ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৪টি প্রশ্নোত্তর, ১৮তম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৪টি প্রশ্নোত্তর, ১৮তম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- হিসাববিজ্ঞান

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিম্নোক্ত তথ্যাবলি পড়ে ২২ থেকে ২৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

‘এক্স’ নগদ ৬,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তার নিজের উত্তোলন ছিল ১,৫০০ টাকা, তার স্ত্রী ব্যবসায় থেকে ৫০০ টাকার পণ্য নিয়ে যায় এবং তিনি তার ব্যক্তিগত জীবন বিমা প্রিমিয়াম বাবদ ৬৫০ টাকা ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে দেন। তার মূলধন কমে যাওয়ায় তার ভাই তাকে ৫,০০০ টাকা ধার দেন যার অর্ধেক পরিশোধ করা হয়েছে। তিনি তার পুরোনো ব্যক্তিগত সাইকেল যার মূল্য ২,৫০০ টাকা ব্যবসায়িক সম্পত্তির সঙ্গে যুক্ত করেন এবং নিজস্ব তহবিল থেকে ৫,০০০ টাকায় একটি ব্যক্তিগত নতুন সাইকেল কেনেন। একজন কর্মচারীকে দেওয়া বেতন ৮৫০ টাকা ভুলে হিসাবভুক্ত করা হয়নি। উল্লেখিত ঘটনাগুলোর জন্য প্রয়োজনীয় সমন্বয় করার আগে তার নিট মুনাফা হয় ২,০০০ টাকা।

২২। ‘এক্স’-এর সমাপনী মূলধন টাকায় কত?
ক. ৭,৮৫০ টাকা    খ. ৯,৫০০ টাকা    
গ. ১২,০০০ টাকা    ঘ. ৪,৫০০ টাকা    
ঙ. ৭,০০০ টাকা

উত্তর: ঙ. ৭,০০০ টাকা।

২৩। ‘এক্স’-এর সঠিক নিট আয় কত টাকা?
ক. ২,৮৫০ টাকা    খ. ১,৭০০ টাকা    
গ. ১,৩৫০ টাকা    ঘ. ১,১৫০ টাকা    
ঙ. ২,৬৫০ টাকা

উত্তর: ঘ. ১,১৫০ টাকা।

আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১৭তম পর্ব

২৪। তার দায় কত টাকা হবে?
ক. ৫,০০০ টাকা    খ. ২,৫০০ টাকা    
গ. ১,৫০০ টাকা    ঘ. ৭,৫০০ টাকা    
ঙ. কোনো পরিবর্তন হবে না

উত্তর: খ. ২,৫০০ টাকা।

২৫। তার প্রকৃত উত্তোলনের পরিমাণ কত টাকা?
ক. ২,০০০ টাকা    খ. ১,১৫০ টাকা    
গ. ৫,১৫০ টাকা    ঘ. ২,১৫০ টাকা 
ঙ. ২,৬৫০ টাকা

উত্তর: ঙ. ২,৬৫০ টাকা।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

বাংলাদেশের শিল্প অধ্যায়ের ১৯টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ১ম পর্ব, এইচএসসি অর্থনীতি ২য় পত্র

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
বাংলাদেশের শিল্প অধ্যায়ের ১৯টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ১ম পর্ব, এইচএসসি অর্থনীতি ২য় পত্র
চা গাছ ভালো জন্মায় উর্বর দো-আঁশ মাটিতে। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : বাংলাদেশের শিল্প

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৭. বাংলাদেশের অর্থনীতিতে কোন ধরনের শিল্পের অবদান সবচেয়ে বেশি?
উত্তর: তৈরি পোশাক।

