ঢাকা ১০ ভাদ্র ১৪৩১, রোববার, ২৫ আগস্ট ২০২৪

৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৮:৫৮ পিএম
৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের দিনভর অবরোধের পর ৬ ঘণ্টা পর  সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

কোটা সংস্কার আন্দোলনকারীরা মঙ্গলবার বেলা ২টার দিকে রাজধানীর মহাখালী এলাকায় রেলপথ অবরোধ করেন। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন তখন জানিয়েছিলেন, ওই অবরোধের পরে ঢাকা ক্যান্টনমেন্টে স্টেশনে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস, তেজগাঁও স্টেশনে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটের বনলতা এক্সপ্রেস, বিমানবন্দর স্টেশনে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস আটকে পড়েছে। 

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহাদাৎ হোসেন জানান, রাজধানী থেকে বের হওয়ার পথে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ার প্রভাব পড়েছে কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনেও। স্টেশনটিতে রাজশাহী কমিউটার, চট্টলা এক্সপ্রেস, সিলেটগামী কালনী এক্সপ্রেস, জামালপুর কমিউটার, সুবর্ণ এক্সপ্রেসসহ ৬টি ট্রেন আটকে পড়েছে।

জয়ন্ত/এমএ/

দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে: মেজর হাফিজ

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৯:১৩ পিএম
দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে: মেজর হাফিজ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বিপ্লব কিন্তু শেষ হয় নাই, থমকে আছে।’

রবিবার (২৫ আগস্ট) সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন। এ সময় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খানসহ নেতারা উপস্থিত ছিলেন।

হাফিজ বলেন, ‘আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা ও গুম করেছেন তারা বহাল তবিয়তে আছেন। প্রতিটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন। তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন। যারা আয়নাঘর তৈরি করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদের নিয়ে ওই ঘৃণিত স্থান দেখানোর, কীভাবে নিরীহ মানুষকে তারা অত্যাচার-নির্যাতন-হত্যা করেছেন।’

সেনাপ্রধানকে উদ্দেশ করে মেজর হাফিজ বলেন, ‘সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, যাতে তাদের আচরণ দেখে মনে না হয়, তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন। অবিলম্বে যে ৪৮৭ জন সেখানে আশ্রয় নিয়েছেন, তাদের তালিকা প্রকাশ করুন। ভয়ের কী আছে, বিপ্লব সফল করতে হলে এ দুর্বৃত্তদের দমন করতে হবে। আমরা এই বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই। প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে আরও ছাত্রদের সম্পৃক্ত করুন, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন। বুদ্ধিজীবীদের প্রয়োজন নাই, যারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেন, দুঃসময়ে নিশ্চুপ থাকেন। আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ান।’

বৈষম্যবিরোধী ছাত্রসমাজের উদ্দেশে হাফিজ উদ্দিন বলেন, ‘বিজয়ের আনন্দে আত্মহারা হবেন না। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবেন। সুতরাং আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আপনারা রাজপথে থাকুন। যেকোনো ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেব।’

সবুজ/এমএ/

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শেখ হাসিনার

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:৪০ পিএম
বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শেখ হাসিনার
শেখ হাসিনা (ফাইল ছবি)

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রবিবার (২৫ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই বিবৃতিটি শেয়ার করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক শ্রেণি-পেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তারেক রহমানের পক্ষ থেকে আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:১৮ পিএম
তারেক রহমানের পক্ষ থেকে আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা
ছবি : খবরের কাগজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণ-আন্দোলন চলাকালে আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার- এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তারেক রহমানের পক্ষ থেকে আহতদের মাঝে এই সহায়তা দেন।

এ সময় আতিকুর রহমান রুমন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন। সেভাবেই আমাদের কাজ চলছে। আমরা সব সময় নির্যাতিতদের পাশে আছি এবং আগামীতেও থাকব।’

