ছিল ১৮। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় বরিশাল।

১২ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করা চিটাগং কিংস ছিল তালিকায় দ্বিতীয় স্থানে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে ফিরে আসে চমৎকারভাবে। খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ বলে বাউন্ডারির সুবাদে রোমাঞ্চকর জয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করে বন্দরনগরীর দলটি। 

ফাইনালে ধারে-ভারে এগিয়ে থাকছে বরিশালই। গতবারের চ্যাম্পিয়ন বরিশালের এটি পঞ্চম ফাইনাল। ২০১২, ২০১৫ ও ২০২২ সালের বিপিএলে ফাইনালে উঠলেও শিরোপা স্পর্শ করতে পারেনি বরিশাল। হারতে হয় ঢাকা গ্লাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। সর্বশেষ ২০২৪ সালের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় বরিশাল। অন্যদিকে চিটাগং কিংস বিপিএলের দ্বিতীয় আসরে ২০১৩ সালে উঠেছিল ফাইনালে। কিন্তু হারতে হয় ঢাকা গ্লাডিয়েটর্সের কাছে। এরপর এই নামে তারা আর অংশগ্রহণ করেনি। এবার একই নামে আবার ফিরে এসেই শিরোপা জয়ের শেষ ধাপে উঠে এসেছে। মাঝের আসরগুলোতে প্রতিবারই চিটাগং অংশ নিয়েছে ভিন্ন ভিন্ন মালিকানায়। কিন্তু একবারও ফাইনালে উঠতে পারেনি।

দ্বিতীয়বারের মতো শিরোপার জন্য মুখিয়ে আছে বরিশাল। তবে প্রথমবারের মতো ট্রফিতে চুমু আঁকতে মরিয়া চিটাগং কিংসও। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। যেখানে বলতে গেলে একতরফাভাবে জিতেছিল বরিশাল। যে ম্যাচে আগে ব্যাট করতে নেমে চিটাগং করতে পারে ৯ উইকেটে ১৪৯ রান। শামীম হোসেন (৭৯) ও ওপেনার পারভেজ হোসেন ইমন (৩৬) ছাড়া চিটাগংয়ের কোনো ব্যাটার ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। জবাবে বরিশাল লক্ষ্যে পৌঁছেছিল ৯ উইকেটে ও ১৬ বল হাতে রেখে। তৌহিদ হৃদয় খেলেছিলেন ৫৬ বলে ৮২ রানের ঝলমলে ইনিংস। 

বরিশালের ব্যাটিং লাইনআপ বেশ সমৃদ্ধ। তামিম, হৃদয়, মালান, মুশফিক, মাহমুদউল্লাহ, মায়ার্স, নবীদের প্রায় সবাই কমবেশি আছেন ছন্দে। এর সঙ্গে যোগ হয়েছেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। চিটাগংয়ের জন্য যা মাথাব্যথার বড় কারণ। তবে ফাইনালের মঞ্চে কী ঘটবে, তা আগাম বলা মুশকিল। স্নায়ুচাপ ধরে রেখে তিন ভার্সনেই যারা ছন্দে থাকবে, জিতবে তারাই। সেই দল কোনটি, বরিশাল না চিটাগং? উত্তর মিলবে আজ রাতেই। 

মহারণে বরিশাল-চিটাগং

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ এএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ এএম
মহারণে বরিশাল-চিটাগং
বিপিএলের ট্রফি মাঝে রেখে চিটাগং কিংস ও ফরচুন বরিশালের দুই অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও তামিম ইকবাল। ছবি: বিসিবি

বিতর্কের দিক দিয়ে অতীতের সব আসরকে ছাড়িয়ে গিয়েছে এবারের বিপিএল। তবে শুধু বিতর্ক দিয়ে চলতি আসরকে পরিমাপ করা যাবে না। বিতর্ক যতই থাকুক না কেন, ২২ গজে ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করতে পেরেছে ঠিকই। সেই মনোরঞ্জনের শেষ দৃশ্য মঞ্চাস্থ হবে আজ শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে। যেখানে লড়াইয়ে অবতীর্ণ হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্রতিপক্ষ প্রথমবারের মতো শিরোপার ঘ্রাণ নেওয়ার স্বপ্নে বিভোর চিটাগং কিংস। 

বিপিএলের আগের ১০ আসরের মাঝে ফরচুন বরিশাল একই ফ্র্যাঞ্চাইজির অধীনে তৃতীয়বারের মতো খেলছে ফাইনাল। গত আসরে তারা প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল। তার আগে ২০২২ সালে অষ্টম আসরে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরেছিল ১ রানে। এ ছাড়া ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে আরও দুবার ফাইনাল খেলেছিল। ২০১২ সালে প্রথম আসরে বরিশাল বার্নাস নামে খেলে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরেছিল ৫৬ রানে। ২০১৫ সালে তৃতীয় আসরে বরিশাল বুলস নামে অংশ নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হার মেনেছিল ৩ উইকেটে। বিপরীতে চিটাগং কিংস ২০১৩ সালে বর্তমান ফ্র্যাঞ্চাইজির অধীনেই ফাইনাল খেলেছিল। প্রতিপক্ষ ছিল ঢাকা গ্লাডিয়েটর্স। হেরেছিল ৫২ রানে। এরপর কিংসের ফ্র্যাঞ্চাইজি সরে দাঁড়ান। তিনি সরে যাওয়ার পর চিটাগং আর কখনো ফাইনাল খেলতে পারেনি। বিপিএলর আগের ১০ আসরের মাঝে ঢাকা ও কুমিল্লা ৪ বার করে এবং রাজশাহী ও রংপুর ১ বার শিরোপা জিতেছে। 