৮. পরিবেশ দূষণ রোধ করে কোন শিল্প?
উত্তর: কুটির শিল্প।

৯. BADC-এর পূর্ণরূপ কী?
উত্তর: Bangladesh Agricultural Development Corporation।

১০. PPP এর পূর্ণরূপ কী?
উত্তর: Public Private Partnership।

১১. BJMC-এর পূর্ণরূপ কী?
উত্তর: Bangladesh Jute Mills Corporation।

১২. EPZ কী?
উত্তর: Export Processing Zone।

১৩. NBR-এর পূর্ণরূপ কী?
উত্তর: National Board of Revenue।

১৪. চা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।

১৫. চা গাছ মারা যায় কখন?
উত্তর: গোড়ায় পানি জমলে।

১৬. চা ভালো জন্মায় কোন মাটিতে?
উত্তর: উর্বর দো-আঁশ মাটি।

আরো পড়ুন : বাংলাদেশের কৃষি অধ্যায়ের ১৫টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব

১৭. চা বাগান কোন অঞ্চলে সবচেয়ে ভালো হয়?
উত্তর: পাহাড়ি অঞ্চলে।

১৮. আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের চাহিদা বেশি?
উত্তর: শিল্পপণ্য।

১৯. আদমজী জুট মিলস স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৯৫১ সালে।

২০. পারিবারিক পরিবেশে এবং পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প গড়ে উঠে তাকে কোন ধরনের শিল্প বলা হয়?
উত্তর: কুটিরশিল্প।

২১. বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্য কোনটি?
উত্তর: তৈরি ও হোসিয়ারি পোশাক।

২২. তৈরি পোশাক সর্বপ্রথম রপ্তানি শুরু হয়- 
উত্তর: ১৯৭৬ সালে।

২৩. কুটিরশিল্প থেকে অপেক্ষাকৃত বড় শিল্প হলো-
উত্তর: অতিক্ষুদ্র শিল্প।

২৪. বাংলাদেশ সরকার রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে কত সাল থেকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন?
উত্তর: ১৯৮৬ সাল থেকে।

২৫. তুলা কোন ধরনের দ্রব্য?
উত্তর: প্রাথমিক দ্রব্য।

লেখক : প্রভাষক
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

কবীর

প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এইচএসসি ভূগোল ১ম পত্র

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এইচএসসি ভূগোল ১ম পত্র
মহাকাশ ও মহাজাগতিক বস্তু সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের জ্যোতির্বিদ্যা শাখায়।

প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

‘ক’ শাখাটি ভূ-অভ্যন্তরের গঠন ও উপাদান, খনিজ ও শিলা, পর্বত, সমভূমি, মালভূমি প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে। এ শাখায় অধ্যয়ন করলে ওই বিষয়গুলো বিস্তারিত জানা যায়।

৩০. উদ্দীপকে বর্ণিত ‘ক’ শাখায় অন্যান্য যে বিষয় আলোচিত হয়-
i.  ভূমিকম্প        
ii. নদীর উৎপত্তি
iii.জলবায়ু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii        খ) ii ও iii
গ) i ও iii        ঘ) i, ii ও iii

৩১. কোনটি প্রাকৃতিক ভূগোলের মূল আলোচ্য বিষয়?
ক) পৃথিবীর বর্ণনা    খ) পরিবেশ ও প্রকৃতি
গ) পৃথিবীর জন্ম      ঘ) খনিজ সম্পদ

৩২. একটি বিষয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বারবার পরিবর্তিত হয়েছে। ওই বিষয়টি কী?
ক) জলবায়ু        খ) পরিবেশ
গ) সময়             ঘ) স্থান

৩৩. মহাকাশ ও মহাজাগতিক বস্তু সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়?
ক) জ্যোতির্বিদ্যায়    
খ) মানচিত্রাঙ্কন বিদ্যায়
গ) মহাকাশ বিদ্যায়    
ঘ) আবহাওয়া বিদ্যায়

নিচের চিত্রটি লক্ষ করে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

৩৪। চিত্রে A, B, C মণ্ডল তিনটির পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় কোন ভূগোলে?
ক) প্রাকৃতিক ভূগোল    খ) গাণিতিক ভূগোল
গ) আঞ্চলিক ভূগোল    ঘ) রাজনৈতিক ভূগোল

