ঢাকা ৩ ফাল্গুন ১৪৩১, রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হচ্ছে না কাল

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম
প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হচ্ছে না কাল
ছবি : সংগৃহীত

বিসিবির খসড়া গঠনতন্ত্র বাতিলের দাবিতে অ্যাকশন শুরু হয়ে গেছে। মঙ্গলবার ঢাকার ৭৬টি ক্লাবের সংগঠকরা বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র বাতিলের দাবিতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছিল। যেখানে ছিল আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ বয়কট করার পাশাপাশি গঠনতন্ত্র সংশোধনী কমিটির আহ্বায়ক বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগও। তিন দিনের আলটিমেটাম শুক্রবার শেষ হয়েছে। এর মাঝে বিসিবির পক্ষ থেকে তারা কোনো সাড়া না পাওয়ায় প্রথম বিভাগ ক্রিকেট লিগে গিয়ে তার প্রভাব পড়েছে। আগামীকাল শুরু হওয়ার কথা ছিল এই লিগ। কাল আর শুরু হচ্ছে না। আপাতত কয়েক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন করার কথা ছিল। কিন্তু ক্লাবগুলো বেঁকে বসার কারণে ট্রফি উন্মোচন অনুষ্ঠানও হতে পারেনি।

মঙ্গলবার ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকরা মতবিনিময় সভায় আলটিমেটাম দিয়ে আরও জানিয়েছিলেন শনিবার তারা বিসিবির সভাপতির সঙ্গে দেখা করবেন। গতকাল তাদের সঙ্গে বিসিবির সভাপতির সেই কাঙ্ক্ষিত সভাও হয়েছে। সেখানেও তারা আরও কিছু দাবি-দাওয়া দিয়ে নতুন করে আলটিমেটাম দিয়েছেন। তারা বিসিবি সভাপতি ফারুক আহমেদকে জানিয়ে দিয়েছেন, খসড়া গঠনতন্ত্র বাতিল করতে হবে। একই সঙ্গে বাতিল করতে হবে গঠনতন্ত্র সংশোধন কমিটিকেও। ক্লাব কোটায় ১২ জন পরিচালকের পরিবর্তে ১৬ জন পরিচালক করারও দাবি জানান তারা।

বিসিবির সভাপতির সঙ্গে সাক্ষাতে তারা ময়মনসিংহ বিভাগকে অন্তর্ভুক্ত না করার বিষয়টিও তুলে ধরেন। তাদের কথা শুনে বিসিবি সভাপতি আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখার। বিসিবির সভাপতির সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফুর রহমান বাদল, বিসিবির সাবেক পরিচালক আলী আহসান বাবু, সৈয়দ বোরহানুল ইসলাম পাপ্পু, আদদান রহমান দিপন, সাব্বির আহমেদ রুবেলসহ আরও অনেকে। এ সময় সভাপতি ফারুক আহমেদ ছাড়াও বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও মো. সালাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত একটি সূত্রে জানা গেছে, এ রকম খসড়া গঠনতন্ত্র দেখে বিসিবি সভাপতি নিজেই অবাক হন। তিনি নাজমুল আবেদীন ফাহিমের কাছে জানতে চান, এ রকম একটি খসড়া গঠনতন্ত্র সম্বন্ধে তিনি কিছুই জানেন না। তাকে জানানো উচিত ছিল বলে তিনি নাজমুল আবেদীন ফাহিমের কাছে জানতে চান। জবাব নাজমুল আবেদীন ফাহিম জানান তিনি এটি খসড়া দিয়েছেন। বিসিবি সভাপতি তখন তার কাছে পাল্টা জানতে চান, এটি বাইরে প্রকাশ হলো কীভাবে? এ সময় সংগঠকদের পক্ষ থেকে একজন বলে উঠেন, ‘এটি প্রকাশ হওয়াতে বিষয়টি আমরা জানতে পেরেছি। যে কারণে আমরা পদক্ষেপ নিতে পেরেছি। না জানলে তো অনুমোদন হয়ে যেত। তখন আরও বড় সমস্যা দেখা দিত।

