দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং উন্মোচন করল বিশ্বের সবচেয়ে পাতলা মেমোরি চিপ। চিপটির পুরুত্ব মাত্র শূন্য দশমিক ৬৫ মিলিমিটার, যা প্রায় নখের মতো পাতলা। এই অত্যাধুনিক চিপ ব্যবহার করা হবে হাই-এন্ড স্মার্টফোনে। এই চিপ ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য।
এই এলপিডিডিআর ৫ এক্স ডিআরএএম চিপ সাধারণত নিউরাল প্রসেসিং ইউনিটের (এনপিইউ) জন্য ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রসেসিংয়ের জন্য এই ইউনিট ব্যবহৃত হয়। এই নতুন চিপ ১২ জিবি ও ১৬ জিবি সংস্করণে পাওয়া যাবে। এটি চারটি স্তরে তৈরি করা হয়েছে। প্রতিটি স্তরে দুটি করে এলপিডিডিআর ডিআরএএম চিপ রয়েছে।
স্যামসাং ঘোষণা দিয়েছে, শিগগির ভবিষ্যতের মোবাইল ডিভাইসগুলোর জন্য ২৪ জিবি (৬ স্তর) ও ৩২ জিবি (৮ স্তর) এলপিডিডিআর তৈরি শুরু করবে তারা।
কেন এই চিপ এত গুরুত্বপূর্ণ?
এই চিপ পাতলা হওয়ার কারণে মোবাইল ফোনে কম জায়গা নেবে। এতে স্মার্টফোন আরও পাতলা হবে। স্যামসাং দাবি করেছে, চিপটি আগের প্রজন্মের চিপের তুলনায় ২১ দশমিক ২ শতাংশ পর্যন্ত তাপ সহ্য করতে পারে। ফলে ফোনটি আরও দ্রুত ও স্থিতিশীলভাবে কাজ করবে।
এই চিপ এআই প্রযুক্তির জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ফলে মোবাইল ফোনে আরও জটিল এআই কাজ করা সম্ভব হবে। স্যামসাং নতুন চিপটির মাধ্যমে মোবাইল ফোনের প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।
স্যামসাংয়ের মেমোরি পণ্য পরিকল্পনা দলের এক্সিকিউটিভ ভিপি ইয়ংচেওল বে বলেন, গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ক্রমাগত উদ্ভাবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানিটি।
/আবরার জাহিন