
বিসিবির খসড়া গঠনতন্ত্র বাতিলের দাবিতে অ্যাকশন শুরু হয়ে গেছে। মঙ্গলবার ঢাকার ৭৬টি ক্লাবের সংগঠকরা বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র বাতিলের দাবিতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছিল। যেখানে ছিল আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ বয়কট করার পাশাপাশি গঠনতন্ত্র সংশোধনী কমিটির আহ্বায়ক বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগও। তিন দিনের আলটিমেটাম শুক্রবার শেষ হয়েছে। এর মাঝে বিসিবির পক্ষ থেকে তারা কোনো সাড়া না পাওয়ায় প্রথম বিভাগ ক্রিকেট লিগে গিয়ে তার প্রভাব পড়েছে। আগামীকাল শুরু হওয়ার কথা ছিল এই লিগ। কাল আর শুরু হচ্ছে না। আপাতত কয়েক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন করার কথা ছিল। কিন্তু ক্লাবগুলো বেঁকে বসার কারণে ট্রফি উন্মোচন অনুষ্ঠানও হতে পারেনি।
মঙ্গলবার ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকরা মতবিনিময় সভায় আলটিমেটাম দিয়ে আরও জানিয়েছিলেন শনিবার তারা বিসিবির সভাপতির সঙ্গে দেখা করবেন। গতকাল তাদের সঙ্গে বিসিবির সভাপতির সেই কাঙ্ক্ষিত সভাও হয়েছে। সেখানেও তারা আরও কিছু দাবি-দাওয়া দিয়ে নতুন করে আলটিমেটাম দিয়েছেন। তারা বিসিবি সভাপতি ফারুক আহমেদকে জানিয়ে দিয়েছেন, খসড়া গঠনতন্ত্র বাতিল করতে হবে। একই সঙ্গে বাতিল করতে হবে গঠনতন্ত্র সংশোধন কমিটিকেও। ক্লাব কোটায় ১২ জন পরিচালকের পরিবর্তে ১৬ জন পরিচালক করারও দাবি জানান তারা।
বিসিবির সভাপতির সঙ্গে সাক্ষাতে তারা ময়মনসিংহ বিভাগকে অন্তর্ভুক্ত না করার বিষয়টিও তুলে ধরেন। তাদের কথা শুনে বিসিবি সভাপতি আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখার। বিসিবির সভাপতির সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফুর রহমান বাদল, বিসিবির সাবেক পরিচালক আলী আহসান বাবু, সৈয়দ বোরহানুল ইসলাম পাপ্পু, আদদান রহমান দিপন, সাব্বির আহমেদ রুবেলসহ আরও অনেকে। এ সময় সভাপতি ফারুক আহমেদ ছাড়াও বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও মো. সালাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত একটি সূত্রে জানা গেছে, এ রকম খসড়া গঠনতন্ত্র দেখে বিসিবি সভাপতি নিজেই অবাক হন। তিনি নাজমুল আবেদীন ফাহিমের কাছে জানতে চান, এ রকম একটি খসড়া গঠনতন্ত্র সম্বন্ধে তিনি কিছুই জানেন না। তাকে জানানো উচিত ছিল বলে তিনি নাজমুল আবেদীন ফাহিমের কাছে জানতে চান। জবাব নাজমুল আবেদীন ফাহিম জানান তিনি এটি খসড়া দিয়েছেন। বিসিবি সভাপতি তখন তার কাছে পাল্টা জানতে চান, এটি বাইরে প্রকাশ হলো কীভাবে? এ সময় সংগঠকদের পক্ষ থেকে একজন বলে উঠেন, ‘এটি প্রকাশ হওয়াতে বিষয়টি আমরা জানতে পেরেছি। যে কারণে আমরা পদক্ষেপ নিতে পেরেছি। না জানলে তো অনুমোদন হয়ে যেত। তখন আরও বড় সমস্যা দেখা দিত।
সভায় ক্লাব সংগঠকরা নাজমুল আবেদীন ফাহিমের উপস্থিতিতেই বিসিবির সভাপতির কাছে তার পদত্যাগসহ আহ্বায়ক কমিটি বাতিল করতে বলেন। আরেকজন সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি নিজেও তো জানেন দেশের ক্রিকেটে ক্লাবগুলোর অবদান কি রকম? সেখানে আপনি কী করে এ রকম প্রস্তাবনা আনতে পারলেন?’ জবাব নাজমুল আবেদীন ফাহিম আবারও জানান এটি তিনি খসড়া হিসেবে দিয়েছেন! সভা সূত্রে আরও জানা যায়, ময়মনসিংহ বিভাগের বিষয়টি উল্লেখ করে এক সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে উদ্দেশ্য করে বলেন, ‘খসড়া গঠনতন্ত্রে আপনি ময়মনসিংহ বিভাগকে রাখেননি। আবার চট্টগ্রাম বিভাগের পরিচালক একজন বৃদ্ধি করেছেন। তা হলে ঢাকা, খুলনা, রাজশাহী বৃদ্ধি করলেন না কেন?