সভায় ক্লাব সংগঠকরা নাজমুল আবেদীন ফাহিমের উপস্থিতিতেই বিসিবির সভাপতির কাছে তার পদত্যাগসহ আহ্বায়ক কমিটি বাতিল করতে বলেন। আরেকজন সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি নিজেও তো জানেন দেশের ক্রিকেটে ক্লাবগুলোর অবদান কি রকম? সেখানে আপনি কী করে এ রকম প্রস্তাবনা আনতে পারলেন?’ জবাব নাজমুল আবেদীন ফাহিম আবারও জানান এটি তিনি খসড়া হিসেবে দিয়েছেন! সভা সূত্রে আরও জানা যায়, ময়মনসিংহ বিভাগের বিষয়টি উল্লেখ করে এক সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে উদ্দেশ্য করে বলেন, ‘খসড়া গঠনতন্ত্রে আপনি ময়মনসিংহ বিভাগকে রাখেননি। আবার চট্টগ্রাম বিভাগের পরিচালক একজন বৃদ্ধি করেছেন। তা হলে ঢাকা, খুলনা, রাজশাহী বৃদ্ধি করলেন না কেন?

যে চ্যানেলে দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম
যে চ্যানেলে দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফি
ছবি : সংগৃহীত

আর মাত্র ৪ দিন পর মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ক্রিকেটের এই মিনি বিশ্বকাপের এবারের আসর। করাচিত হবে আসরের প্রথম ম্যাচ।

ভেন্যু ও সময় সবকিছুই জানা রয়েছে সমর্থকদের। তবে টিভি পর্দায় কোন চ্যানেলে খেলা দেখাবে সেটি জানার অপেক্ষায় ছিল ভক্তরা। সেই অপেক্ষা আজ ফুরিয়েছে আইসিসির নির্দেশনা আসার পর।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) আইসিসি ই-মেইলে বিশ্বের বিভিন্ন দেশের সম্প্রচারমাধ্যমগুলোর নাম প্রকাশ করেছে আইসিসি। সেখানেই জানানো হয়েছে কোন চ্যানেল ও অ্যাপসে দেখা যাবে খেলা।

বাংলাদেশের দর্শকরা খেলতে দেখতে পাবেন টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। এর বাইরে টফি অ্যাপে সাবসক্রিপশন কিনে মোবাইলে খেলা দেখা যাবে।

ভারতের টেলিভিশন চ্যানলের মধ্যে স্টার স্পোর্টস ও স্পোর্টস-১৮ তে খেলা দেখা যাবে। জিওস্টারেও দেখা যাবে খেলা। ভারতীয় চ্যানেলগুলো মোট ৯টি ভাষায় ধারাভাষ্য দেবে। 

সেই ভাষাগুলো হলো – ইংরেজি, বাংলা, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড়। প্রথমবারের মতো এবার নেওয়া হয়েছে এমন উদ্যোগ।

স্বাগতিক দেশ পাকিস্তানের পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসে দেখা যাবে খেলা। অনলাইন স্ট্রিমিংয়ের জন্য মাইকো ও তামাশা অ্যাপ ব্যবহার করা যাবে।

এছাড়া বিশ্বব্যাপী ভক্তদের খেলা দেখানোর ব্যবস্থা করেছে আইসিসি। আইসিসি.টিভি (icc.tv) এর মাধ্যমে ৮০টিরও বেশি অঞ্চলে সরাসরি অডিও সম্প্রচার করা হবে। এছাড়া আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট icc-cricket.com এ বল-বাই-বল সরাসরি ধারাভাষ্য শোনা যাবে।

বার্সেলোনায় ফিরতে চান নেইমার!

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম
বার্সেলোনায় ফিরতে চান নেইমার!
ছবি : সংগৃহীত

ব্রাজিলের সান্তোস ছেড়ে ২০১৩ সালে স্পেনের ক্লাব বার্সেলোনায় যোগ ফিয়েছিলেন নেইমার। মেসি-সুয়ারেজদের সঙ্গে জুটির ইতি টানেন ২০১৭ সালে পিএসজিতে যোগ দিয়ে খেলেছেন ২০২৩ পর্যন্ত। সৌদি প্রো লিগের আল হিলালে যোগ দিলেও চোটের কারণে খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। 

আল হিলালের সঙ্গে সমঝোতায় চুক্তি শেষ হওয়ার পর নেইমার ফিরে গেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। ব্রাজিলের ক্লাবটির সঙ্গে তার ছয় মাসের চুক্তি হয়েছে। 

