
ফের বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ধরে রেখেছে ফরচুন বরিশাল। একাদশ আসরেও চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ বরিশালের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। ট্রফি নিয়ে উদযাপনে বরিশাল যাবেন তামিম ইকবালরা।
দশম আসরের চ্যাম্পিয়ন হওয়ার পরও বরিশাল যাওয়ার কথা ছিল দলটির। তবে নানাবিধ জটিলতায় আর যাওয়া সম্ভব হয়নি। তবে এবার আর সমর্থকদের হতাশ করতে চায় না ফরচুন বরিশাল। তাই ট্রফি নিয়ে রবিবার বরিশাল যাবে দলটি।
ফাইনালে জয়ের পর অধিনায়ক তামিম ইকবাল তা নিশ্চিত করে বলেন, ‘গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি। এইবার আমরা ঠিক করেছি, বরিশাল যাব। আমরা ৯ তারিখ আসছি বরিশালে। সবাইকে অনুরোধ করব ৯ তারিখ শিরোপা উদযাপন করতে।’
টান দ্বিতীয়বার ট্রফি জিতে তামিম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের কর্ণধার মিজানুর রহমানকে, ‘অবিশ্বাস্য (আবার জেতা)। আমি মালিককে ধন্যবাদ দেব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’
প্রতিবছরই বিতর্ক ডালপালা মেলে বিপিএলে। এবারও কম বিতর্ক হয়নি। দুর্বার রাজশাহীর অনিয়ম নিয়ে সমালোচনা হয়েছে দেশে ও বিদেশে। তবে এমনটা কিছুই হয়নি ফরচুন বরিশালের ক্ষেত্রে। অনেকখানি পেশাদারিত্বের ছাপ দেখা গেছে দলটির মধ্যে।