তিনি বলেন, “দেশে আগামী দিনে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে ‘শহিদ ও আহত পরিবার’কে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নামকরণ- তাদের নামে করা হবে। যাদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের সব ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেবে বিএনপি।”

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সেলের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বন্যাদুর্গতদের পুনর্বাসনে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান এবি পার্টির

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:০০ পিএম
আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ০৮:০০ পিএম
বন্যাদুর্গতদের পুনর্বাসনে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান এবি পার্টির

বন্যাদুর্গত মানুষের সহযোগিতায় দেশবাসী সর্বাত্মক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আগামীতে তাদের পুনর্বাসন কার্যক্রমেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। 

রবিবার (২৫ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জনগণের মানবিক সহায়তা গ্রহণ করেন পার্টির সমন্বয় সেলের সমন্বয়ক লে. কর্ণেল অব. হেলাল উদ্দিন ও সদস্যসচিব আলতাফ হোসাইন। 

বন্যার্তদের সহায়তার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে হেলাল উদ্দিন বলেন, আমরা যেসমস্ত খাদ্য সামগ্রী ও প্যাকেট হাতে পেয়েছি তা সেনাবাহিনীর নিকট হস্তান্তর করবো। সেনাবাহিনী জানিয়েছে, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এখন রান্না করা খাবারের প্রয়োজন। আগামীকাল থেকে আমরা তার প্রস্তুতি নিচ্ছি। আগামী এক সপ্তাহ আমরা প্রতিদিন যাতে হাজার দুয়েক মানুষকে রান্না করা খাবার দিতে পারি। এবি পার্টি চিকিৎসা সেবাও দিচ্ছে। লক্ষ্মীপুরে এবি পার্টির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল ইতোমধ্যেই মানবিক সহায়তা নিয়ে মাঠে কাজ করছে। আগামীতে বন্যার্তদের চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, স্বেচ্ছাসেবক আব্দুল হালিম নান্নু, লুৎফর রহমান, আব্দুল কাদের প্রমুখ।

শফিকুল ইসলাম/এমএ/

সরকারের বিরোধিতা করায় বিএনপির ৬০ লাখ মানুষের নামে মামলা: মির্জা ফখরুল

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ০৭:২০ পিএম
সরকারের বিরোধিতা করায় বিএনপির ৬০ লাখ মানুষের নামে মামলা: মির্জা ফখরুল
ছবি: খবরের কাগজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের আন্দোলনে প্রায় হাজারখানেক ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। কিন্তু ২০১২ সাল থেকে  আমরা এই সংগ্রাম করছি। এই সংগ্রামে আমাদের এখন পর্যন্ত ৭০০ জন গুম হয়েছে। আমাদের ২ হাজারের উপরে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। একইসঙ্গে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ১ লাখ ৪৫ হাজার। আগে গায়েবি মামলা বলতে কিছু ছিল না। এরা কোনো ঘটনা না ঘটলেও গায়েবি মামলা দিয়েছে। এই গায়েবি ও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে ৬০ লাখ মানুষকে। একটা গণতান্ত্রিক দলের শুধুমাত্র সরকারের বিরোধিতা করার কারণে এরকম নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই এই ফেরাউন নমরুদের উত্তরসূরী হাসিনা থেকে আমরা রক্ষা পেয়েছি। 

রবিবার (২৫ আগস্ট) বিকালে গ্র্যান্ড সিলেট হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর আগে সারা দেশের মানুষ এক হয়েছিল ৭১ সালে যুদ্ধের সময় আবার ২০২৪ সালে এক হয়েছে সারা দেশের মানুষ। বিশেষ করে তরুণরা তাদের প্রাণ দিয়ে এই যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদকে দূর করবার আন্দোলন শুরু হয়েছে ২০১২ সাল থেকে। কেয়ারটেকার গর্ভমেন্টের ইস্যুটাকে বাদ দিয়ে যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আসলো তখন থেকেই আমরা আন্দোলন শুরু করেছিলাম। নির্বাচনি ব্যবস্থাকে দলীয়করণ করে তিনবার নির্বাচনে জয়ী হয়েছে তারা। সবচেয়ে ভয়ংকর কাজ যেটা করেছে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। যার ফল এখনো আমরা দেখছি। আমরা দেখছি পুলিশ প্রশাসন একদম ভেঙে গেছে। 

