ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

গুগল প্লে ও অ্যাপ স্টোরে স্ক্রিনশট রিডিং ম্যালওয়্যার

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
গুগল প্লে ও অ্যাপ স্টোরে স্ক্রিনশট রিডিং ম্যালওয়্যার
সম্প্রতি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছড়ানো ম্যালওয়্যার শনাক্ত করেছে ক্যাসপারস্কি। ছবি: সংগৃহীত

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কির একদল গবেষক সম্প্রতি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছড়ানো ম্যালওয়্যার শনাক্ত করেছে। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই ম্যালওয়্যার ব্যবহারকারীর স্ক্রিনশট বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে সক্ষম।  

ক্যাসপারস্কির গবেষক দিমিত্রি কালিনিন ও সের্গেই পুজান এক প্রতিবেদনে জানিয়েছেন, ‘স্পার্কক্যাট’ নামের এই ম্যালওয়্যার সম্ভবত ২০২৪ সালের মার্চ থেকে সক্রিয় ছিল। এই প্রথমবার এ ধরনের স্টিলার আইফোন হ্যাক করেছে। স্টিলার এক ধরনের ম্যালওয়্যার বা ক্ষতিকারক প্রোগ্রাম, যা ব্যবহারকারীর অজান্তে তাদের ডিভাইসে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে।

গবেষকরা বলছেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে, সংক্রমণটি সাপ্লাই চেইন আক্রমণের ফলে হয়েছে- নাকি ডেভেলপারদের ইচ্ছাকৃত কাজের ফলে। ফুড ডেলিভারির মতো কিছু অ্যাপ ভালো মনে হলেও অনেক অ্যাপ ব্যবহারকারীদের আকৃষ্ট করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রথমে অ্যাপগুলো সাধারণ অনুমতি চাইলেও, গোপনে ডিভাইসের স্ক্রিনশট বিশ্লেষণ করে সংবেদনশীল তথ্য চুরি করছে।    

ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, গুগল প্লেতে সংক্রমিত অ্যাপগুলো ২ লাখ ৪২ হাজারের বেশি বার ডাউনলোড করা হয়েছে। স্ক্রিনশটের মাধ্যমে ক্রিপ্টো ওয়ালেটের রিকভারি ফ্রেজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়াই ছিল এই ম্যালওয়্যারের মূল লক্ষ্য।  

চলতি মাসের ৬ ফেব্রুয়ারি ক্যাসপারস্কি জানিয়েছে, অ্যাপ স্টোর থেকে ক্ষতিকর অ্যাপগুলো সরিয়ে নেওয়া হয়েছে। অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে ১১টি অ্যাপ সরিয়ে ফেলেছে, যা ৮৯টি আগের ম্যালওয়্যারযুক্ত অ্যাপের কোডের সঙ্গে মিলে গেছে।  ক্যাসপারস্কি বলছে, ‘অ্যাপলের অফিশিয়াল অ্যাপ মার্কেটপ্লেসে ওসিআর স্পাইওয়্যার সংক্রামিত অ্যাপ পাওয়ার এটাই প্রথম ঘটনা।’

অ্যাপল বরাবর অ্যাপ স্টোরের কঠোর নিরাপত্তার কথা বলে আসছে। তবে স্পার্কক্যাটের মতো ঘটনা প্রমাণ করে, এই নিরাপত্তা ব্যবস্থাও পুরোপুরি সুরক্ষিত নয়। এ বিষয়ে  অজ্ঞাত অ্যাপ ডাউনলোডের আগে সতর্ক থাকতে ও ডিভাইসে সংরক্ষিত স্ক্রিনশট নিয়মিত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নতুন ধরনের ম্যালওয়্যার প্রতিরোধে ব্যবহারকারীদের আরও সচেতন হওয়া জরুরি। সূত্র: এনগ্যাজেট

ফেসবুক স্টোরিজ থেকেও আয়ের সুযোগ

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম
ফেসবুক স্টোরিজ থেকেও আয়ের সুযোগ
ফেসবুক স্টোরিজ থেকেও আয় করতে পারবেন কনটেন্ট নির্মাতারা। ছবি: সংগৃহীত

কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন সুযোগ নিয়ে এসেছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত কনটেন্ট নির্মাতারা তাদের ফেসবুক স্টোরিজ থেকেও অর্থ আয় করতে পারবেন।

মেটা দীর্ঘদিন ধরে কনটেন্ট নির্মাতাদের শুধু ইনস্টাগ্রাম ও টিকটকের উপর নির্ভর না করে ফেসবুকেও সক্রিয় করার চেষ্টা করছে। স্টোরিজ মনিটাইজেশন চালু করার মাধ্যমে নির্মাতাদেরকে আরও বেশি ফেসবুকে সম্পৃক্ত রাখতে চায় প্রতিষ্ঠানটি।

কীভাবে স্টোরিজ থেকে আয় করা সম্ভব?
মেটা জানিয়েছে, ফেসবুকে স্টোরিজের মাধ্যমে আয় করার সুবিধাটি এখন বিশ্বব্যাপী চালু করা হয়েছে। তবে এটি সম্পূর্ণভাবে কনটেন্ট নির্মাতাদের পারফরম্যান্সের উপর নির্ভর করবে। অর্থাৎ স্টোরিজ যত বেশি দর্শক দেখবে, নির্মাতারা তত বেশি অর্থ আয় করতে পারবেন। মনিটাইজেশনের জন্য অবশ্যই স্টোরিগুলো পাবলিক পোস্ট করতে হবে। যারা এখনো কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে যুক্ত নন, তারা মেটার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ফেসবুকে নির্মাতাদের সক্রিয় রাখতে মেটা আগেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ফেসবুক চালু করে ‘ব্রেকথ্রু বোনাস প্রোগ্রাম’। এই প্রোগ্রামের আওতায় সক্রিয় কনটেন্ট নির্মাতারা নির্দিষ্ট পরিমাণ ছবি ও ভিডিও ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করলে অতিরিক্ত ৫ হাজার মার্কিন ডলার পুরস্কার পাবেন।

এই উদ্যোগ বিশেষভাবে টিকটক ব্যবহারকারীদের ফেসবুক ও ইনস্টাগ্রামে যুক্ত করতে চালু করা হয়েছিল। যদিও টিকটক নিষিদ্ধ হওয়ার আশঙ্কা আপাতত কেটে গেছে, মেটা এখনও চাইছে কনটেন্ট নির্মাতাদের আকর্ষণ ধরে রেখে ফেসবুককে আরও শক্তিশালী করতে।

ফেসবুকের নতুন স্টোরিজ মনিটাইজেশন সুবিধা কনটেন্ট নির্মাতাদের মধ্যে কতটা জনপ্রিয় হবে তা সময়ই বলে দেবে। তবে মেটার এই পদক্ষেপ কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করেছে।

রিমোট ডেস্কটপ অ্যাপ বন্ধ করছে মাইক্রোসফট

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৭ পিএম
রিমোট ডেস্কটপ অ্যাপ বন্ধ করছে মাইক্রোসফট
মাইক্রোসফট তাদের জনপ্রিয় রিমোট ডেস্কটপ অ্যাপ বন্ধ করার ঘোষণা দিয়েছে। ছবি: সংগৃহীত

টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের জনপ্রিয় রিমোট ডেস্কটপ অ্যাপ বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ২৭ মে থেকে উইন্ডোজের জন্য তাদের পুরোনো রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট আর ব্যবহার করা যাবে না। গত সোমবার এক ব্লগ পোস্টে এ বিষয়ে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ব্যবহারকারীদের জন্য নতুন বিকল্প হিসেবে ‘উইন্ডোজ অ্যাপ’ চালু করা হয়েছে, যেখানে একই সুবিধা পাওয়া যাবে। 

উইন্ডোজ আইটি প্রোর এক ব্লগে মাইক্রোসফটের হিলারি ব্রাউন জানিয়েছেন, ‘২০২৫ সালের ২৭ মে থেকে মাইক্রোসফট

স্টোরের রিমোট ডেস্কটপ অ্যাপ আর ডাউনলোড ও ইনস্টল করা যাবে না। ব্যবহারকারীদের অবশ্যই উইন্ডোজ অ্যাপে স্থানান্তরিত হতে হবে, যাতে উইন্ডোজ ৩৬৫, অ্যাজুর ভার্চুয়াল ডেস্কটপ ও মাইক্রোসফট ডেভ বক্স ব্যবহারের সুবিধা অব্যাহত রাখা যায়।’ 

মাইক্রোসফট জানিয়েছে, ২৭ মে’র পর উইন্ডোজ ৩৬৫, অ্যাজুর ভার্চুয়াল ডেস্কটপ ও মাইক্রোসফট ডেভ বক্সের সঙ্গে রিমোট ডেস্কটপ অ্যাপের সংযোগ বন্ধ করে দেওয়া হবে। তবে অন্য ব্যবহারকারীদের জন্য এটি কার্যকর থাকলেও আর কোনো সমর্থন বা আপডেট পাওয়া যাবে না। 

মজার বিষয় হলো, উইন্ডোজের বিল্ট-ইন রিমোট ডেস্কটপ কানেকশন অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে, যা রিমোট ডেস্কটপ প্রটোকল (আরডিপি) কানেকশন তৈরির একমাত্র উপায় হিসেবে থাকবে। তবে মাইক্রোসফট ভবিষ্যতে এটিকে উইন্ডোজ অ্যাপের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করছে। 

কেন এই পরিবর্তন?
মাইক্রোসফট ধীরে ধীরে উইন্ডোজকে ক্লাউড-ভিত্তিক প্ল্যাটফর্মে রূপান্তর করতে চাইছে। ২০২১ সালে চালু হওয়া উইন্ডোজ ৩৬৫ সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো ডিভাইস থেকে ভার্চুয়াল অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এই ক্লাউড-ভিত্তিক পরিষেবাগুলোকে সহজে ব্যবহার করার জন্য নতুন উইন্ডোজ অ্যাপ চালু করা হয়েছে। 

ব্যবহারকারীদের প্রতিক্রিয়া 
নতুন অ্যাপ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন মাইক্রোসফটের পণ্যের নামকরণ প্রক্রিয়াটি যথেষ্ট বিভ্রান্তিকর। রেডডিটে এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘মাইক্রোসফটের গত ১৫ বছরের পণ্যের নামকরণের দায়িত্বে থাকা সব কর্মীকে সূর্যের দিকে পাঠানো উচিত।’ 

জনপ্রিয় ওয়েবসাইট থুরোট.কম-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছর উইন্ডোজ অ্যাপ চালুর সময় মাইক্রোসফট স্পষ্ট করেছিল যে, রিমোট ডেস্কটপ অ্যাপ এক সময় বন্ধ করে দেওয়া হবে। 

মাইক্রোসফট ইতোমধ্যে অ্যাপলের অ্যাপ স্টোরে রিমোট ডেস্কটপ ক্লায়েন্টের আপডেট হিসেবে নতুন অ্যাপ চালু করেছে। মাইক্রোসফটের লক্ষ্য এই নতুন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ক্লাউড ও রিমোট পিসি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করা।

/আবরার জাহিন

 

সাইবার হামলার শিকার ইলন মাস্কের ‘এক্স’

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:৪১ পিএম
সাইবার হামলার শিকার ইলন মাস্কের ‘এক্স’
ছবি: সংগৃহীত

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ যুক্তরাষ্ট্র সময় গত সোমবার বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। এতে করে বিশ্বব্যাপী হাজারও ব্যবহারকারী সামাজিক মাধ্যমটি ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বহু ব্যবহারকারী সমস্যায়। প্রায় আট ঘণ্টা বিভ্রাটের পর মাস্ক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যাপক সাইবার হামলার শিকার হয়েছে।

তিনি এক্সে এক পোস্টে জানিয়েছেন, ‘এক্সে ভয়াবহ সাইবার হামলা করা হয়েছে। আমরা প্রতিদিন হামলার শিকার হই, তবে এবারের হামলাটি বেশ কয়েকটি পন্থায় চালানো হয়েছে। সম্ভবত বড় ধরনের সমন্বিত গোষ্ঠী অথবা কোনো দেশ এর সঙ্গে জড়িত। আমরা এর উৎস খুঁজে বের করার চেষ্টা করছি...।’