কিন্তু এর মাঝেই গুঞ্জন ছড়িয়েছে, ছয় মাস পর ফ্রি ট্রান্সফারে নেইমার আবারও ফিরতে পারেন বার্সেলোনায়।

এই গুঞ্জনটি ছড়িয়েছে ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ফুটবলবিশ্বে দলবদলের খবর জানানোর জন্য রোমানো এক বিশ্বস্ত নাম। গতকালই নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দুটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন নেইমারকে নিয়ে।

নেইমার ও লামিনে ইয়ামাল পিঠে-পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। যে ছবির ক্যাপশনে লেখা, ‘আগামী মৌসুমে নেইমারের লাস্ট ড্যান্স; হ্যাঁ অথবা না।’ 

দ্বিতীয় পোস্টে নেইমারের ছবি পোস্ট করে রোমানো লিখেছেন, ‘বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছে কোপ।’

অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি ইউরোপে ফিরতেই ফের সান্তোস পাড়ি জমিয়েছেন ব্রাজিলের তারকা। ৩৩ বছর বয়সী এই ফুটবলার নিজেকে প্রমাণ করতে চান তিনি এখনও ইউরোপে খেলার যোগ্যতা রাখেন।

স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন খেলোয়াড় কেনার ক্ষেত্রে দুটি শর্ত বেঁধে  দিয়েছেন বার্সা সভাপতি লাপোর্তা। প্রথমত, বার্সার আর্থিক অবস্থা ভালো না থাকায় অবশ্যই ফ্রি এজেন্ট হিসেবে আসতে হবে। আর দ্বিতীয়ত, সেই খেলোয়াড়ের শারীরিক ফিটনেস ভালো হতে হবে। তাই বার্সায় আসতে চাইলে সান্তোসে ফ্রি এজেন্ট হওয়ার আগেই চোটপ্রবণ নেইমারকে ফিটনেস ফিরে পেতে হবে।

পন্টিংয়ের মন্তব্যের সঙ্গে একমত নন নাজমুল

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম
পন্টিংয়ের মন্তব্যের সঙ্গে একমত নন নাজমুল
ছবি : সংগৃহীত০

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিত্র গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। অন্তত দুই ম্যাচ জিততেই হবে নাজমুল হোসেন শান্তদের সেমিফাইনালে জায়গা করে নিতে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ফর্ম ভালো না হওয়ায়, আশা করা যাচ্ছে না ভালোকিছু।

দিনকয়েক আগে এক আলাপচারিতায় রিকি পন্টিং বাংলাদেশ দলকে নিয়ে বলেছেন, এই আসরে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা নেই। উপমহাদেশে আইসিসি আসর হলেও ঘরের মাঠের মতো কন্ডিশন পাচ্ছে না বাংলাদেশ। ফলে বাংলাদেশকে ভুগতে হবে। প্রশ্ন তুলেছেন তিনি বাংলাদেশের স্কোয়াডের মান নিয়েও। 

আইসিসির এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে পন্টিং বলেছিলেন, ‘আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।’

তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিংয়ের কথার সঙ্গে একমত নন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গত চার-পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে। যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না। কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধহয় এবার আমরা দেখতে পারব। অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে।’

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ খেলবে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। পরের দুই ম্যাচই খেলবে রাওয়ালপিন্ডিতে।

তারুণ্যের উৎসব স্কুল দাবায় সাউথ পয়েন্ট চ্যাম্পিয়ন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৪ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম
তারুণ্যের উৎসব স্কুল দাবায় সাউথ পয়েন্ট চ্যাম্পিয়ন
ছবি : সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে তারুণ্যের উৎসব স্কুল র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ। দলগত এই প্রতিযোগিতায় ১০ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট। 

এই প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে তারা। ৫ম রাউন্ড খেলার এক রাউন্ড বাকি থাকতেই  সাউথ পয়েন্ট স্কুল চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে।  

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা হলেন – সাফায়াত কিবরিয়া আযান, রায়ান রশিদ মুগ্ধ, ওয়ার্শিয়া খুশবু, মুহতাদী তাজওয়ার নাশীদ ও রিয়াজুল আহনাফ মোহাম্মদ আবরার।  

অন্যদিকে, পূর্ণ ৭ পয়েন্ট আদায় করে সাউথ পয়েন্ট স্কুলের মেয়ে দলও চ্যাম্পিয়ন হয়েছে। 

