
রোমাঞ্চকর আর দুর্দান্ত সব রহস্য গল্পের প্লট দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের বেঁধে রাখতে পারে উত্তেজনা, অনুমানের খেলা আর মুগ্ধতায়। আর যদি সেই গল্পের প্লট হয় টিনএজ দর্শকের জন্য তবে তো কথাই নেই। বিংশ শতকের মাঝামাঝি থেকে টিনএজ টিভি সিরিজে জনপ্রিয় হতে শুরু করে রহস্য জনরা। এখন পর্যন্ত টিনএজারদের কাছে রহস্য সিরিজ জনপ্রিয়তার শীর্ষে। সমসাময়িক জনপ্রিয় টিনএজ রহস্য সিরিজ নিয়ে আজকের গল্প।
ইয়েলো জ্যাকেটস (২০২১)
নির্মাতা অ্যাশলে লাইল ও বার্ট নিকারসনের নির্মিত জনপ্রিয় রহস্য সিরিজ ইয়েলো জ্যাকেটস। ২৫ বছর আগে বিমান দুর্ঘটনার শিকার একদল কিশোর-কিশোরীর গহীন জঙ্গলে টিকে থাকার লড়াই দিয়ে সাজানো এই গল্পের প্লট। ২৫ বছর পর হাই স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে দেখা হয় দুর্ঘটনায় শিকার সেই বন্ধুদের। পূর্ণবয়স্ক বন্ধুদের মনে করতে দেখা যায় দুর্ঘটনায় আক্রান্ত সেই দিনগুলো। সেসব দিনের ভয়, ক্ষত এখনো তাড়া করে বেড়ায় তাদের। বন্ধুত্ব কিংবা পেশা জীবনে যার প্রভাব রয়ে গেছে ২৫ বছর পরও। গল্পের পর্দায় উঠে আসে দুর্ঘটনার পর অজানা, অনিরাপদ জায়গায় টিকে থাকার সেই রোমাঞ্চকর দিনগুলো।

দ্য মিডনাইট ক্লাব (২০২২)
ভৌতিক গল্প ভালোবাসেন যারা, সেই টিনএজারদের জন্য দ্য মিডনাইট ক্লাব হতে পারে সেরা পছন্দ। এটি মাইক ফ্লানাগন ও লিয়াহ ফংয়ের নির্মিত জনপ্রিয় আমেরিকান ভৌতিক রহস্য সিরিজ। মৃত্যুর অপেক্ষায় থাকা অসুস্থ কয়েকজন টিনএজারদের নিয়ে তৈরি হয়েছে এই গল্পের প্লট। কিশোররা অসুস্থ হয়ে হাসপাতালে থাকার সময় নিজেদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ও রহস্য ঘটনা একে অন্যের সঙ্গে ভাগাভাগি করে। ভৌতিক ধাঁচের গল্প হলেও কিশোরদের বন্ধুত্ব, বন্ধন ও গল্পের ঘটনায় দেখানো হয়েছে ভালোবাসা, ত্যাগ ও বিচ্ছেদের গল্প।
আমেরিকান ভ্যান্ডাল (২০১৭)
ড্যান পেরাল্ট ও টনি ইয়াসেন্ডা নির্মিত আমেরিকান ভ্যান্ডাল জনপ্রিয় ব্যাঙ্গাত্মক ক্রাইম সিরিজ। অপরাধমূলক বেশ কয়েকটি সত্য ঘটনা অবলম্বনে ফিকশন দেখানো হয়েছে এই সিরিজে। সিরিজের টিনএজ চরিত্র স্যাম ও পিটার। নিজেদের স্কুলে ঘটে যাওয়া ভাঙচুর ঘটনার রহস্য উন্মোচন করে তারা। আরেকটি এপিসোডে ক্যাথলিক হাই স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনার রহস্য উন্মোচন করতে দেখা যায় তাদের। স্কুল জীবনের ঘটনা ও টিনএজ অনুসন্ধানকারী চরিত্রের জন্য সিরিজটি কিশোর-কিশোরীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
চিলিং অ্যাডভেঞ্চার্স অব সাবরিনা (২০১৮)
বিকাশ রবার্তো-আগুইতে সার্কাসা নির্মিত চিলিং অ্যাডভেঞ্চার্স অব সাবরিনা মূলত সুপার ন্যাচারাল হরর সিরিজ। সিরিজে প্রধান চরিত্র হাই স্কুলপড়ুয়া এক কিশোরী। পাশাপাশি সে একজন জাদুকর। জাদুর পৃথিবীর বাইরে সাধারণ কিশোরীর মতো স্কুলে পড়াশোনা, বন্ধুবান্ধব ও ঘুরে বেড়ানো সাবরিনার ভেতর জোগায় নতুন এক অনুভূতি। তার মনের ভেতরের রহস্য, অভিজ্ঞতা উঠে আসে সিরিজে, স্ক্রিনের পর্দায়।