
বিতর্কের দিক দিয়ে অতীতের সব আসরকে ছাড়িয়ে গিয়েছে এবারের বিপিএল। তবে শুধু বিতর্ক দিয়ে চলতি আসরকে পরিমাপ করা যাবে না। বিতর্ক যতই থাকুক না কেন, ২২ গজে ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করতে পেরেছে ঠিকই। সেই মনোরঞ্জনের শেষ দৃশ্য মঞ্চাস্থ হবে আজ শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে। যেখানে লড়াইয়ে অবতীর্ণ হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্রতিপক্ষ প্রথমবারের মতো শিরোপার ঘ্রাণ নেওয়ার স্বপ্নে বিভোর চিটাগং কিংস।
বিপিএলের আগের ১০ আসরের মাঝে ফরচুন বরিশাল একই ফ্র্যাঞ্চাইজির অধীনে তৃতীয়বারের মতো খেলছে ফাইনাল। গত আসরে তারা প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল। তার আগে ২০২২ সালে অষ্টম আসরে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরেছিল ১ রানে। এ ছাড়া ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে আরও দুবার ফাইনাল খেলেছিল। ২০১২ সালে প্রথম আসরে বরিশাল বার্নাস নামে খেলে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরেছিল ৫৬ রানে। ২০১৫ সালে তৃতীয় আসরে বরিশাল বুলস নামে অংশ নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হার মেনেছিল ৩ উইকেটে। বিপরীতে চিটাগং কিংস ২০১৩ সালে বর্তমান ফ্র্যাঞ্চাইজির অধীনেই ফাইনাল খেলেছিল। প্রতিপক্ষ ছিল ঢাকা গ্লাডিয়েটর্স। হেরেছিল ৫২ রানে। এরপর কিংসের ফ্র্যাঞ্চাইজি সরে দাঁড়ান। তিনি সরে যাওয়ার পর চিটাগং আর কখনো ফাইনাল খেলতে পারেনি। বিপিএলর আগের ১০ আসরের মাঝে ঢাকা ও কুমিল্লা ৪ বার করে এবং রাজশাহী ও রংপুর ১ বার শিরোপা জিতেছে।
ফাইনালে ওঠে আসা দুই দলই থাকে সমানে-সমান। কিন্তু আজকের ফাইনালে দুই দলকেই অনায়েসেই শক্তির মানদণ্ডে আলাদা করা যায়। যেখানে এগিয়ে আছে বরিশাল। ব্যাটিং-বোলিংয়ে তারা দুর্বার। তামিম ইকবাল, ডেবিড মালান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, কাইল মায়ার্স, জিমি নিশানের সমন্বয়ে ব্যাটিং লাইনকে আটকানো চিটাগংয়ের জন্য কঠিন হবে। বল হাতে তাদের সেরা দুই বোলার ফাহিম আশরাফ ও জানদাদ খান চলে গেছেন আগেই। ফাহিম আশরাফ ১১ ম্যাচে ২০টি ও জানদাদ খান ৬ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন। কিন্তু তাদের মানসম্মত বিদেশি খেলোয়াড় নিয়ে আসার ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেওয়ার কারণে ঘাটতি দেখা যায়নি। প্রথম কোয়ালিফায়ারে বরিশালকে ৯ উইকেটের সহজ জয় এনে দেন বিপিএলে প্রথমবার খেলতে নেমেই ২৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের পেসার মোহাম্মদ আলী। তার সঙ্গে মায়ার্স আর নিশাম তো থাকছেনই। দেশি কোটায় থাকবেন রিশাদ হোসেন, এবাদত হোসেন আর তানভীর ইসলাম। অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন ভালো খেলে বরিশালের সমর্থকদের ট্রফি উপহার দিয়ে সেটি লঞ্চে করে বরিশাল নিয়ে যেতে চান। এই বিপিএল চলাকালেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালকে আজ বিসিবি বিশেষ সম্মান জানাবে।
চিটাগং ফাইনাল পর্যন্ত এসেছে ৬ জন ব্যাটার নিয়ে খেলে। আজ খেলবেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, খাজা নাফি, গ্রায়াম ক্লার্ক আর হেসেইন তালাত। বাকি ৫ জন বোলার। কিন্তু তাদের ব্যাটার হিসেবে নেই সে রকম সুখ্যাতি। যদিও ফাইনালে ওঠার ক্ষেত্রে এই বোলার নামক ব্যাটারই শেষ দৃশ্যে নায়ক হয়ে ওঠে ছিলেন। চিটাগংয়ের মন্দ কপার ওসমান খানের চলে যাওয়া। এই পাকিস্তানি এবারের আসরে ৮ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ২৮৫ রান করেছিলেন। এদিকে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা গিয়েছে প্রথম কোয়ালিফায়ারে হায়দার আলীর ইনজুরি। ১২ ম্যাচে ২১০ রান করা এই পাকিস্তানি ব্যাটার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারেননি। অধিনায়ক মোহাম্মদ মিঠুন অবশ্য এ নিয়ে চিন্তিত নন। এই দল নিয়ে তারা ফাইনালে উঠে এসেছেন। এই দলের ওপরই তার আস্থা আছে বলে জানান।