কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আমেরিকান প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এআই নির্ভর সার্চ ইঞ্জিন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই সার্চ ইঞ্জিনের নাম ‘সার্চজিপিটি’। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) এই সার্চ ইঞ্জিন নিয়ে আসার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে গুগল ও পারপ্লেক্সিটিসহ অন্যান্য সার্চ ইঞ্জিন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় নামল ওপেনএআই।
প্রথম ধাপে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য প্রোটোটাইপ হিসেবে চালু হবে নতুন সার্চ ইঞ্জিন সার্চজিপিটি। পরবর্তীতে এটি চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করা হবে। এই এআই চালিত সার্চ ইঞ্জিন ইন্টারনেটের বিশাল তথ্যভাণ্ডার থেকে সরাসরি তথ্য সংগ্রহ করবে।
সার্চ ইঞ্জিনে একটি বড় টেক্সট বক্স থাকবে। যেখানে ব্যবহারকারী কোনো বিষয়ে জানাতে চাইতে পারবেন। তবে বিভিন্ন ওয়েবসাইটের তালিকা দেওয়ার পরিবর্তে সার্চজিপিটি সেই তথ্যগুলোকে সাজিয়ে বোধগম্যভাবে উপস্থাপন করবে। ওপেনএআইয়ের একটি উদাহরণে দেখা যায়, সার্চ ইঞ্জিনটি সঙ্গীত উৎসব সম্পর্কে জানতে চাওয়া হলে, সে সম্পর্কিত তথ্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরে এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন ইভেন্টের সংক্ষিপ্ত বর্ণনা দেয়। এ ছাড়া সেখানে উৎসব সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটের লিংক যোগ করেছে।
আরেকটি উদাহরণে টমেটো গাছের চারা কখন রোপণ করা হবে, সে সম্পর্কে জানতে চাওয়া হয়। এখানে টমেটো গাছের চারা রোপণের সঠিক সময় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেয়। এরপর বিভিন্ন ধরনের টমেটো সম্পর্কে তথ্য দেয়।
কোনো বিষয়ে ব্যবহারকারী প্রশ্নের উত্তর জানার পর আরও প্রশ্ন করতে পারবেন। অথবা সাইডবারে ক্লিক করে সংশ্লিষ্ট লিঙ্কগুলোর মাধ্যমে ওয়েব সাইটগুলোতে ঢুকতে পারবেন। এ ছাড়া ‘ভিজ্যুয়াল অ্যানসারস’ নামে একটি ফিচার রয়েছে, যার বিস্তারিত তথ্য ওপেনএআই প্রকাশ করেনি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে চ্যাটজিপিটির মুখপাত্র কায়লা উড বলেন, সার্চজিপিটি এখনো প্রোটোটাইপ বা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই সার্চ ইঞ্জিন জিপিটি-ফোর মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রথম ধাপে মাত্র ১০ হাজার ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলক উন্মোচন করা হবে।
উড আরও বলেন, থার্ড পার্টি অংশীদারত্বদের সঙ্গে কাজ করছে ওপেনএআই এবং সার্চ ফলাফল তৈরির জন্য সরাসরি কনটেন্ট ফিড ব্যবহার করবে সার্চ ইঞ্জিনটি। চ্যাটজিপিটির সঙ্গে ফলাফলগুলো একত্রিত করাই কোম্পানিটির চূড়ান্ত লক্ষ্য।ss