
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক এক রেকর্ড গড়েছে মালয়েশিয়া। মাত্র ২৩ রানে অলআউট হয়ে তারা গড়েছে নারীদের টি-টোয়েন্টিতে বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় সংগ্রহে অলআউটের রেকর্ড।
১৬৩ রানের লক্ষ্য দেওয়া শ্রীলঙ্কা মাত্র ২৩ রানে মালয়েশিয়াকে অলআউট করে ডুবিয়েছে ১৩৯ রানের বড় পরাজয়ের লজ্জায়ও।
রবিবার (১৯ জানুয়ায়ারি) আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫৫ রান করে লঙ্কানদের হয়ে দাহামি সানেথমা। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার সানজানা কাভিনডি।
এই লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে তাদের ৬ ব্যাটারের কেউই রানের খাতা খুলতে ব্যর্থ হন। তাদসের সর্বোচ্চ ৭ রান করেন ওপেনার নূর আলিয়া বিনতি। ১৪.১ ওভারে ২৩ রানে অলআউট হতে হয় তাদের। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন চামোদি প্রাবোদা।
গেল বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের মেয়েরা ৬৮ রানে অলআউট হয়েছিল। যা কিনা ছিল তখনকার সময় সর্বনিম্ন। এবার সেই লজ্জাজনক রেকর্ডটি নিজেদের করে নিলো মালয়েশিয়া।