৩৫। উপরের চিত্রের জীবমণ্ডল নির্ভরশীল-
i. A মণ্ডলের উপর    
ii. B মণ্ডলের উপর
iii. C মণ্ডলের উপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii         খ) i ও iii
গ) ii ও iii         ঘ) i, ii ও iii

আরো পড়ুন : প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব

৩৬। ভূত্বকের বৈচিত্র্যের ইতিহাস, গঠন, বিন্যাস ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়?
ক) বারিতত্ত্বে        খ) ভূমিরূপ বিদ্যায়
গ) হিমবাহতত্ত্বে    ঘ) জীব ভূগোলে

৩৭। প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত কোনটি?
ক) জনসংখ্যা ভূগোল    খ) বসতি ভূগোল
গ) কৃষি ভূগোল             ঘ) সমুদ্র ভূগোল

৩৮। প্রাকৃতিক ভূগোলের আলোচনার বিষয়বস্তু হলো-
i. নদী, প্লাবন ভূমি, কৃষিকাজ    
ii. বায়ুমণ্ডল, বন্যা, সমুদ্র স্রোতে
iii. ওজোনস্তর, মহীসোপান, জোয়ার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii          খ) i ও iii
গ) ii ও iii         ঘ) i, ii ও iii

উত্তর: ৩০. ক, ৩১. গ, ৩২.খ, ৩৩. ক, ৩৪. ক, ৩৫. ঘ, ৩৬. খ, ৩৭. ঘ, ৩৮. ঘ।

লেখক :  প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৮টি প্রশ্নোত্তর, ৯ম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৮টি প্রশ্নোত্তর, ৯ম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছে । ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। হংকং WTO সামিটে কোন দেশ নতুন সদস্য হয়েছে-
(ক) বাংলাদেশ        (খ) চীন    
(গ) সৌদি আরব    (ঘ) ব্রাজিল    
(ঙ) হংকং 

উত্তর: (গ) সৌদি আরব।

২। নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়?
(ক) এয়ারওয়ে বিল       (খ) বিল অব লেডিং    
(গ) রেলওয়ে রিসিপ্ট    (ঘ) ট্রাক রিসিপ্ট    
(ঙ) মানিগ্রাম 

উত্তর: (ঙ) মানিগ্রাম।

৩। নাবালক অংশীদার সম্পর্কিত নিয়মকানুন ১৯৩২ সালের অংশীদারি আইনের যে ধারায় বর্ণিত আছে, তা হলো-
(ক) ১০ ধারায়    (খ) ১৫ ধারায়    
(গ) ১৮ ধারায়    (ঘ) ৩০ ধারায়    
(ঙ) ৩২ ধারায় 

উত্তর: (ঘ) ৩০ ধারায়।

৪। বিনিময় বিল হলো একটি-
(ক) লেটার অব ক্রেডিট    (খ) ঋণপত্র    
(গ) ব্যাংক ড্রাফট              (ঘ) চেক    
(ঙ) স্বল্পমেয়াদি ঋণপত্র 

উত্তর: (ঙ) স্বল্পমেয়াদি ঋণপত্র।

আরো পড়ুন : ‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৭টি প্রশ্নোত্তর, ৮ম পর্ব

৫। মার্চেন্ট ব্যাংক বলতে বোঝায়-
(ক) বাণিজ্যিক ব্যাংক    
(খ) বিনিয়োগ ব্যাংক    
(গ) উন্নয়ন ব্যাংক    
(ঘ) বিনিয়োগ কোম্পানি    
(ঙ) ইসলামী ব্যাংক 

উত্তর: (খ) বিনিয়োগ ব্যাংক।

৬। আধুনিক কর্মী ব্যবস্থাপনার প্রবক্তা হলেন-
(ক) হেনরি ফ্যায়ল    
(খ) এফ ডব্লিউ টেলর    
(গ) রবার্ট ওয়েন    
(ঘ) এলটন ম্যাও    
(ঙ) চার্লস ব্যাবেজ

 উত্তর: (গ) রবার্ট ওয়েন।

৭। এক ধরনের একার্থক পরিকল্পনা হলো-
(ক) নীতি           (খ) প্রকল্প    
(গ) পদ্ধতি        (ঘ) কৌশল    
(ঙ) লক্ষ্য 

উত্তর: (খ) প্রকল্প।

৮। বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন প্রবর্তিত হয় কত সালে?
(ক) ১৯১৩ সালে    (খ) ১৯৪৭ সালে    
(গ) ১৯৭২ সালে    (ঘ) ১৯৯৪ সালে    
(ঙ) ২০০১ সালে

 উত্তর: (ঘ) ১৯৯৪ সালে।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি হিসাববিজ্ঞান

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম
পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি হিসাববিজ্ঞান
হিসাববিজ্ঞানে বিক্রয় উপরি ব্যয় হলো বিলিকরণ খরচ। প্রতীকী ছবি-সংগৃহীত

একাদশ অধ্যায় : পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩। কোনটি বিক্রয় উপরি ব্যয়?
ক) মনিহারি খরচ    
খ) বিলিকরণ খরচ     
গ) ডাক ও তার বাবদ খরচ    
ঘ) বিমা সেলামি

২৪। দালানকোঠা নির্মাণের ক্ষেত্রে ‘আরোপযোগ্য খরচ’ কোনটি?
ক) সিমেন্ট ক্রয়             খ) রড ক্রয়     
গ) নকশা প্রণয়ন ব্যয়     ঘ) শ্রমের মজুরি

২৫। ১০০টি পোশাক তৈরির মুখ্য ব্যয় ৪০,০০০ টাকা এবং মোট ব্যয় ৬০,০০০ টাকা হলে, মোট উপরি ব্যয় কত?
ক) ২০,০০০ টাকা 
খ) ৪০,০০০ টাকা     
গ) ৬০,০০০ টাকা 
ঘ) ১,০০,০০০ টাকা

২৬। কোনটি প্রশাসনিক উপরি ব্যয়?
ক) ছাপা ও মনিহার     
খ) পৌরকর     
গ) বিদ্যুৎ ও পানি 
ঘ) বিক্রয়কর্মীর বেতন

২৭। মুখ্য ব্যয় + কারখানা উপরি ব্যয় = ?
ক) রূপান্তরিত ব্যয়     
খ) মোট ব্যয়     
গ) বিক্রয়মূল্য    
ঘ) উৎপাদন ব্যয়

আরো পড়ুন : পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য অধ্যায়ের ২২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব

২৮। পণ্যের রূপান্তর ব্যয় = ?
ক) মুখ্য ব্যয় + কারখানা উপরি ব্যয়
খ) প্রত্যক্ষ শ্রম + কারখানা ব্যয়
গ) প্রত্যক্ষ শ্রম - কারখানা উপরি ব্যয়
ঘ) প্রত্যক্ষ শ্রম + কারখানা উপরি ব্যয়

২৯। বিক্রয় উপরি ব্যয় নিচের কোনটি?
ক) কম্পিউটার মেরামত    
খ) কারখানা ভাড়া     
গ) অফিসের বিদ্যুৎ বিল    
ঘ) পণ্যের খরচ 

৩০। কোনো চুক্তির ঠিকা কাজ পাওয়ার জন্য যে খরচ করা হয়, তা হলো- 
ক) কারখানা উপরি ব্যয়    
খ) পরোক্ষ খরচ    
গ) আরোপণযোগ্য খরচ    
ঘ) প্রশাসনিক খরচ

উত্তর: ২৩. খ, ২৪. গ, ২৫. ক, ২৬. ক, ২৭. ঘ, ২৮. ঘ, ২৯. ঘ, ৩০. গ।

লেখক : সিনিয়র শিক্ষক 
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা

কবীর

Unit-3, Lesson-5 (B)-এর ২টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম
Unit-3, Lesson-5 (B)-এর ২টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি ইংরেজি ১ম পত্র
স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাজনৈতিক দলসহ সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি- সংগৃহীত

Unit-3, Lesson-5 (B) 

Read the passage. Then answer the questions below.

