ব্রাহ্মণবাড়িয়া জেলার আটলা গাঁয়ের ছেলে মো. আশরাফুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ের ছাত্র হলেও মাথায় তার প্রোগ্রামিং, কোডিং ও অ্যাপস তৈরির ঝোঁক। আশরাফুল তৈরি করেছেন ট্রান্সলেটর স্টুডিও অ্যাপ। সেই গল্প শুনিয়েছেন আবির আহমেদ কাজল
অনেক দিন ধরেই অল্প সময়ে প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে পারে এমন একটি অ্যাপ খুঁজছিলাম। সত্যি বলতে, মনোমতো তেমন কোনো অনুবাদকের খোঁজ মেলা ভার এই অনলাইন দুনিয়ায়। কোনোটায় হয়তো কেবল বাংলা ও ইংরেজি ভাষায় অনুবাদ করা সম্ভব। কোনো অ্যাপ জটিলতা সৃষ্টি করে ভুলভাল অনুবাদ করে ফেলে।
কিছুদিন আগে প্লে-স্টোরে চোখে পড়ে ট্রান্সলেটর স্টুডিও অ্যাপটি। খোঁজ করে দেখি, এটি তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র! ফেসবুকে ইতিবাচক পর্যালোচনা চোখে পড়ল। অনলাইনে কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো ভাষার মূল পাঠ পছন্দসই ভাষায় নির্ভুলভাবে বদল করা যায় এতে। স্ক্যানার অপশনের সুবিধা থাকায় ইমেজ ও ভয়েস ব্যবহারেও পাহাড়সম মূলপাঠ অনুবাদ করা যায়। দেরি না করে ডাউনলোড করে ফেললাম ট্রান্সলেটর স্টুডিও।
‘অনুবাদের কাজ হয়ে উঠেছে এখন বাঁ হাতের খেলা’, অ্যাপসটি ব্যবহার করে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিলক বড়ুয়া। মোট ১২০টি ভাষার ছবিযুক্ত ইমেজকে টেক্সটে কনভার্ট করতে পারে অ্যাপসটি। সঙ্গে অনুবাদে পোক্ত ৫৬টি ভাষায়। সব ধরনের শব্দের সঠিক উচ্চারণ বলতেও বেশ পটু। চিন্তা নেই, অনুবাদ করা কোনো পাঠ আঙুলের ভুল চাপে মুছে কিংবা হারিয়ে গেলেও উদ্ধার সম্ভব স্বয়ংক্রিয়ভাবে জমে থাকা হিস্ট্রি সেকশনে গিয়ে।
ঝোঁক চেপেছে লকডাউনে
করোনাকালে হরেকরকমের অ্যাপ ব্যবহার করেই সময় কাটছিল আশরাফুলের। সেই অ্যাপগুলো কেউ না কেউ তো তৈরি করছে— হুট করেই একদিন এ ভাবনা জাগে মাথায়। তারপর টুকটাক তথ্য জানতে শুরু করেন। এরপর নিজেই অ্যাপ তৈরির চেষ্টা করতে থাকেন। পরে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাপ তৈরির কাজ শুরু তার।
অনুবাদ অ্যাপের ভাবনা
ট্রান্সলেটর স্টুডিওর আগেও একটি অ্যাপ তৈরি করেছেন আশরাফুল। নাম বাংলা অক্সফোর্ড ৩০০০ ভোকাবুলারি। সেটি রিলিজ করেন ২০২১ সালের ১০ জুন। তৈরির পর একজনকে অ্যাপটি ডাউনলোডের জন্য অনুরোধ জানান আশরাফুল। উত্তরে সেই লোক বলেন, এর মাধ্যমে অনুবাদ করা যায়? সেই প্রশ্ন থেকে আশরাফুলের স্বপ্ন জাগে ভালো মানের একটি অনুবাদ অ্যাপ তৈরির। সেই স্বপ্ন পূরণ হয় ২০২২ সালের অক্টোবর মাসের ১৩ তারিখ ট্রান্সলেটর স্টুডিও অ্যাপটি রিলিজ করার মাধ্যমে।
অভাব ছিল নির্দেশিকায়
চাইলেই কি আর যে কারও পক্ষে অ্যাপস তৈরি সম্ভব! থাকা চাই সঠিক জ্ঞান ও প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ নেওয়াই একরকম দায় হয়ে উঠেছিল আশরাফুলের। একে তো কাজটি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তার ওপর অভাব সঠিক দিকনির্দেশনার। বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়রের কাছে অবশ্য এ বিষয়ে জাভার একটি ফ্রি কোর্সের লিংক পেয়েছিলেন তিনি। তবে অর্ধেক পার করার পর বাধে বিপত্তি, ফুরিয়ে যায় ফ্রি কোর্স সুযোগ। এবার তিনি কোর্স খুঁজতে শুরু করেন ইউটিউবে। অপেক্ষার অবসান ঘটিয়ে এক সময় পেয়েও যান বঙ্গ একাডেমি নামে অনলাইন অ্যাপস তৈরি শেখার একটি কোর্স। সব মিলিয়ে কাজটি শিখতে ছয় মাসের বেশি সময় লেগেছে আশরাফুলের।
অফলাইন কারিশমা
ট্রান্সলেটর স্টুডিও অ্যাপে অফলাইনেও অনুবাদের কাজ করা যায়। অনলাইনের মতো সব ধরনের সুযোগ রয়েছে অফলাইন অনুবাদেও।
মেহেদী আল মাহমুদ