ভারতীয় সিনেমা দেখে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির নাটক সাজানো হয়েছিল। সোহাগ মিয়া নামে এক যুবক এমন নাটক সাজান। পুলিশের হাতে গ্রেপ্তারের পর বিষয়টি স্বীকার করেছেন তিনি।
বুধবার (১০ জুলাই) বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ২৮ জুন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যা করতে একটি গ্রুপ মাঠে রয়েছে বলে চুনারুঘাট থানার ওসিকে জানায় অজ্ঞাত এক যুবক। এ ঘটনায় ওই দিন রাতেই ব্যারিস্টার সুমন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর প্রযুক্তির সহায়তা নিয়ে মাঠে নামে পুলিশ। পরে গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে হুমকিদাতা সোহাগ মিয়াকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা।
আক্তার হোসেন আরও জানান, পুলিশের কাছে ওই যুবক স্বীকারোক্তি দিয়েছেন। তিনি ভারতীয় একটি সিনেমায় দেখেছিলেন হত্যার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা। এরপর ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু ব্যারিস্টার সুমন বা তার পিএসের মোবাইল নম্বর না পেয়ে থানার ওসির মাধ্যমে হুমকি দিয়েছেন। তার ধারণা ছিল, এতে ব্যারিস্টার সুমন ভয় পেয়ে প্রাণ রক্ষার জন্য তাকে টাকা দেবেন। ব্যারিস্টার সুমন কয়েকটি ফেসবুক লাইভে তার জীবনের ঝুঁকি আছে বলে জানিয়েছিলেন। আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিলেন হুমকিদাতা।
এসপি বলেন, ‘ওই যুবক একাই এই পরিকল্পনা করেছিলেন। তার সঙ্গে আর কেউ জড়িত নন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’