
চট্টগ্রামের মাঠে ৬ উইকেটের জয় পেয়েছে বরিশাল। স্বাগতিকদের হারিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানটা আরও শক্ত করলো ফরচুন বরিশাল। ৭ ম্যাচে এখন ৫ জয় বরিশালের।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে মাত্র ১২১ রান সংগ্রহ করে স্বাগতিক চিটাগাং কিংস। সেই লক্ষ্য ৬ উইকেট ও ১৯ রান হাতে রেখে টপকে গেছে ফরচুন বরিশাল।
১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৩ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে বরিশাল। সেই চার ব্যাটার হলেন তামিম (৮), তাওহিদ হৃদয় (১), মুশফিক (১১) ও মাহমুদউল্লাহ (১৬)।
৪ উইকেট হারালেও ওপেনার ডেভিড মালান দলের হাল ধরেন অভিজ্ঞ মোহাম্মদ নবীকে নিয়ে। তাদের ৬৯ রানের জুটিতে জয়ের দেখা পায় বরিশাল। মালান ৫৬ ও নবী অপরাজিত ছিলেন ২৬ রান করে।
এর আগে, ব্যাটিং করতে নেমে ৩৯ রানেই ৫ উইকেট হারায় কিংস। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। তাদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন এবং দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে আরাফাত সানির ব্যাট থেকে।
বরিশালের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রিপন মন্ডল ও ফাহিম আশরাফ। তানভীর ইসলাম নেন ২ উইকেট।