চতুর্থ অধ্যায়
পঞ্চম পরিচ্ছেদ: বানান ও অভিধান
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সঠিক বানানরীতি জানা কেন গুরুত্বপূর্ণ লেখ?
উত্তর: শুদ্ধতা ভাষার প্রাণ। ভাষার শুদ্ধ ও সঠিক ব্যবহারের জন্য শব্দের শুদ্ধ ও সঠিক বানানরীতি জানা প্রয়োজন। শব্দে বর্ণের বিন্যাসকে বানান বলে। বাংলা ভাষায় বিভিন্ন ভাষার শব্দ রয়েছে। ফলে শব্দের বানানরীতিও ভিন্ন ভিন্ন। শুদ্ধভাবে সেসব শব্দ লেখা ও বলার জন্য বানানরীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখার সময় বাংলা বানান অশুদ্ধ হওয়ার নানা কারণ রয়েছে।
প্রশ্ন: নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে সাজিয়ে লেখ।
এলোমেলো শব্দ
তাল পাটি দই আতা জাহাজ টমেটো শসা
কাক কৃতজ্ঞ কোল কৌতুক কুলা কলা
তিসি তুলনা তুলা তাল তারুণ্য
পরিবর্তন একতা ভয় আজ শহর গ্রাম
জুঁই ঝাল চাঁদ জামা জাঁতা চিল ছাল চাই।
নকশা নির্ভয় নিঃশঙ্ক নিঃসংকোচ নিষ্পেষণ নিদ্রা
রাক্ষস ব্যয় স্বাধীনতা স্বার্থ সার্থক ভ্রাতা শ্মশান রশ্মি
আরো পড়ুন : বাক্য পরিচ্ছেদের ৬টি এক কথায় প্রশ্নোত্তর
উত্তর:
এলোমেলো শব্দ
তাল পাটি দই আতা জাহাজ টমেটো শসা
কাক কৃতজ্ঞ কোল কৌতুক কুলা কলা
তিসি তুলনা তুলা তাল তারুণ্য
পরিবর্তন একতা ভয় আজ শহর গ্রাম
জুঁই ঝাল চাঁদ জামা জাঁতা চিল ছাল চাই
নকশা নির্ভয় নিঃশঙ্ক নিঃসংকোচ নিষ্পেষণ নিদ্রা
রাক্ষস ব্যয় স্বাধীনতা স্বার্থ সার্থক ভ্রাতা শ্মশান রশ্মি
বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ
আতা, জাহাজ, টমেটো, তাল, দই, পাটি, শসা
কলা, কাক, কুলা, কৃতজ্ঞ, কোল, কৌতুক
তারুণ্য, তাল, তিসি, তুলনা, তুলা
আজ, একতা, গ্রাম, পরিবর্তন, ভয়, শহর
চাঁদ, চাই, চিল, ছাল, জামা, জাঁতা, জুঁই, ঝাল
নকশা, নিঃশঙ্ক, নিঃসংকোচ, নিদ্রা, নির্ভয়, নিষ্পেষণ
ব্যয়, ভ্রাতা, রশ্মি, রাক্ষস, শ্মশান, সার্থক, স্বাধীনতা, স্বার্থ
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর