
রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে রিয়াল বেটিসের জালেও ৫ গোল দিয়ে জয় পায় ক্লাবটি। কিন্তু সেই দলটাই লা লিগার ম্যাচে এসে হোঁচট খেল পয়েন্টস টেবিলের তলানির দল গেটাফের কাছে ১-১ গোলে ড্র করে।
শনিবার (১৮ জানুয়ায়রি) রাতে গেটাফের মাঠে খেলতে নেমে দাপুটে ফুটবলই খেলেছে হ্যান্সি ফ্লিকের দল। প্রথমার্ধে দুই দলই একটি করে গোলের দেখা পায়। তবে দ্বিতীয়ার্ধে আরকোনো গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগিতেই শেষ হয় ম্যাচটি।
বার্সেলোনার হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা জুল কুন্দে এগিয়ে নেন তার দলকে। সেই গোল অবশ্য শোধ দিয়ে দেন গেটাফের মাউরো আরামবারি।
পুরো ম্যাচজুড়ে দাপুটে খেলার ইঙ্গিতটা বার্সা দিয়ে দেয় ম্যাচের নবম মিনিটে জুল কুন্দের গোলে হান্সি ফ্লিকের শীষ্যরা এগিয়ে গেলে। তার নেওয়া শটটি প্রথমে অবশ্য গোলকিপার ঠেকিয়ে দেন। তবে ফিরতি বল পেয়ে আরকোনো ভুল করেননি তিনি বল জালে জড়াতে।
মাঝে বেশকিছু আক্রমণ থেকে গোলের সম্ভাবনা জাগিয়েও সফল হতে পারেনি কাতালানরা। এর মাঝে ৩৪ মিনিটে ম্যাচে সমতা ফেরায় গেটাফে। গেটাফের এক ফুটবলারের ভলি গোলকিপার বিনাকি পেনা এক হাতে ঠেকিয়ে দেন প্রথমে। পরে সেই বল আরামবারির পা স্পর্শ করে চলে যায় জালে। তাতে ম্যাচের স্কোরলাইন হয় ১-১।
বিরতির পর রবার্ট লেভানডফস্কি ও লামিনে ইয়ামাল গোল করার সুযোগ পেয়েও হাতছাড়া করেন। ফলে সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় কাতালানদের। এ নিয়ে লা লিগার সবশেষ আট ম্যাচে সাতটিতেই পয়েন্ট হারাল ফ্লিকের শিষ্যরা। চার হারের সঙ্গে তিন ড্র এবং জয় মাত্র একটি।
লা লিগার শীর্ষ দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়ালের সঙ্গে ব্যবধান ফের বাড়ল বার্সার। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তারা তিনেই রয়েছে। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো শীর্ষে এবং এক ম্যাচ কম খেলা রিয়াল ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে।