ঢাকা ২৯ মাঘ ১৪৩১, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

তিলকের বিশ্বরেকর্ডে ভারতের জয়

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম
তিলকের বিশ্বরেকর্ডে ভারতের জয়
ছবি : সংগৃহীত

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মাঝেও একপ্রান্ত আগলে রেখেছিলেন তিলক ভার্মা। প্রায় হারতে বসা ম্যাচ তার অপরাজিত ৫৫ বলে ৭২ রানের ইনিংসেই ২ উইকেটে জিতে নিয়েছে ভারত। ইংল্যান্ডকে হতাশ করে তিনি গড়েছেন বিশ্বরেকর্ডও। 

টানা দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ভারত। ইংল্যান্ডের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট ও ৪ বল হাতে রেখেই নিশ্চিত করেছে ভারত। তিলক ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকার ফলে টানা অপরাজিত থেকে রান করার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এখন পর্যন্ত আউট না হয়ে টানা ৩১৮ রান সংগ্রহ করেছেন ভারতের এই ব্যাটার।

আগের তিন টি-টোয়েন্টি ম্যাচে ১৯, ১২০ ও ১০৭ রান করে অপরাজিত ছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। গতকাল ফের অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে ভেঙেছেন আগের বিশ্বরেকর্ড। যেটি দখলে ছিল নিউজিল্যান্ডের অলরাউন্ডার মার্ক চাপম্যানের (২৭১)। 

তিলকের নৈপুণ্যে ম্যাচের শেষ হাসি ভারতের হলেও, ম্যাচের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের কাছেই ছিল। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, ধ্রুব জুরেল ও হার্দিক পান্ডিয়া যখন আউট হয় তখন ভারতের স্কোরবোর্ডে রান ছিল মাত্র ৭৮ আর উইকেটের পতন হয় ৬টি।

ওভার অনুযায়ী ঠিকঠাক রান হলেও ভারত নিয়মিত বিরতিতে হারিয়ে যাচ্ছিল উইকেট। তিলক ও ওয়াশিংটন সুন্দরের ৩৮ রানের জুটি ভাঙলে ১১৬  রানে ৭ উইকেট হারায় ভারত। সুন্দর আউট হন ২৬ রান করে। 

এতে জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু সফরকারীদের জয়ের আশা গুড়ে বালি করেছেন তিলক। দেখেশুনে খেলে এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে জয়ের বন্দরে নিয়ে এসেছেন তিলক। এরপর অক্ষর প্যাটেল আর অর্শদীপও বিদায় নেন তিলককে সঙ্গ দিতে ব্যর্থ হয়ে।

এমন বিরূপ পরিস্থিতিতেই দেখেশুনে খেলে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিলক ৭২ রানে অপরাজিত থেকে। ৪ বল আগে ভারত জয় তুলে নেয় ২ উইকেটের।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও শুরুতে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ১০০ রানের আগেই ৫ উইকেট হারানো ইংলিশরা ১০৮ রানে হারিয়ে বসেন ৬ উইকেট।

ইংলিশদের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৪৫ রান করে জস বাটলার। শেষদিকে জেমি স্মিথের ১২ বলে ২২ ও ব্রাইডন কোর্স ১৭ বলে ৩১ রান করলে ৯ উইকেটে ইংল্যান্ডের রান হয় ১৬৫।

বল হাতে ভারতের হয়ে ২টি করে উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। ২৯ রানে ৩ উইকেট নেন ইংল্যান্ডের ব্রাইডন কার্স।

নামসর্বস্ব বিদেশিরা মাঠেও ছিলেন নিষ্প্রভ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ এএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ এএম
নামসর্বস্ব বিদেশিরা মাঠেও ছিলেন নিষ্প্রভ
সংগৃহীত

এবারের বিপিএলে মানহীন ক্রিকেটারে ভরপুর থাকার পরও চার-ছক্কার বৃষ্টি দর্শকদের মন জয় করেছিল। কিন্তু সেখানে মানহীন ক্রিকেটাররা নিজেদের মানসম্মত করে তুলতে পারেননি। দেশি ক্রিকেটারদের পাশাপাশি, মানসম্মত বিদেশি ক্রিকেটাররা জমিয়ে তুলেছিলেন আসর। এবারের মতো এত বেশি পরিমাণে মানহীন ক্রিকেটার অতীতে বিপিএলে কখনো খেলতে দেখা যায়নি। যে কারণে কোনো দল একাধিক ক্রিকেটারকে এক ম্যাচের বেশি খেলাতে সাহস করেননি। মানহীন ক্রিকেটার সবচেয়ে বেশি খেলেছেন সিলেট ও ঢাকায়। অন্য দলগুলোতেও কম-বেশি নামসর্বস্ব ক্রিকেটার খেলেছেন। শুধু রংপুরে নামসর্বস্ব ক্রিকেটার খেলতে দেখা যায়নি কাউকে। এক নজরে চোখ বুলিয়ে দেখা যাক এসব নামসর্বস্ব ক্রিকেটারের মাঠের পারফরম্যান্সের।

ফরচুন বরিশাল 
চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটার খেলেছে মোট ৯ জন। মানহীন ক্রিকেটার বলতে গেলেন ছিলেন একজনই পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান। পাকিস্তানের বাইরে বিপিএলই ছিল তার প্রথম কোনো টুর্নামেন্ট। তিনি এসেছিলেন পাকিস্তানের ঘরোয়া ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে। বরিশালের হয়ে লিগ পর্বের শেষ ম্যাচটি শুধু খেলেছিলেন। ৪ ওভারে ৪৪ রান দিয়ে উইকেট শূন্য নিতে পারেননি।

চিটাগং কিংস
রানার্সআপ চিটাগং কিংসে ঘুরিয়ে-ফিরিয়ে মোট ১০ জন ক্রিকেটার খেলেছেন। নামসর্বস্ব ক্রিকেটার ছিলেন শ্রীলঙ্কার লাহিরু মিলানথা ও দক্ষিণ আফ্রিকার থমাস ও’কনেল। লাহিরুর শ্রীলঙ্কার বাইরে যুক্তরাস্ট্রের মেজর লিগ খেলার অভিজ্ঞতা আছে। তিনি বিপিএলে খেলতে এসেছিলেন ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে। চিটাগং তাকে  ১টি ম্যাচ খেলিয়েছিল। রান করেছিলেন ৬। অস্ট্রেলিয়ার থমাস ও’কনেল বিপিএলে খেলার আগে অস্ট্রেলিয়াতে মাত্র ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। বিগব্যাশে তার দল মেলবোর্ন স্টার্স। তাকেও ১টি ম্যাচ খেলানো হয়েছিল খুলনা টাইগার্সের বিপক্ষে। ব্যাট হাতে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন। বল হাতে ২ ওভারে ২৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। আফগানিস্তানের জোবায়েদ আকবারিকেও অনেকটা একই কাতারে ফেলা যায়। দেশের হয়ে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি রান করেছিলেন মাত্র ৮। তার টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল ২৭টি। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১টি ম্যাচ ওপেনিংয়ে নেমে ২৩ রান করেছিলেন। এরপর চুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত এই তিন ক্রিকেটারই দলের সঙ্গে ছিলেন, কিন্তু তাদের কোনো ম্যাচ আর খেলানো হয়নি।

খুলনা টাইগার্স
সবচেয়ে বেশি ১১ জন ক্রিকেটার খেলেছেন খুলনা টাইগার্সে। দলের ইংল্যান্ডের পিটার শিবলীকে মানহীন ক্রিকেটারের তালিকায় ফেলা যাবে না। কারণ তিনি ইংল্যান্ডের হয়ে ২২টি টেস্ট খেলেছেন। কিন্তু ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো ম্যাচ খেলেননি। তার টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা ছিল ৪৬টি ম্যাচের। সব কটিই  ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে। ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি দেশের বাইরে বিপিএলেই প্রথম খেলেছেন। চিটাগংয়ের বিপক্ষে ১টি ম্যাচ খেলে রান করেছিলেন ৩।

দুর্বার রাজশাহী
এবারের আসরে সবচেয়ে বিতর্কিত দল রাজশাহীর  রায়ান বার্ল ও মোহাম্মদ হারিসকে বাদ দিলে বাকি সবাই ছিলেন নামসর্বস্ব। ওয়েস্ট ইন্ডিজের মার্ক দিয়াল বিপিএল খেলতে এসেছিলেন ৪৬টি ম্যাচ খেলে। তবে সেগুলো জাতীয় দলের হয়ে নয়। বিপিএলে ৩ ম্যাচ খেলে মাত্র ১৩ রান করেন। মিগুয়েল কামিন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪ টেস্ট ও ১১ ওয়ানডে খেললেও কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। এবার ১ ম্যাচ খেলে ৮ রান করেন, উইকেট নেন ১টি। শ্রীলঙ্কার হয়ে ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ধর্সানা সামারাক। বিপিএলেও তিনি ১ ম্যাচ খেলে রানও করতে পারেননি,উইকেটও পাননি। আফতাব আলম আফগানিস্তানের হয়ে ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১২টি। সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। বিপিএলে ৩ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৩টি।

ঢাকা ক্যাপিটালস 
মানহীন ক্রিকেটার খেলানোর ক্ষেত্রে বেশ এগিয়ে ছিল এবারের বিপিএলের সবচেয়ে আলোচিত দল ঢাকা ক্যাপিটালস। যে কারণে তাদের ভরাডুবিও হয়েছে। ভারতে জন্ম নেওয়া সুবহাম রঞ্জন  মূলত যুক্তরাষ্ট্রে মেজর লিগ খেলে থাকেন। কিন্তু পরিসংখ্যান জানান দেয় খুব একটা ভালো করতে পারেননি। বিপিএলে খেলতে এসেছিলেন ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে। যেখানে পঞ্চাশোর্ধ ইনিংস ছিল মাত্র একটি। এবার ৩ ম্যাচ খেলে ৬২ রান করেন, উইকেট নেন  ৩টি। আফগানিস্তানের ফারমানউল্লাহকে কেন নিয়ে আসা হয়েছিল, তা ঢাকা ক্যাপিটালসের কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট ৩৭টি ম্যাচ খেলেছেন।  ৩৮৬ রানের পাশে উইকেট আছে ১২টি। এমন ক্রিকেটারকে এনে ঢাকা ৭টি ম্যাচ খেলিয়েছিল। দলকে উপহার দিয়েছেন তিনি ৫৫ রান ও ৫টি উইকেট। দক্ষিণ আফ্রিকার স্টিফেন এসকিনাজি ১১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও দেশের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি। এমন কি নিজ দেশে এসএ২০ টুর্নামেন্টেও খেলার সুযোগ পাননি। বিপিএলে ৪ ম্যাচ খেলে ৬৮ রান  করেন।

সিলেট স্ট্রাইকার্স 
মানহীন ক্রিকেটার খেলানোর ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গিয়েছে সিলেট স্ট্রাইকার্স। পয়েন্ট টেবিলে সবার তলানিতে ছিল। এতেই বুঝা যায় তারা কী মানের দল গড়েছিল? পাকিস্তানের আহসান ভাট্টিকে নিয়ে এসেছিল, যার অভিজ্ঞতা ছিল ঘরোয়া মাত্র ২টি টি-টোয়েন্টি ম্যাচের।  সিলেটও তাকে ২টি ম্যাচ খেলিয়েছে। ওয়েস্ট ইন্ডিজরে লুক জাগেসার বিপিএল খেলতে আসার আগে ঘরোয়া ২১ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বাইরে বিপিএলেই তার প্রথম কোনো টুর্নামেন্ট। কোনো বিবেচনায় এ রকম ক্রিকেটারকে সিলেটের ফ্র্যাঞ্চাইজি দলভুক্ত করেছেন, সে ব্যাখ্যা তারাই ভালো দিতে পারবেন। ৫ লাখ টাকার ওপরে শুধু বিমান ভাড়া দিয়ে তাকে উড়িয়ে এনে মাত্র ১টি ম্যাচ খেলানো হয়। রান করেন ৫ রান ও উইকেট নেন ২টি।

ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার খাদেম আলিয়ান। ৩ ম্যাচ খেলে তিনি রান করেন মাত্র ১০। তাকে নিয়ে আসা হয়েছিল ঘরোয়া  মাত্র ১৮টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থেকে। কোনো হাফ সেঞ্চুরি  ছিল। না।  কিন্তু তবুও তাকে মনে ধরেছিল সিলেটের মালিকদের। ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার রাকিন কর্নওয়েল। খেলা দিয়ে নয়, বিশাল শরীর দিয়ে তিনি ক্রিকেট বিশ্বে পরিচিতি পেয়ে গেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডই তাকে শুধু টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনা করে থাকে। অথচ সিলেটের ফ্র্যাঞ্চাইজি তাকে টি-টোয়েন্টির জন্য মহামূল্যবান মনে করেছেন! এমন নয় যে টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে তার সুখ্যাতি আছে। ওয়েস্ট ইন্ডিজের বাইরে বিপিএলেই তার একমাত্র ঠিকানা।

মানহীন বিদেশিদের পুনর্বাসন!

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ এএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম
মানহীন বিদেশিদের পুনর্বাসন!
সংগৃহীত

প্লেয়ার্স ড্রাফটের পর চিটাগং কিংসের পক্ষ থেকে জানানো হয়েছিল বিপিএল চলাকালীন মঈন আলী তাদের হয়ে খেলতে আসবেন। এমন কি আরও বড় তারকারাও আসবেন খেলতে। কিন্তু শেষ পর্যন্ত মঈন আলী কিংবা অন্য কোনো বড় তারকা তাদের দলে পরে আর খেলতে আসেননি। মঈন আলী দক্ষিণ আফ্রিকায় এসএ২০ আসরে জুবার্গ সুপার কিংসের হয়ে খেলায় ব্যস্ত ছিলেন। বিপিএল চলাকালীন এসএ২০ আসর ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে আইএলটি২০ আসরও চলমান ছিল। যে কারণে শুধু মঈন আলী নয়, এ রকম বিশ্বমানের অনেক ক্রিকেটারের পক্ষেই বিপিএল খেলা সম্ভব হয়নি। যারা ছিলেন বিপিএলের নিয়মিত মুখ। এই দুই আসরের কারণে এবারের বিপিএলে মান সম্মত বিদেশি ক্রিকেটারদের শূন্যতা দেখা দেয়।

বিদেশি ক্রিকেটারদের কোটা পূরণ করতে গিয়ে বিপিএলের এক একটি ফ্র্যাঞ্চাইজিদের মানহীন বিদেশি ক্রিকেটারদের নিয়ে এসেছেন। হাতে গোনা কয়েকজন ক্রিকেটার বাদ দিলে বাকিরা ছিলেন চূড়ান্তভাবে ব্যর্থ। এ সব মানহীন ক্রিকেটারদের পদচারণে বিপিএল হয়ে উঠেছিল যেন বিদেশি ক্রিকেটারদের পুনর্বাসন কেন্দ্র। এ রকম অনেক ক্রিকেটার আছেন, যাদের বিপিএল দিয়েই দর্শকরা জানতে পেরেছেন যে তারা ক্রিকেট খেলেন!

এবারের বিপিএলে চিটাগংয়ে ১০ জন, খুলনায় ১১ জন, বরিশাল, ঢাকা ও সিলেটে ৯ জন করে, রংপুরে ৮ জন ও রাজশাহীতে ৬ জন বিদেশি ক্রিকেটার খেলেছেন। এসব দলে নামসর্বস্ব এমন অনেক ক্রিকেটার খেলেছেন, যাদের এক ম্যাচের বেশি খেলাতে সাহস করেননি ফ্র্যাঞ্চাইজিরা। এ রকম ক্রিকেটার ছিলেন বরিশালের মোহাম্মদ ইমরান, চিটাগংয়ের লাহিরু মিলানথা, থমাস ও’কনেল, রংপুরের টিমোথি হেইস ডেবিড, রাজশাহীর ধর্সানা সামারাক, আফতাব আলম, সিলেটের লুক জাগেসার।

এদের ছাড়াও একাধিক ম্যাচ খেলাও অনেক ক্রিকেটার আছেন যাদের নাম আগে কখনো শুনা যায়নি। যেমন ঢাকার স্টিফেন সিন এসকিনাজি, সোবহাম সুবাস রঞ্জন, ফারমানউল্লাহ সাফি, খুলনার আলেকজান্ডার আয়ান রোজ, রংপুরের স্টিভন টেইলর,সিলেটের আহসান ভাট্টি। আবার অনেক ক্রিকেটারকে দলভুক্ত করা হয়েছে যারা দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেললেও কখনো টি-টোয়েন্টি খেলেননি। এ রকম ক্রিকেটার ছিলেন সিলেটের বিশালদেহের অধিকারী ওয়েস্ট ইন্ডিজের রাকিন কর্নওয়েল, ইংল্যান্ডের পিটার শিবলী, রাজশাহীর ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স।

শুধু তাই নয় এমন অনেক অখ্যাত ক্রিকেটার আনা হয়েছে, যাদের দেশে ক্রিকেট এখনো সেভাবে প্রচলন হয়নি, আবার হলেও আছে দুর্বল অবস্থানে, সেই সব দেশ থেকেও ক্রিকেটার আনা হয়েছে। এ রকম ক্রিকেটার হলেন রংপুরের হয়ে একটি ম্যাচ খেলা সিঙ্গাপুরের টিমোথি হেইস ডেবিড, ঢাকার হয়ে ৩ ম্যাচে ২২ রান করা নামিবিয়ার জিন পিয়েরি কোটজি। তিনি দেশের হয়ে ৪৪ ম্যাচে ৭৯০ রান করেছেন। আবার এ রকম কিছু ক্রিকেটার খেলতে এসে নিজেদের মেলে ধরতে পেরেছেন। যেমন বরিশালের মোহাম্মদ আলী মাত্র ২ ম্যাচ খেলে ৬ উইকেট নেন। যার ৫টিই ছিল আবার এক ম্যাচে। চিটাগংয়ের পাকিস্তানের খাজা নাফি (৫ ম্যাচে ২০১ রান) ও দক্ষিণ আফ্রিকার গ্রায়াম ক্লার্ক (১৪ ম্যাচে ৪৩১ রান), খুলনার অস্ট্রেলিয়ার বসিস্তো (১০ ম্যাচে ২৯৮ রান ও ২ উইকেট), পাকিস্তানের সালমান ইরশাদ (৭ ম্যাচে ৯ উইকেট), রংপুরের পাকিস্তানের আকিফ জাভেদ (১১ ম্যাচে ২০ উইকেট)।

তারকা ক্রিকেটারদের মাঝে নিজেদের মান ধরে রাখতে পেরেছেন বরিশালের ইংল্যান্ডের ডেবিড মালান (৯ ম্যাচে ৩১৬ রান), ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স (৭ ম্যাচে ২০৯ রান ও ৫ উইকেট), ঢাকার শ্রীলঙ্কার থিসারা পেরেরা (১২ ম্যাচে ২১২ রান ও ৪ উইকেট। অপরাজিত ১০৩ রানের একটি সেঞ্চুরিও আছে), রংপুরের পাকিস্তানের খুশদিল শাহ (১০ ম্যাচে ২৯৮ রান), ইংল্যান্ডের আলেক্স হেলস (৬ ম্যাচে ২১৮ রান) পাকিস্তানের ইফতেখার আহমেদ (১২ ম্যাচে ৩০৫ রান ও ৫ উইকেট),খুলনার মোহাম্মদ নেওয়াজ (১২ ম্যাচে ৮৮ রান ও ১০ উইকেট)।

খুশদিল শাহ ও অ্যালেক্স হেলস আসরের মাঝপথে চলে যান। জেসন রয় চলে যান ২ ম্যাচ খেলে। তারকা ক্রিকেটারদের মাঝে হতাশ করেন বরিশালের আফগানিস্তানের মোহাম্মদ নবী। ১১ ম্যাচ খেলে ব্যাটে মাত্র ৫৭ রান ও বল হাতে ৮ উইকেট নেন। একই দলের হয়ে খেলা পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি হতাশ করেন সবাইকে। তিনি ৫ ম্যাচে ৩৫ রান করার পাশাপাশি উইকেট নেন মাত্র ৪টি। অথচ অতীতে বিপিএলে বিশ্বমানের অনেক তারকা ক্রিকেটারদের উপস্থিতি ছিল নিয়মিত।

টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল থেকে শুরু করে, ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, শহিদ আফ্রিদি, রশিদ খান, মজিবুর রহমান, ড্যারেন সামি, বাবর আজম, মোহাম্মদ সামি, সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান, অজন্তা মেন্ডিস, ব্রান্ডেন টেলর, সোহেল তানভীর, স্কট স্টাইরিস, ব্রাড হজ, আহমেদ শেহজাদ, জেসন রয়, ডুয়াইন ব্রাভো, মুরালিধরন, মারলন স্যামুয়েলস, চন্দরপল, হার্সলে গিবস, আন্দ্রে রাসেল, আজহার মাহমুদ, পোলার্ড, ইমরান নাজির, নাসির জামসেদ, কামরান আকমল, হ্যামিলটন মাসাকাদজা, রবি বোপারা, জ্যাকব ওরাম, শন টেইট, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ নবী, শোয়েব মালিক, স্যামুয়েলস, নিকোলাস পুরান, মোহাম্মদ শাহজাদ, জোফরা আর্চার, লাসিথ মালিঙ্গা, ব্রান্ডেন ম্যাককুলাম, সুনীল নারিন, জস বাটলার, এভিন লুইস, আদিল রশিদ, উপল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, থিসারা পেরেরা, সিকান্দার রাজা, মোহাম্মদ হাফিজ, ডেবড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মোহাম্মদ আমির, ডেডিব মালান, ফজলহক ফারুকী, করিম জানাতের মতো ক্রিকেটাররা খেলে গেছেন।

