
মেগা ফাইনালে চ্যালেঞ্জিং পুঁজি গড়ল চিটাগং কিংস। বিপিএল ইতিহাসে দলটির প্রথম শিরোপার স্বপ্নে যেন জোর হাওয়াই লাগল তাতে। কিন্তু বড় লক্ষ্য তাড়ায় ফরচুন বরিশালের জবাবটাও হলো জুতসই। ম্যাচের শেষ হাসিটা তাই তাদেরই। অর্থাৎ বিপিএলের একাদশ আসরের চ্যাম্পিয়ন বরিশাল।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে ৩ উইকেটের জয় পেয়েছে বরিশাল। ১৯৫ রানের বড় লক্ষ্য তারা পেরিয়েছে ৩ বল হাতে রেখে। বিপিএল ফাইনালে এতো বড় লক্ষ্য তাড়া করার রেকর্ড এটিই প্রথম।
এনিয়ে প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো শিরোপার স্বাদ পেল তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল।
উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করে বরিশালকে জয়ের ভিত এনে দিয়েছিলেন তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। নবম ওভারের প্রথম বলে তামিমের বিদায়ের মাধ্যমে জুটির পতন হয়।
শিরোপা নির্ধারণী মঞ্চে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তামিম। ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি ৯ চার ও ১ ছক্কায়। একই ওভারে হৃদয় ফেরেন ২৮ বলে ৩২ রানের ইনিংস খেলে। তবে এরপর কাইল মেয়ার্স ২৮ বলের ৪৬ রানের ইনিংসে দলকে টেনে নিয়েছেন।
শেষ দিকে বরিশালের দ্রুত ৩ উইকেট পতনে ম্যাচ জমে উঠেছিল। তবে চিটাংগের ভাগ্যের শিকে ছিঁড়েনি। রিশাদ শেষ দিকে ৬ বলে ২ ছক্কায় অপরাজিত ১৮ রানের ইনিংস খেলেছেন। তাতেই শেষের শঙ্কা কাটিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে বরিশাল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯৪ রানের পুঁজি গড়ে চিটাগং। ৪৯ বলে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। ৬টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
আরেক ওপেনার খাওয়াজা নাফের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৬৬ রান। তিনে নেমে ২৩ বলে তিনটি ছক্কা ও দুটি চারে ৪৪ রান করেন গ্রাহাম ক্লার্ক।
তোফায়েল/এমএ/