
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওরে মাছের প্রজনন বৃদ্ধি করতে হলে ইজারায় স্বচ্ছতা আনতে হবে। সেই সঙ্গে হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
পাখি শিকার করে যারা আনন্দ পায় তাদের উদ্দেশ্য করে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, তাদেরকে হাত জোর করে বলছি আপনারা এ কাজ থেকে বিরত থাকুন। কারণ এটি অত্যন্ত অমানবিক কাজ। এতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের ক্ষতি হয়। এটি বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বন মন্ত্রণালয়কে নির্দেশনা দেব। তবে এর সচেতনতামূলক ব্যবস্থার দরকার আছে।
ফরিদা আখতার আরও বলেন, হাওরের সমস্যাগুলো দূর করা জন্য আমরা কাজ করব। অনেক জায়গায় অপরিকল্পিত বাঁধ দেওয়ার কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে হাওরের ক্ষতি হচ্ছে। হাওরের ক্ষতি হওয়া মানে মাছের ক্ষতি হওয়া। এজন্য মৎস অভয়াশ্রমের আয়তন বাড়ানো হবে। একইসঙ্গে খনন করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শাহীনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলক পুরকায়স্থ/মাহফুজ