গত সোমবার ফক্স নিউজকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে মাস্ক দাবি করেন, এই সাইবার হামলাটি ইউক্রেন অঞ্চলের আইপি অ্যাড্রেস থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও মাস্কের দাবির পক্ষে কোনো প্রমাণ না থাকলেও, তার প্ল্যাটফর্মটি সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে এমন আশঙ্কা পুরোপুরি অবাস্তব নয়। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সময় মাস্ক আগের চেয়ে অনেক বেশি আলোচিত ও বিতর্কিত হয়ে উঠেছেন। মাস্কের নেতৃত্বে ‘ডোজ’ নামে একটি দল সরকারি তহবিল, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সহায়তা কর্মসূচিতে ব্যাপক কাটছাঁট করেছে। মাস্কের সরকারি কর্মকাণ্ডে অনির্বাচিত ভূমিকার বিরুদ্ধে টেসলার দোকানগুলোতেও বিক্ষোভ হয়েছে। মাস্কের গাড়ি কোম্পানির শেয়ারের দামও কমে গেছে।

অনলাইন বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সময় সোমবার সকাল ৫টা ৩০ মিনিট থেকে প্রায় ২০ হাজার ব্যবহারকারী এক্সের বিভ্রাটের বিষয়ে অভিযোগ করেন। যদিও ঘণ্টাখানেক পর সমস্যাটি সমাধান হয়। তবে সকাল সাড়ে ৯টা নাগাদ আবারও বিভ্রাটের মুখোমুখি হন ব্যবহারকারীরা। এবার প্রায় ৪০ হাজার ব্যবহারকারী সমস্যার বিষয়ে অভিযোগ করেন। কিছু ব্যবহারকারী মাঝে মাঝে এক্স ব্যবহার করতে পারলেও দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সমস্যা অব্যাহত ছিল।

ইলন মাস্কের দাবি অনুযায়ী, সাইবার হামলার উৎস শনাক্তের প্রক্রিয়া চলছে। তবে এর সত্যতা এবং এর পেছনের কারণ এখনো পরিষ্কার নয়।

/আবরার জাহিন

অ্যান্ড্রয়েডের নতুন আপডেটে থাকছে স্ক্যাম মেসেজ শনাক্তকরণ ফিচার

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:৩৫ পিএম
অ্যান্ড্রয়েডের নতুন আপডেটে থাকছে স্ক্যাম মেসেজ শনাক্তকরণ ফিচার
স্ক্যাম ডিটেকশন ফিচারটি সন্দেহজনক লেখার ধরন শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করবে। ছবি: সংগৃহীত

গুগল তাদের সর্বশেষ আপডেটে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে। এর মধ্যে অন্যতম হলো ‘স্ক্যাম ডিটেকশন’ ফিচার। এখন থেকে গুগল মেসেজে রিয়েল টাইমে এআই ব্যবহার করে স্ক্যাম মেসেজ শনাক্ত করা যাবে।

স্ক্যাম ডিটেকশন ফিচারটি সন্দেহজনক লেখার ধরন শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করবে। এতে মেসেজ ব্লক বা রিপোর্ট করার সুযোগও থাকবে। গোপনীয়তা রক্ষায় এই প্রযুক্তি পুরোপুরি লোকাল ডিভাইসে কাজ করবে। অর্থাৎ ব্যবহারকারীর মেসেজের তথ্য গুগলের সার্ভারে পাঠানো হয় না। তাই ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ সুরক্ষিত থাকবে।

গুগল তাদের অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীদের জন্যও নতুন ফিচার এনেছে। এখন থেকে ব্যবহারকারীরা তাদের গাড়িতে পার্ক করা অবস্থায় কিছু জনপ্রিয় গেমস খেলতে পারবেন। নতুন গেমগুলোর মধ্যে রয়েছে ক্যান্ডি ক্রাশ সোডা সাগা, অ্যাংরি বার্ডস টু এবং বিচ বাগি রেসিং। গেমগুলো খেলার জন্য প্রথমে ফোনে ডাউনলোড করে নিতে হবে। 
নতুন আপডেটের মাধ্যমে ‘ফাইন্ড মাই ডিভাইস’ অ্যাপে লাইভ লোকেশন শেয়ারিং সুবিধা যোগ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সঙ্গে সরাসরি অবস্থান শেয়ার করতে পারবেন এবং ম্যাপে তাদের চলাচল পর্যবেক্ষণ করতে পারবেন। বিশেষ করে একে অপরের সঙ্গে দেখা করার সময় এটি বেশ কার্যকর হতে পারে।

