প্রবন্ধ : মওলানা আবদুল হামিদ খান ভাসানী
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখ।
উত্তর : নির্যাতিত- অন্যায়ের শিকার।
নিপীড়িত- অত্যাচার করা হয়েছে এমন।
মজলুম- নির্যাতিত।
বিষনজর- কুনজর।
কারারুদ্ধ- জেলে আটকানো।
প্রতিবাদী- যেকোনো উক্তির বিরুদ্ধে যে আপত্তি জানায়।
সমাবেশ- অবস্থান করা।
কাগমারি- টাঙ্গাইল জেলার একটি স্থান।
সম্মেলন-জনসমাবেশ।
পদমর্যাদা- পদের মর্যাদা।
আত্মসমর্পণ- সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার।
মোহ- মায়া।
অনাড়ম্বর- সাদাসিধা।
আরো পড়ুন : রৌদ্রে লেখে জয় কবিতার ৩টি বর্ণনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: বিরামচিহ্ন বসিয়ে শুদ্ধভাবে লেখ।
ক) মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি কিন্তু এ দেশের মানুষের শিক্ষা প্রসারে তার অনেক অবদান ছিল তিনি সন্তোষে ইসলামি বিশ্ববিদ্যালয় মহীপুরে হাজী মহসীন সরকারি কলেজ ঢাকায় আবুজর গিফারি কলেজ এবং টাঙ্গাইলে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন
উত্তর: মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি। কিন্তু এ দেশের মানুষের শিক্ষা প্রসারে তার অনেক অবদান ছিল। তিনি সন্তোষে ইসলামি বিশ্ববিদ্যালয়, মহীপুরে হাজী মহসীন সরকারি কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ এবং টাঙ্গাইলে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন।
খ) মওলানা ভাসানী ছিলেন একজন নিরহংকার আদর্শবান মানুষ তার জীবনাচরণ ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ সরল তিনি টাঙ্গাইলের সন্তোষে একটা সাধারণ বাড়িতে বাস করতেন খেতেন সাধারণ মানুষের খাবার এ রকম অনাড়ম্বর জীবনযাপন খুব কম দেখা যায়
উত্তর: মওলানা ভাসানী ছিলেন একজন নিরহংকার আদর্শবান মানুষ। তার জীবনাচরণ ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ-সরল। তিনি টাঙ্গাইলের সন্তোষে একটা সাধারণ বাড়িতে বাস করতেন। খেতেন সাধারণ মানুষের খাবার। এ রকম অনাড়ম্বর জীবনযাপন খুব কম দেখা যায়।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর