প্রতিনিয়ত স্মার্ট টেলিভিশন এবং অনলাইন স্ট্রিমিংয়ের সংখ্যা বাড়ছে। আর চলমান কারফিউয়ের মধ্যে ইন্টারনেট বন্ধ রয়েছে। এতে করে দেশ-দুনিয়ায় খবর জানতে টেলিভিশনই অন্যতম ভরসা। টেলিভিশনে চ্যানেল পরিবর্তনসহ চালু, বন্ধ ও নিয়ন্ত্রণ করতে রিমোট ব্যবহার করতে হয়। এসব রিমোটে থাকে ব্যাটারি। অনেক সময় দেখা যায়, হঠাৎ রিমোট কাজ করছে না। তখন আপনি মনে করছেন, ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নতুন ব্যাটারি লাগালেন। এবারও রিমোট কাজ করে না। এই সময়টা বিরক্তিকর। মেজাজ খারাপ করে রিমোটে ঠোকাঠুকি, ব্যাটারি অদল-বদল করলেন, লাভ হলো না কিছুই। তবে কেন এমনটা হয় এবং এর সমাধান কী? জানাব আজকের আয়োজনে।
প্রথমেই ব্যাটারি ঠিকমতো ইনস্টল হয়েছে কি না যাচাই করে নিন। পজিটিভ (+) এবং নেগেটিভ (-) টার্মিনালগুলো রিমোটের সংশ্লিষ্ট চিহ্নগুলোর সঙ্গে সঙ্গতি নিশ্চিত করতে ব্যাটারিগুলো পরীক্ষা করতে হবে। ব্যাটারির মেয়াদও যাচাই করে নিতে হবে। এর মাধ্যমে এসব কার্যকর অবস্থায় রয়েছে কি না জানা যাবে।
রিমোটের ব্যাটারিগুলো বের করে রিমোটের ভেতরটা দেখতে হবে। ধুলা, ছিদ্র বা ক্ষয়ের চিহ্ন রয়েছে কি না যাচাই করতে হবে। যদি কোনো ত্রুটি থাকে, শুকনো তুলা বা ব্রাশ দিয়ে সেটি পরিষ্কার করে নিন। যদি ব্যাটারিতে মরিচা ধরে ক্ষয়ে যায়- এর জন্য আইসোপ্রোপাইল অ্যালকোহলে একটি পরিষ্কার তুলা ডুবিয়ে রাখুন। তা দিয়ে ক্ষয়ের স্থানে পরিষ্কার করলে জমাট থাকা ময়লা সহজেই বেরিয়ে আসবে।
একটানা ডিভাইস চালালে অনেক সময় রিমোট নাও কাজ করতে পারে। যন্ত্র বলে একটানা ব্যবহার করা উচিত নয়। এতে রিমোটের ত্রুটি না থাকলেও ডিভাইস বিগড়াতে পারে। এই পরিস্থিতিতে সহজ সমাধান প্লাগ খুলে ডিভাইসটি বন্ধ করুন। পাঁচ মিনিট অপেক্ষা করুন, তারপর আবার চালু করুন।
টিভির সামনে একটি রিমোট সেন্সর থাকে। এটি যদি অপরিষ্কার হয়, তাহলেও সমস্যা হতে পারে। তাই সেটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সঙ্গে নিশ্চিত করতে হবে সেন্সরে যেন ধুলোবালি না লাগে। এটি করার সময় রিমোটের ওপরে সিগন্যাল এমিটারও পরিষ্কার করে নিতে হবে।
রিমোটে নতুন ব্যাটারি লাগানোর পরও যদি রিমোট কাজ না করে, তাহলে ফোনের ক্যামেরাটিকে রিমোটের ওপরে এমিটারের দিকে নির্দেশ করে রিমোটের যেকোনো বাটনে চাপ দিন। আপনার ফোনের স্ক্রিনে একটি আলো দেখা যাবে বা জ্বলে উঠবে। এমন লাইট যদি না জ্বলে এবং আপনি নিশ্চিত হোন যে ব্যাটারি লাগানো ঠিক আছে। তাহলে রিমোটে অন্য কোনো ত্রুটি আছে। এ রকম হলে সম্ভবত রিমোট পরিবর্তন করতে হবে।
/আবরার জাহিন