ফাইনালে ওঠে আসা দুই দলই থাকে সমানে-সমান। কিন্তু আজকের ফাইনালে দুই দলকেই অনায়েসেই শক্তির মানদণ্ডে আলাদা করা যায়। যেখানে এগিয়ে আছে বরিশাল। ব্যাটিং-বোলিংয়ে তারা দুর্বার। তামিম ইকবাল, ডেবিড মালান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, কাইল মায়ার্স, জিমি নিশানের সমন্বয়ে ব্যাটিং লাইনকে আটকানো চিটাগংয়ের জন্য কঠিন হবে। বল হাতে তাদের সেরা দুই বোলার ফাহিম আশরাফ ও জানদাদ খান চলে গেছেন আগেই। ফাহিম আশরাফ ১১ ম্যাচে ২০টি ও জানদাদ খান ৬ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন। কিন্তু তাদের মানসম্মত বিদেশি খেলোয়াড় নিয়ে আসার ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেওয়ার কারণে ঘাটতি দেখা যায়নি। প্রথম কোয়ালিফায়ারে বরিশালকে ৯ উইকেটের সহজ জয় এনে দেন বিপিএলে প্রথমবার খেলতে নেমেই ২৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের পেসার মোহাম্মদ আলী। তার সঙ্গে মায়ার্স আর নিশাম তো থাকছেনই। দেশি কোটায় থাকবেন রিশাদ হোসেন, এবাদত হোসেন আর তানভীর ইসলাম। অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন ভালো খেলে বরিশালের সমর্থকদের ট্রফি উপহার দিয়ে সেটি লঞ্চে করে বরিশাল নিয়ে যেতে চান। এই বিপিএল চলাকালেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালকে আজ বিসিবি বিশেষ সম্মান জানাবে। 

চিটাগং ফাইনাল পর্যন্ত এসেছে ৬ জন ব্যাটার নিয়ে খেলে। আজ খেলবেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, খাজা নাফি, গ্রায়াম ক্লার্ক আর হেসেইন তালাত। বাকি ৫ জন বোলার। কিন্তু তাদের ব্যাটার হিসেবে নেই সে রকম সুখ্যাতি। যদিও ফাইনালে ওঠার ক্ষেত্রে এই বোলার নামক ব্যাটারই শেষ দৃশ্যে নায়ক হয়ে ওঠে ছিলেন। চিটাগংয়ের মন্দ কপার ওসমান খানের চলে যাওয়া। এই পাকিস্তানি এবারের আসরে ৮ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ২৮৫ রান করেছিলেন। এদিকে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা গিয়েছে প্রথম কোয়ালিফায়ারে হায়দার আলীর ইনজুরি। ১২ ম্যাচে ২১০ রান করা এই পাকিস্তানি ব্যাটার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারেননি। অধিনায়ক মোহাম্মদ মিঠুন অবশ্য এ নিয়ে চিন্তিত নন। এই দল নিয়ে তারা ফাইনালে উঠে এসেছেন। এই দলের ওপরই তার আস্থা আছে বলে জানান। 

বিশেষ কমিটির প্রতিবেদন দাখিল, কী করবেন বাফুফে সভাপতি?

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭ পিএম
বিশেষ কমিটির প্রতিবেদন দাখিল, কী করবেন বাফুফে সভাপতি?
ছবি: খবরের কাগজ

কোচের বিরুদ্ধে ১৮ জন ফুটবলারের বিদ্রোহের জেরে নারী ফুটবলে তৈরি হয়েছে সংকট। এই সংকট নিরসনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি বিশেষ কমিটি করেছিল। ৭ সদস্যের কমিটি তদন্ত শেষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাফুফে সভাপতি বরাবর রিপোর্ট জমা দিয়েছে। 

বিশেষ কমিটি দুই দিন খেলোয়াড়দের সঙ্গে এবং একদিন কোচের সঙ্গে বসেছিলেন। দুই পক্ষের বক্তব্য শুনে সার্বিক পর্যবেক্ষণের ওপর এখন কী করণীয়, প্রতিবেদনে সেই সুপারিশ করেছেন তারা। 

বিশেষ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছেন, আমরা রিপোর্ট পেশ করেছি। এখন সভাপতি মহোদয় সিদ্ধান্ত নেবেন।

চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল বিশেষ কমিটি। কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপে যা বোঝা গেছে, তাতে প্রতিবেদনে নারী ফুটবলাররা শৃঙ্খলা ভঙের দায়ে অভিযুক্ত হয়েছেন। ছাড় পাননি ইংলিশ কোচ পিটার বাটলারও। 

বিশেষ কমিটির তদন্তের মাঝেই বুধবার সংবাদমাধ্যমে বক্তব্য দিয়েছেন বাটলার। কিছু নারী ফুটবলারের ব্যাপারে প্রকাশ্যে আপত্তি জানিয়ে তিনি বলেছেন, ‘হয় তারা থাকবে, না হয় আমি।’ বিশেষ কমিটির কাছেও তিনি ৭জন ফুটবলারের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে তার বক্তব্য দেওয়ায় বিশেষ কমিটি বিব্রত। বিশেষ কমিটির একাধিক সদস্য নিশ্চিত করেছেন, কোচের বিরুদ্ধেও শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ আনা হয়েছে।

আজই একুশে পদকের জন্য মনোনীত হয়েছে নারী ফুটবল দল। তদন্তে এই অর্জনের কারণে মেয়েরা সহমর্মিতা পেয়েছেন কি না জানতে চাইলে ইমরুল হাসান বলেছেন, ‘নারী ফুটবল দল আমাদের অনেক সাফল্য এনে দিয়েছে। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তবে শৃঙ্খলার বিষয়ে সাফল্য-ব্যার্থতা কোনো প্রভাবক হিসেবে কাজ করবে বলে মনে হয় না।’

মাহফুজ