
পুরো ম্যাচে নেই গোলের দেখা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে হোঁচট খেয়ে ম্যাচ শেষ করার শঙ্কায় তখন লিভারপুল। তবে শেষ মুহূর্তে টানা দুই গোলে হোঁচট খাওয়া থেকে রক্ষা পেয়েছে।
৯১ ও ৯৩ মিইটে দারউইন নুনিয়েজের জোড়া গোলে লিভারপুল জয় পায় ২-০ ব্যবধানে। জয়টি এসেছে ব্রেন্টফোর্ডের মাঠেই।
শেষ মুহূর্তের গোলে জয় পেলেও, ম্যাচের শুরু থেকেই দারুণ ছিল লিভারপুলের অবস্থান। আক্রমণ করে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েও গোলের দেখা না পাওয়াটা ছিল অনেকখানি হতাশার।
একের পর এক আক্রমণ ঠেকিয়ে প্রতি আক্রমণে গোলের সুযোগ খুঁজতে থাকে ব্রেন্টফোর্ড। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা।
প্রথমার্ধ শেষ হয় কোনো গোল না হয়েই। দ্বিতীয়ার্ধের ৮৯ মিনিট পর্যন্তও কোনো গোলের দেখা মেলেনি। তবে একেবারে অন্তিম সময়ে এসে সফলতা ধরা দেয় লিভারপুলের কাছে।
ডেডলক ভাঙেন দারউইন নুনিয়েজ। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের নিচু পাস থেকে ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ের শুরুতে গোল তিনি।
পরের মিনিটেই দ্বিতীয় গোলের দেখা পান এই উরুগুইয়ান ফরোয়ার্ড। তাকে গোলটিতে সহায়তা করেন হার্ভে এলিয়ট। তার জোড়া গোলেই শেষ পর্যন্ত জয় আদায় করে মাঠ ছাড়ে লিভারপুল।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান সুসংহত করল তারা সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে। ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৩।