বিপিএল যে তারকা ক্রিকেটারদের পছন্দের তালিকায় পেছনের কাতারে চলে গেছে তা বোঝা যায় ফরচুন বরিশালের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্সের দিকে ফিরে তাকালে। তিনি শুরুতে বরিশালের হয়ে খেললেও আইএলটি২০ আসরে আবুধাবী নাইট রাইডার্সের হয়ে খেলতে চলে যান সংযুক্ত আরব আমিরাত। এই আসর শেষ হলে তিনি আবার বিপিএলে খেলতে চলে আসেন। তারপর খেলেন ফাইনাল পর্যন্ত।

মানহীন নামসর্বস্ব যেসব ক্রিকেটারকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলিয়েছেন, তাদের পেছনে কিন্তু টাকা ঠিকই ব্যয় করতে হয়েছ। ওয়েস্ট ইন্ডিজ থেকে এ রকম যেসব ক্রিকেটার নিয়ে আসা হয়েছে তাদের পেছনে শুধু বিমান ভাড়া বাবদ ৫ লাখ টাকার ওপরে গুনতে হয়েছে। তারপর থাকা-খাওয়া, দৈনিক ভাতার সঙ্গে পারিশ্রমিক তো আছেই। কিন্তু এই ক্রিকেটারদের না এনে ভালোভাবে হোম ওয়ার্ক করলে পাকিস্তান, ইংল্যান্ড এমনকি অস্ট্রেলিয়া থেকে অনেক ভালো খেলোয়াড় আনা সম্ভব হতো বলে মনে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। তিনি বলেন, ‌‘মানহীন বিদেশি ক্রিকেটার না এনে সেরা একাদশে প্রয়োজনে একজন বিদেশি কম খেলিয়ে দেশি একজন বেশি খেলানো যেত পারে। তা ছাড়া ভালোভাব হোম ওয়ার্ক করলে পাকিস্তানের পিএসএল, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট, এমন কি অস্ট্রেলিয়ার বিগব্যাশ থেকেও এ সব ক্রিকেটারের চেয়ে অনেক ভালো ক্রিকেটার নিয়ে আসা সম্ভব।’

তারুণ্যের ফুটবলে বিভাগ সেরা নাটোর

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম
আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম
তারুণ্যের ফুটবলে বিভাগ সেরা নাটোর
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনূর্ধ্ব-১৭) দলের মধ্যে রাজশাহী বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নাটোর জেলা বালক দল। ছবি: খবরের কাগজ

তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনূর্ধ্ব-১৭) দলের মধ্যে রাজশাহী বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নাটোর জেলা বালক দল।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী শারিরীক শিক্ষা মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নাটোর জেলা বালক দল টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে সিরাজগঞ্জ জেলা বালক দলকে পরাজিত করে।

ম্যাচজুড়ে নাটোরের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও লড়াকু মনোভাব দর্শকদের মুগ্ধ করেছে।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘বিজয়ী দলের প্রতিটি খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।’

জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম জানান, এই তরুণ প্রতিভারা নাটোর জেলার গর্ব। তাদের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসই এই সাফল্যের মূল চাবিকাঠি।

কামাল মৃধা/সুমন/

নারী ফুটবলে বিদ্রোহ দ্রুতই সংকট কাটবে, আশা বাফুফের

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম
দ্রুতই সংকট কাটবে, আশা বাফুফের
সংগৃহীত

