অবসরে ধাঁধা মেলাতে অনেকেই পছন্দ করি। মস্তিষ্ককে একটু শান দিতে পাজল বা ধাঁধার সমাধান করতে চাই সবাই। তাছাড়া বর্তমান সময়ের টিনএজারদের অবসর কাটানো অনেকটা স্মার্টফোন কেন্দ্রিক। তাই স্মার্টফোনে অবসর কাটাতে চলুন কিছু পাজল গেমের সঙ্গে পরিচিত হয়ে নিই।
সুডোকু মিলাও
জনপ্রিয় এবং খুবই সাধারণ একটি ধাঁধা বা পাজল গেম সুডোকু। সংখ্যাভিত্তিক এই ধাঁধা আমরা সবাই চিনি। অবসর কাটানোর জন্য সুডোকু মিলানো একটি ভালো উপায়। পত্র-পত্রিকায় প্রায়ই সুডোকু দেওয়া থাকে। সেসব মিলানো যেতে পারে কিংবা অনলাইনে sudoku.com থেকে সুডোকু মিলাতে পারেন। এই ওয়েবসাইটে বিভিন্ন রকমের সুডোকু আছে। সহজ, কঠিন নানাভাবে মিলানো যাবে। যেহেতু পত্রিকায় একাধিক সুডোকু থাকে না। তাই এখান থেকে একের পর এক ধাঁধা সমাধান করে মস্তিষ্কের দক্ষতা বাড়াতে পারবেন।
ব্রেইন আউট
আইকিউ বাড়াতে ব্রেইন আউট খেলতে পারেন। ব্রেইন আউট হলো এক ধরনের পাজলভিত্তিক গেম। এটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পাওয়া যাবে। যুক্তি, সৃজনশীলতা এবং স্মৃতিকে পরখ করার জন্য ডিজাইন করা মস্তিষ্কের টিজার এবং ধাঁধায় পূর্ণ একটি মজাদার এবং অদ্ভুত গেম এই ব্রেইন আউট। এই গেমে বিভিন্ন লেভেল আছে। প্রতিটি ধাঁধা সমাধানের মাধ্যমে উপরের লেভেলে উঠা যাবে। জটিল এবং বৈচিত্র্যপূর্ণ ধাঁধার সমাধান করতে এ গেমটি অবসরে খেলা যেতে পারে।
ম্যাথ রিডল অ্যান্ড পাজল
সংখ্যা বা গণিতের ধাঁধা পছন্দ করে এমন টিনএজারের সংখ্যা কম নয়। গাণিতিক ধাঁধা সমাধানে যেমন দক্ষতা বাড়ে তেমনি অবসর কাটাতে অন্যতম মাধ্যম হতে পারে। অবসর কাটানোর তেমনি একটি অ্যাপ ‘Math | Riddle and Puzzle Game’। এই গেমে ১০০টির মতো গাণিতিক ধাঁধা আছে। জ্যামিতিক চিত্র কিংবা গাণিতিক সমীকরণের জটিল এবং বৈচিত্র্যপূর্ণ সব ধাঁধা আছে এখানে। এগুলো সমাধান করে আইকিউ বাড়ানো যাবে।
কাট দ্য রোপ
চমৎকার পাজলভিত্তিক জনপ্রিয় গেম কাট দ্য রোপ। প্লে স্টোর থেকে এ গেমটিও ডাউনলোড করা হয়েছে প্রায় ১০০ মিলিয়ন বার। প্রায় আড়াই মিলিয়নের বেশি লোক রেটিং দিয়েছে। এটি মূলত পদার্থবিজ্ঞানভিত্তিক ধাঁধার গেম। যেখানে গেমের একটি চরিত্রকে ক্যান্ডি খাওয়ানোর জন্য সঠিকভাবে দঁড়ি কাটতে হয়। এভাবে ধাঁধার সমাধান করে এগিয়ে যেতে হয় গেমে। জনপ্রিয় এই অফলাইন গেমটি অবসরের সঙ্গী হতে পারে।
ইনফিনিটি লুপ
অবসরে খেলার মতো আরেকটি পাজল গেম ইনফিনিটি লুপ। এই খেলার নিয়ম খুব সহজ এবং গেমের ডিজাইনও খুব সাদামাটা। এই গেমে লুপকে বিভিন্নভাবে সাজাতে হবে। তাহলে প্রতিটি ধাপ পার করা যাবে। আইকিউ এবং ফোকাসের দক্ষতা বাড়াতে অবসরে এই গেম খেলা যেতে পারে।
মেহেদী