26 March, our Independence Day, is the biggest state festival. The day is celebrated every year in the country with great enthusiasm and fervour. It is a national holiday. All offices, educational institutions, shops and factories remain closed on this day. The day begins with a 31 gun salute.
Early in the morning the President and the Prime Minister on behalf of the nation place floral wreaths at the National Mausoleum at Savar. Then other leaders, political parties, diplomats, social and cultural organisations, educational institutions and freedom fighters pay homage to the martyrs. People from all walks of life also go there in rallies and processions. There are many cultural programmes throughout the day, highlighting the heroic struggle and sacrifice in 1971.
In the National Stadium, school children, scouts and girl guides take part in various displays to entertain thousands of spectators. Educational institutions also organise their individual programmes. Sports meets and tournaments are also organised on the day, including the exciting boat race in the river Buriganga.
In the evening, all major public buildings are illuminated with colourful lights. Bangla Academy, Bangladesh Shilpakala Academy and other socio-cultural organisations hold cultural functions. Similar functions are also arranged in other places in the country.

1. Choose the correct answer from the following alternatives.     

(a) Very few festivals are as—- as Independence Day.
i. more significant     ii. most significant     
iii. significant     iv. insignificant

(b) On 26th March, people of all walks of life pay tribute to the—- .
i. martyrs of language movement     
ii. martyrs of mass movement
iii. martyrs of liberation war     
iv. martyred intellectuals

(c) Various displays are arranged to —- the spectators.
i. irritate         ii. sadden     
iii. amuse       iv. annoy

(d) A person watching an event is called —- .
i. spectator      ii. stranger     
iii. emigrant     iv. participant

আরো পড়ুন : Unseen Passage-এর ২টি প্রশ্নোত্তর, এসএসসি ইংরেজি ১ম পত্র

(e) 26 March is observed in—- .
i. a simple way       
ii. a befitting manner 
iii. a normal way    
iv. an organized way

(f) Different cultural programmes of Independence Day are observed to —-.
i. spread cultural values around the country     
ii. display different cultural activities    
iii. encourage people to participate in rallies
iv. focus on the valiant struggle and acrifice of Liberation War

(g) The phrase ‘public holiday’ means —-.
i. public day     
ii. workers holiday
iii. holiday of the public     
iv. national holiday

2. Answer the following questions.     
(a) What is the significance of our Independence Day?
(b) How do we pay homage to the martyrs?
(c) Who entertains thousands of spectators in the National Stadium?
(d) How do you celebrate Independence Day in your school?
(e) What are the main features of the day?

Answers: 1. (a) iii. significant, (b) iii. martyrs of liberation war, (c) iii. amuse, (d) i. spectator, (e) ii. a befitting manner, (f) iv. focus on the valiant struggle and sacrifice of Liberation War, (g) iv. national holiday.

2. (a) Our Independence Day is the biggest state festival. This is the day when our independence was announced and afterwards our heroic sons laid down their lives to make our country independent.
(b) The President and the Prime Minister place floral wreaths on behalf of the nation at the National Mausoleum. People from all walks of life also go there to pay homage to the martyrs.
(c) School children, scouts and gil guides entertain thousands of spectators in the National Stadium.
(d) In our school different cultural programmes are arranged and school buildings are illuminated with colourful lights. Students take part in various sports and games and other group activities such as dance, staging drama, singing patriotic songs, etc.
(e) Independence Day is the biggest state festival. This day is celebrated every year in the country with great enthusiasm. It is a national holiday. On this day, all offices, educational institutions, shops and factories remain closed. This day begins with a 31 gun salute. People from all classes pay homage to the martyrs of the liberation war.

লেখক : প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

কবীর