কোচ-ফুটবলার দ্বন্দ্বে নারী ফুটবলে যে সংকট, আজ পর্যন্তও তা নিরসন হয়নি। অথচ বিশেষ কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর কেটে গেছে পুরো তিন দিন। মূলত বাফুফে সভাপতির দিকেই তাকিয়ে সবাই। প্রায় এক মাসের লন্ডন সফর শেষে গত সপ্তাহেই তিনি দেশে ফিরেছেন। এ সপ্তাহেই ফের তার লন্ডন যাওয়ার কথা। বাফুফে কর্তারা প্রত্যাশা করছেন এই সময়ের মধ্যেই সংকট কেটে যাবে।

গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ বলেছেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। সভাপতি খুবই পজিটিভ। তিনি সবকিছু ঠিক করছেন।’ ব্যক্তিগতভাবে আরেফ আশা করছেন, কোচ-ফুটবলার দ্বন্দ্বে দুই পক্ষই তাদের ভুল বুছতে পারবে। তার কথায়, ‘যার যার ভালো তাকে বুঝতে হবে। মেয়েরা আমাদের জাতীয় অহংকার, এটাও ভাবতে হবে। কোচ কোচের জায়গায় থাকবে, খেলোয়াড়রা খেলোয়াড়দের জায়গায় থাকবে। কোচের দায়িত্ব প্রশিক্ষণ দেওয়া, মেয়েদের দায়িত্ব প্রশিক্ষণ নেওয়া। যার যার ইমেজ, তাকেই ধরে রাখতে করতে হবে। দুই পক্ষ তাদের ভুল বুঝতে পারবে বলে আমার মনে হয়।’

এদিকে ১৮জন বিদ্রোহী ফুটবলারকে বাইরে রেখে বাকিদের সঙ্গে বাফুফে চুক্তি করতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। এ বিষয়ে আরেফ বলেন, ‘সমস্যা সমাধান হওয়ার পর চুক্তি হবে। আমরা একসঙ্গে সব সিদ্ধান্ত নেব। কাউকে এখন করব, কাউকে পরে করব- সেই পদ্ধতিতে আমরা যাচ্ছি না।’

গতকাল বাফুফেতে এসেছিলেন সভাপতি তাবিথ আউয়াল। সাব্বির আহমেদ আরেফ জানিয়েছেন। এদিন মূলত ফাইন্যান্স কমিটির সঙ্গে বৈঠক করেন সভাপতি। সেখানে কেবল আলোচনা হয়েছে অডিট নিয়ে। নারী ফুটবলের সংকট নিয়ে ওই বৈঠকে কোনো আলোচনা হয়নি।

ভারত ম্যাচের প্রাথমিক দলে হামজা-ফাহামেদুল

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ পিএম
ভারত ম্যাচের প্রাথমিক দলে হামজা-ফাহামেদুল
সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারত ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ৩৮ সদস্যের দলে আছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাটেডে খেলা হামজা চৌধুরী। এই প্রবাসী ফুটবলারের থাকাটা অবশ্য অনুমিতই ছিল। তবে কাবরেরার স্কোয়াডে চমক ইতালি প্রবাসী মিডফিল্ডার ফাহামেদুল ইসলাম। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসিওর হয়ে খেলেন এই ১৮ বছর বয়সী। ফেনীতে জন্ম তার। তবে বাবা-মার সঙ্গে খুব ছোট বয়সেই পাড়ি দিয়েছেন ইতালিতে, ফুটবল চর্চা তার সেখানেই।

হামজা ও ফাহামেদুলের বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ার ঘটনা এটিই প্রথম। এই দুজন ছাড়াও স্থানীয় ফুটবলারদের মধ্যে মোহামেডান গোলরক্ষক সাকিব আল হাসান, ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত ও ফরোয়ার্ড আরিফ হোসেন এবং পুলিশ এফসির ফরোয়ার্ড আল আমিন প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন। চুক্তি জটিলতায় লিগের প্রথম পর্বে খেলতে না পারা জামাল ভূঁইয়াকেও স্কোয়াডে রেখেছেন কাবরেরা। নিয়মিত মুখদের মধ্যে চোটের কারণে নেই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি খেলবে বাংলাদেশ। এ মাসের শেষ দিকে ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কন্ডিশনিং ক্যাম্পের জন্য আগামী মাসের শুরুতে দল নিয়ে সৌদি আরবে যাবেন কাবরেরা। সেখান থেকে ঢাকায় ফিরবে দল, ২০ মার্চ যাবে শিলংয়ে।

প্রথমিক দলে ডাক পেলেন যারা
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, শাহারিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াশ আহমেদ নোভা, ফাহমেদুল ইসলাম।