অ্যান্ড্রয়েডের ক্রোম অ্যাপে দাম তুলনা করার ওয়েব ট্র্যাকিং ফিচার যোগ করা হয়েছে। ব্যবহারকারীরা এখন কোনো পণ্যের দাম কমলে নোটিফিকেশনও পেয়ে যাবেন। এই ফিচার বিশেষ করে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বেশ সহায়ক হতে পারে। গুগল পিক্সেল ফোনের জন্যও নতুন কিছু ফিচার চালু করেছে গুগল।

গুগলের নতুন এই আপডেটগুলো ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে স্ক্যাম মেসেজ শনাক্তকরণ প্রযুক্তিটি ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা বৃদ্ধি করবে বলে আশা করা যাচ্ছে।

 

হোয়াটসঅ্যাপে চ্যাটের ব্যাকগ্রাউন্ড ও টেক্সটের রং পরিবর্তনের উপায়

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৯:৩৫ পিএম
হোয়াটসঅ্যাপে চ্যাটের ব্যাকগ্রাউন্ড ও টেক্সটের রং পরিবর্তনের উপায়
হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন। ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এই অ্যাপে প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করেন ব্যবহারকারীরা। দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে একই রকম ইন্টারফেস দেখে অনেক সময় একঘেয়েমি চলে আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করার মাধ্যমে এটি আরও রঙিন ও আকর্ষণীয় করে তোলা সম্ভব। তবে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করা যায়।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং ও স্টাইল আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন। এতে চ্যাটিংয়ের অভিজ্ঞতা যেমন আরও আনন্দদায়ক হবে, তেমনি ব্যক্তিগত ও পেশাগত মেসেজের মধ্যে পার্থক্য করা সহজ হবে। এমনকি ভুল করে অন্য কাউকে মেসেজ পাঠানোর সম্ভাবনাও কমে যাবে।

হোয়াটসঅ্যাপে চ্যাট থিম পরিবর্তনের দুটি উপায় রয়েছে। এগুলো হলো—সব চ্যাটে একই থিম ব্যবহার করা ও প্রতিটি চ্যাটের জন্য আলাদা থিম নির্ধারণ করা।

এই ফিচারগুলো ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের অবশ্যই তাদের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করতে হবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে ৩০টি নতুন ওয়ালপেপার যুক্ত করা হয়েছে।

অ্যান্ড্রয়েডে সব চ্যাটের থিম পরিবর্তন করার পদ্ধতি

  • হোয়াটসঅ্যাপ চালু করুন।
  • স্ক্রিনের উপরের দিকে তিনটি ডট আইকনে ট্যাপ করুন এবং সেটিংস অপশনে যান।
  • মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
  • এখন ‘চ্যাটস’ অপশনে ট্যাপ করুন।
  • ‘ডিফল্ট চ্যাট থিম’ অপশনে ট্যাপ করুন।
  • এখানে চ্যাটের রং এবং ওয়ালপেপার পরিবর্তন করার অপশন পাবেন। পছন্দ অনুযায়ী রং এবং ওয়ালপেপার নির্বাচন করে পরিবর্তন সম্পন্ন করুন।

নির্দিষ্ট চ্যাটের জন্য থিম পরিবর্তন করার পদ্ধতি

  •  হোয়াটসঅ্যাপ চালু করুন।
  • পছন্দের চ্যাটের ওপর ট্যাপ করুন।
  • স্ক্রিনের উপরের দিকে তিনটি ডট আইকনে ট্যাপ করুন এবং ‘চ্যাট থিম’ অপশনটি নির্বাচন করুন।
  • এখানে চ্যাটের রং এবং ওয়ালপেপার পরিবর্তন করার অপশন পাবেন। পছন্দ অনুযায়ী রং এবং ওয়ালপেপার নির্বাচন করে পরিবর্তন সম্পন্ন করুন।

হোয়াটসঅ্যাপের এই ফিচার ব্যবহার করে চ্যাটিং অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত এবং আনন্দদায়ক করে তুলতে পারবেন।

/আবরার জাহিন