সাউথ পয়েন্টের দাবাড়ু মেয়েরা। ছবি : সংগৃহীত

সাউথ পয়েন্টের মেয়ে দলে ছিলেন – তাজমিন জাকারিয়া, নীলাভা চৌধুরী, রায়েহা আফশীন ও সিদরাতুল মুনতাহা।  বালিকা বিভাগে  ৬  পয়েন্ট পেয়ে  রানার্সআপ হয় আগামী ফাউন্ডেশন স্কুল।  সবমিলিয়ে ১৭ টি স্কুল দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

উল্লেখ্য, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত জাতীয় যুব দাবা প্রতিযোগিতাতেও  সাউথ পয়েন্টের ক্ষুদে দাবারুরা অনু- ৮, অনু- ১০, অনু- ১২, অনু- ১৪ সকল বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে। অনু-১৬ মেয়েদের বিভাগে হয়েছে ২য় রানার আপ। 

ঢাকা  মহানগরী ও বিভিন্ন বিভাগের মোট ১৮৫ জন খেলোয়াড় ৫ দিন ব্যাপী  তারুণ্যের উৎসব যুব  দাবায় অংশগ্রহণ করেন।  পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মোঃ রাহাত হোসেন ও মোঃ আরিফুজ্জামান আরিফ ও প্রধান বিচারক মোঃ হারুন অর রশিদ।

ডিপিএলে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ মুনিমের

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১২ পিএম
ডিপিএলে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ মুনিমের
ছবি : সংগৃহীত

সদ্যসমাপ্ত বিপিএলের একাদশ আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে একাধিকবার অনিয়ম করেছে দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত বকেয়া রয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক। 

তবে কেবল বিপিএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) পারিশ্রমিক বকেয়া থাকার খবর সামনে এসেছে এবার। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা মুনিম শাহরিয়ার করেছেন পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগ। দরজায় কড়া নাড়ছে ডিপিএল। নতুন মৌসুমে মাঠে নামার আগে জানালেন ২০২৩-২৪ মৌসুমে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেললেও ৫০ শতাংশ পারিশ্রমিক এখনো পাননি এই ব্যাটার। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে মুনিম অভিযোগ করেছেন, ১০-১২টি তারিখ দেওয়া হলেও তার প্রাপ্য টাকার বাকি ৫০ শতাংশ অর্থ এখনও বুঝিয়ে দেওয়া হয়নি। টাকা চাওয়ায় উল্টো মুনিমকে নিয়ে অনেক মিথ্যাচার ও অবমাননাকর মন্তব্য করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

দেশের ক্রিকেটারদের মূল আয়ের উৎস ডিপিএল। সকল ক্রিকেটার বিপিএলে খেলার সুযোগ মেলে না। তবে অধিকাংশ ক্রিকেটারদেরই দেখা যায় ডিপিএলে অংশ নিতে। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশ থাকায় সব দেশি ক্রিকেটারের জায়গা হয় না একাদশে। এই ডিপিএলকে নিয়েই স্বপ্ন বোনেন জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা।

সাধারণত ঘরোয়া লিগে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা দেখা দিলে সিসিডিএমের দ্বারস্থ হন ক্রিকেটাররা। কিন্তু মুনিম অভিযোগ করেছেন, পার্টেক্স ক্রিকেট ক্লাবের প্রতিনিধি সাজ্জাদ এই সংগঠনের বড় পদে আছেন। যেই পদটি তিনি দখল করেছেন জুলাই আন্দোলনের পর এবং সেই পদের জোরেই মুনিম পারিশ্রমিক নিয়ে অভিযোগ করে উল্টো মানহানির শিকার হচ্ছেন। 

মুনিম দাবি করেছেন, তাকে পারিশ্রমিক না দেওয়ার পেছনে কিছু যুক্তি দাঁড় করিয়েছে পার্টেক্স ক্লাব। এর মধ্যে অন্যতম হলো- মুনিম জোর করে পার্টেক্স ক্লাবের দলে ঢুকেছেন। অন্যটি হলো- তার পারফরম্যান্স ভালো ছিল না। কিন্তু ডিপিএলের দলবদল পদ্ধতিতে জোর করে দলে ঢোকা সম্ভব নয়। আবার পারফরম্যান্স ভালো-খারাপের ওপর পারিশ্রমিক নির্ভর করবে এমন কোন শর্তও চুক্তিপত্রে থাকে না।