
মায়ামির ম্যাচের ঘন্টা দুয়েকেরও কিছু সময় বেশি আগে ভূমিকম্প আঘাত হানে উত্তর হন্ডুরাসে। তখন ঘড়িতে সময় সন্ধ্যা ৬.২৩। যার মাত্রা ছিল ৭.৬। ওই অঞ্চলে সবশেষ চার বছরের মধ্যে যা কিনা সর্বোচ্চ।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর সুনামির আশঙ্কাও করেছিল মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা। সেটি অবশ্য পরে বাতিল হয়। আকস্মিক এই ভূমিকম্পের সময় হন্ডুরাসেই অবস্থান ছিল লিওনেল মেসি ও ইন্টার মায়ামি।
প্রাক্-মৌসুম ম্যাচ খেলতে সেখানে গিয়েছিল মেজর লিগের দলটি। ভূমিকম্পের পর সুনামির শঙ্কা থাকলেও তেমনটা কিছুই হয়নি। কাছাকাছি সময়ে রাত ৮টায় মেসিদের ম্যাচও তাই ঠিক সময়ে মাঠে গড়িয়েছে। সেই ম্যাচে প্রতিপক্ষের ওপর ভূমিকম্পের ন্যায় আঘাত করেছে মেসির মায়ামি। জয় পেয়েছে তারা ৫-০ ব্যবধানে।
ম্যাচটি হয়েছে চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে। যার অবস্থান ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৪০০ মাইল দক্ষিণ-পশ্চিমে। সে মাঠে গোল পেয়েছেন মেসি এবং সুয়ারেজ দুইজনই। একটি করে গোল এসেছে তাদের পা থেকে। মেসি গোল করিয়েছেন আরও দুটি।
দলের হয়ে ২৭ মিনিটে মেসির করা গোলটাই প্রথম। ডি বক্সে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান মেসি। তার আগে সুয়ারেজকে বলটা দিয়েছিলেন আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্ট।
প্রথমার্ধ শেষ হওয়ার আগের মিনিটে ফেদেরিকো রেদোনদো এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নোয়াহ অ্যালেনের গোলে ব্যবধান ৩-০ করে মায়ামি। দুটি গোলেই সহায়তা করেছেন মেসি।
ম্যাচের ৫৮ মিনিটে গোলের দেখা পান সুয়ারেজও। ফলে ৪-০ হয়ে যায় ব্যবধান। ম্যাচের শেষ গোলটি করেন রায়ান সেইলর, ৭৯ মিনিটে।