ছবি: বিজ্ঞপ্তি
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ক্লাব 'বিজবক্সের' আয়োজনে ‘বিজনেস ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধনী নৃত্য ও ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করার মাধ্যমে বিজনেস ফেস্ট এর দ্বিতীয় দিনের জমকালো আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, বিজনেস ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. মো. জুলফিকার আলি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিজনেস ক্লাবের অ্যাডভাইজার নাজিয়া আক্তার রাশমি, লেকচারার অ্যান্ড কো-অ্যাডভাইজার মারভিন রাজী মেবিন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের করপোরেট এইচআর হেড এম. সাব্বির আলী।
জমকালো এই আয়োজনে ছিলো নবীন শিক্ষার্থীদের বরণ, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র রাজন হোসেনের মনমাতানো কনসার্ট এবং প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থীদের আয়োজিত একটি বিশেষ নাটক। নাটকের মূল উদ্দেশ্য ছিলো আদিবাসীদের উচ্চতর শিক্ষার জন্য তারা শহরে কী কী সমস্যার সম্মুখীন হয় এবং যেসব সুযোগ-সুবিধা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দিয়ে থাকে তা ফুটিয়ে তোলা। যারা কেস স্টাডি এবং বিজনেস কম্পিটিশন এ অংশগ্রহণের মাধ্যমে বিজয়ী হয় তাদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুপ্রাণিত করা হয় ।
দুই দিনব্যাপী বিজনেস ফেস্টের প্রথম দিন (৬ নভেম্বর) জমকালো অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। বিজনেস এক্সপো, করপোরেট কোচিং বুথ এবং বিশিষ্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ পিএলসি’র করপোরেট অ্যাফেয়ার্স এন্ড সিকিউরিটি ম্যানেজার মেজর একেএম হাবিবুল হকের (অব.) এর সঙ্গে 'মিট দি লিডার' সেমিনার। করপোরেট কোচিং বুথে তিনজন বিশেষ করপোরেট ব্যক্তি উপস্থিত ছিলেন। ফিন্যান্স থেকে ইউএসএআইডি এর সরদার মুনিম ইবনা মহসিন, এইচআরএম থেকে স্টার সিনেপ্লেক্স এর এইচআর হেড এন্ড এডমিন এইচআর লায়লা নাজনীন এবং ওয়াল্ড ব্যাংকের মার্কেটিং বিশেষজ্ঞ খালিদ হোসাইন কোচিং বুথ এ মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের লক্ষ্য কী, রিয়েলিটি কী, অপশন কী কী আছে এবং ভবিষ্যতে তারা তাদের নিজেদের কোথায় দেখতে চায় সব শুনে এবং সেই অনুযায়ী তাদের গাইডলাইন দেন।
এভাবে শিক্ষার্থীদের আগামীর জন্য প্রস্তুত করতে 'বিজবক্স' কতৃক আয়োজিত 'বিজনেস ফেস্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্নরকম গাইডলাইনের সুবিধাসহ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর এই আয়োজনটি শেষ হয়।
সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/