
২০১৯ সালে বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করে বিস্ময়ের জন্ম দিয়েছিলেন আলিস আল ইসলাম। তবে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় আলোচনায় কিছুটা ভাটা পড়ে তাকে নিয়ে। এবারের বিপিএলে চিটগাং কিংসের হয়ে দারুণ পারফর্ম করে ৭ ম্যাচে শিকার করেছেন ১১ উইকেট।
ভালো পারফরম্যান্সে প্রশংসা কুড়ালেও হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে তার। দিনকয়েক আগে আম্পায়াররা এই সন্দেহ প্রকাশ করেন। আলিস আজ দিয়েছেন তার অ্যাকশনের পরীক্ষা।
শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শেরে বাংলায় স্টেডিয়ামে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস।
জানা গেছে, পরীক্ষার ফলাফল আজ অথবা আগামীকাল প্রকাশ করা হতে পারে।
চলতি মাসের ১৯ জানুয়ারি ঘরের মাঠ তথা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। সে ম্যাচে তিনি উইকেট পাননি আর পরের ম্যাচে একাদশে ছিলেন না তিনি।
সবশেষ গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার বোলিং নিয়ে ফের সন্দেহ ওঠে, যার ফলে তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়।
আজ বোলিং অ্যাকশনের পরীক্ষায় অংশ নেওয়া আলিফ উত্তীর্ণ হতে পারলেই খেলতে পারবেন চলমান বিপিএলে। আর যদি ব্যর্থ হন তাহলে আবারও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে এই ডানহাতি স্পিনারকে।