প্রযুক্তি জায়ান্ট মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সম্প্রতি ‘ইভেন্ট’ নামে নতুন একটি ফিচার চালু করেছে। এই নতুন ফিচার ব্যবহারকারীদের গ্রুপে সহজে মিটিং ও আড্ডার আয়োজন করতে সাহায্য করবে। নতুন ফিচারটি ব্যবহার করে গ্রুপ অ্যাডমিনরা সহজেই ইভেন্ট তৈরি করতে পারবেন। যেখানে তারা ইভেন্টের নাম, ধরন (অডিও বা ভিডিও কল), তারিখ, সময় ও স্থান উল্লেখ করতে পারবেন।
এ ছাড়া গ্রুপের সদস্যরা ‘অ্যাকসেপ্ট’ বা ‘ডিক্লাইন’ অপশন ব্যবহার করে ইভেন্টে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। ইভেন্ট তৈরির পরও যেকোনো তথ্য পরিবর্তন করতে পারবেন অ্যাডমিন ও অংশগ্রহণকারীরা। এতে অংশ নেওয়ার জন্য ইভেন্ট অপশনে ক্লিক করে নিজেদের আগ্রহ প্রকাশ করতে পারেন গ্রুপের সদস্যরা। এর ফলে ইভেন্টে অংশ নিতে আগ্রহীদের প্রাথমিক ধারণা পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ গ্রুপে ইভেন্ট তৈরির ধাপসমূহ:
- প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট গ্রুপের চ্যাট বক্সে প্রবেশ করুন।
- গ্রুপ চ্যাটের ডান দিকের নিচের অংশে থাকা পেপার ক্লিপ আইকনে ট্যাপ করে ‘ইভেন্ট’ আইকন নির্বাচন করুন।
- এবার পরের পেজে ইভেন্টের নাম, ধরন, তারিখ ও সময় নির্বাচন করুন।
- হোয়াটসঅ্যাপ কল লিংকের পাশের অপশনটি চালু করে মিটিংটি অডিও না ভিডিওর মাধ্যমে আয়োজন করা হবে, তা নির্বাচন করুন।
- নিচে থাকা ‘সেন্ড’ আইকনে ট্যাপ করলেই ইভেন্ট তৈরি হয়ে যাবে। গ্রুপের অন্য সদস্যরা ইভেন্টে যোগ দেওয়ার বার্তা দেখতে পারবেন।
হোয়াটসঅ্যাপের নতুন ইভেন্ট ফিচারটি ব্যবহারকারীদের গ্রুপে আরও ভালোভাবে যোগাযোগ করতে সাহায্য করবে। বিশেষ করে যারা নিয়মিত গ্রুপ মিটিং বা আড্ডার আয়োজন করেন।
/আবরার জাহিন