তিনি বলেন, এই বাংলাদেশ যখন নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে ঠিক তখনই ভারতবর্ষ থেকে হাসিনা বাংলাদেশের মানুষকে বিব্রত করার চেষ্টা করছেন। কিন্তু দেশের মানুষ এখন সব বুঝেন। কোনো ষড়যন্ত্রেই আজ আর কাজ হবে না। এ থেকে প্রমাণিত হয় আওয়ামী লীগ কখনোই বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য কাজ করেনি।

মানুষের কথা বলার স্বাধীনতা নিয়ে তিনি বলেন, আগে কেউ কথা বলার আগে দশবার চিন্তা করতো। এই কথাটা বলা ঠিক হবে কি হবে না। এর জন্য আবার আমাকে ডিজিটাল সিকিউরিটি আইনে পড়তে হবে কি না। আমাকে পুলিশ নিয়ে যাবে কি না। কিন্তু এখন মুক্তভাবে কথা বলা যায়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করবে। কারণ আমাদের সামনে এখন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য আমি ছাত্রদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। ছাত্ররা তাদের গোল করতে পেরেছে। এখন মানুষ জেগে উঠেছে। আমাদের যে জঞ্জাল তৈরি হয়েছে সেটা আমরা দূর করতে চাই।  

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে তিনি বলেন, দেশের একজন বরেণ্য মানুষ দেশে ও আন্তর্জাতিকভাবে যার সম্মান রয়েছে, ড. ইউনুস সাহেবের নেতৃত্বে যোগ্য মানুষদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। দেশ সংস্কার করে অতিদ্রুত নিরপেক্ষ অবাদ নির্বাচন তারা করবেন। জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট ও সরকার গঠন করবেন এটাই আমরা প্রত্যাশা করি। 

আমরা এই সরকারকে সময় দিতে চাই উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বড়। আমরা রাজনৈতিক দল হিসেবে তাদের সর্বাত্মক সহযোগিতা করছি এবং করবো।  কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কিছু সংগঠন, প্রতিষ্ঠান হঠাৎ করে তাদের দাবি নিয়ে রাস্তায় নেমে গেছেন। কিন্তু এতদিন তারা কোথায় ছিলেন। এই মুক্ত সরকার এসেছে, তারা কাজ করার চেষ্টা করছে। তাদেরকে কাজ শুরু করার আগেই তারা রাস্তায় নেমে গেছেন। আমার কাছে এটা স্বার্থপরতা মনে হয়। অবশ্যই সবার দাবিদাওয়া থাকবে। এটা নিয়ে কথাও বলবেন। সেই দাবি পূরণও করবে সরকার। কিন্তু আগে একটা নির্বাচন হোক। একটা নির্বাচনি সরকার আসুক। তারা দাবি পূরণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের জঞ্জাল পরিষ্কার করবে। তাদেরকে কাজ করার সুযোগ দেন। এই ধরনের দাবি নিয়ে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাওয়া কোনোভাবেই যুক্তিসংগত না। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশটাকে গড়ে তোলার জন্য আমাদের সন্তানরা যারা বুকের রক্ত দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো মাথা নত করেন নি। এই আন্দোলনের মাধ্যমে তিনি মুক্ত হয়েছেন। আমাদের জয় লাভের পরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন আমাদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছে। কিন্তু আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করবো না। আমরা ভালবাসার সম্প্রতির রাজনীতি করবো। সভায় তিনি দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আকাশপথে মির্জা ফখরুল সিলেটে আসেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালাল ও শাহপরান (রা.)-এর মাজার জিয়ারত করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী, উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, উপদেষ্টা ও গুম নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

শাকিলা ববি/এমএ/