চীনা স্মার্টফোন ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে এনেছে ‘অপো রেনো১২’ সিরিজ। গত বুধবার রাজধানীর এক কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সিরিজের ঘোষণা করে স্মার্টফোন ব্র্যান্ডটি। এর আগে কোম্পানিটি চলতি বছরের মে মাসে চীনা স্মার্টফোন বাজারে এই সিরিজ উন্মোচন করেছে।
অপোর উন্মোচিত নতুন রেনো১২ সিরিজে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ফিচার। একই সঙ্গে ফোনটিতে রয়েছে অসাধারণ ইমেজিং প্রযুক্তি। ফোনটির উন্নত এআইয়ের সুবিধা ব্যবহার করে একজন ব্যবহারকারী সহজেই ফটোগ্রাফি করতে পারবেন। ধরুন আপনি হয়তো কোথাও একটি গ্রুপ ছবি তুলছেন। এর মধ্যে একজন পথচারীর ছবি উঠে গেল। রেনো১২ সিরিজের এআই ইরেজার ছবির অনাকাঙ্ক্ষিত অংশকে কয়েক ক্লিকেই মুছে দিতে পারে। কোনো ছবিতে আপনার চোখ বন্ধ অবস্থায় থাকলে ফোনটির এআই ম্যাজিক স্টুডিও ফিচারের মাধ্যমে তা খুলে দেওয়া যায় সহজেই। কোনো ছবিতে যদি একজন বন্ধু বা শিশুর ছবি যোগ করতে চাইলে, ফোনটির এআই ম্যাপিং ফিচারের মাধ্যমে সেটাও করা সম্ভব।
দুর্বল সিগন্যাল, নেটওয়ার্ক কনজেশন ও শব্দ আটকে যাওয়ার সমস্যাগুলো দূর করতে অপোর তৈরি এআই লিঙ্কবুস্ট ফুল-লিঙ্ক নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশন ইঞ্জিনটি ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিলেকশন ও অন্যান্য প্রযুক্তিকে সমন্বয় করতে পারে। কোথাও মোবাইলের সিগন্যাল না থাকলেও ফোনটির বিকনলিঙ্ক ফিচার ভয়েস কলের নিশ্চয়তা দেবে। এতে রয়েছে আইপি৬৫ ওয়াটার রেজিস্ট্যান্ট সুবিধা। পাশাপাশি স্প্ল্যাশ টাচ ফিচারটি হাত ভেজা থাকলেও ফোনের স্ক্রিনকে রাখবে পুরোপুরি সক্রিয়। ‘রেনো১২ এফ-এ’ ফোনে ৪৫ ওয়াট সুপারভুকসহ ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সুবিধার ‘রেনো১২ এফ’ ফোনের দাম ৩৪ হাজার ৯৯০ টাকা, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের রেনো১২ এফ ৫জি ফোনের দাম ৪২ হাজার ৯৯০ টাকা এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের রেনো১২ ফোনের দাম পড়বে ৪৯ হাজার ৯৯০ টাকা।
গ্রাহকরা ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অপো রেনো১২ এফ (৮ জিবি+২৫৬ জিবি) প্রি-অর্ডার করতে পারবেন। ফোনটি ১৮ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে।
/আবরার জাহিন