ঢাকা ১০ চৈত্র ১৪৩১, সোমবার, ২৪ মার্চ ২০২৫
English

নীলফামারীতে ঘন কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম
নীলফামারীতে ঘন কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন

গত তিন দিন ধরে নীলফামারীর সৈয়দপুরে দেখা নেই সূর্যের। বইছে ঠাণ্ডা বাতাস। ক্রমশই কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে পুরো দিন। এ কারণে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। সড়কে দিনে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। মানুষজন কম থাকায় পৌরশহরের সড়কগুলোতে রিকশা-ভ্যানের যাত্রীও কমে গেছে। পরিবারের চাহিদা মেটাতে শীত আর কুয়াশাকে উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন দিন মজুররা। শীত বস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছে হতদরিদ্র পরিবারগুলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।

পৌরশহরের রিকশাচালক নাদিম হোসেন বলেন, কনকনে শীতে রিকশা নিয়ে বাইরে যেতে মন চায় না। এ ছাড়া সকালে লোকজনও রাস্তায় কম থাকে। এ জন্য আয়ও কমে গেছে। শীতের কারণে দিনে ২০০ থেকে ২৫০ টাকা আয় হচ্ছে। অন্য সময় ৫০০ থেকে ৭০০ টাকা আয় হয়।

একই এলাকার কৃষক অতিয়ার রহমান বলেন, ‘এ সময় ফসলের মাঠে খুব ঠাণ্ডা লাগে। এ জন্য সকালে মাঠে যাওয়া হয় না। কিন্তু কাজ না করলে খাবার জুটবে না। তাই শীত আর কুয়াশার মধ্যেই কাজে যেতে হচ্ছে। তবে ঠাণ্ডা পানিতে হাত-পা জমে যাওয়ার উপক্রম হয়।’

উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কৃষক লুৎফর রহমান বলেন, ‘এবার এক বিঘা জমিতে বাঁধাকপি লাগিয়েছি। তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে সকালে খেত থেকে সেগুলো তুলে বিক্রির জন্য বাজারে আনতে কষ্ট হচ্ছে। এতে বিক্রি নিয়ে দুশ্চিন্তায় আছি।’
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বুধবার (১ জানুয়ারি) সকাল ছয়টায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় তিন কিলোমিটার।

সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:০৬ এএম
সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি
ছবি: খবরের কাগজ

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের পদ ৯ম গ্রেডে উন্নীতকরনের দাবিতে রবিবার (২৩ মার্চ) সকালে জেলা প্রশাসক শরীয়তপুর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শরীয়তপুর জেলার সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসাররা।

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক আলম এর  নেতৃত্বে এ স্বরলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও)’ পদটি ১৯৭৮ সালে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। সে সময়ের অধস্তন প্রধান শিক্ষক পদটি ১৭তম গ্রেডে এবং সহকারী শিক্ষক পদটি ১৮তম গ্রেডে ছিল। পরবর্তিতে প্রধান শিক্ষক পদটি কয়েক দফায় উন্নীত করার ফলে ২০১৪ সালে ১১তম গ্রেড এবং সম্প্রতি উচ্চতর আদালতের রায়ে ১০ম গ্রেড ও সহকারী শিক্ষক পদটি চার দফায় ২০২০ সালে ১৩তম গ্রেডভুক্ত হয়।

উল্লেখ্য ১৯৯৪ থেকে ২০২২ সাল পর্যন্ত এই দপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট পদটি ৯ম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেডে এবং পিটিআই ইন্সট্রাক্টর পদটি ৩য় শ্রেণি থেকে ১ম শ্রেণি (৯ম গ্রেড) উন্নীতকরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ের অন‌্যান‌্য দপ্তরের সমগ্রেডের কর্মকর্তাগণ এই সুদীর্ঘ ৩০ বছরে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ হয়েছে। কিন্তু দীর্ঘ ৩০ বছর ধরে ইউএপিইও পদটি ১০ম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে। এ সমস্যার সমাধানে অবিলম্বে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন।

রাজিব হোসেন রাজন/এমএ/

মুন্সীগঞ্জে আন্দোলনে নিহত ৭ নেতাকর্মীর পাশে তারেক রহমান

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:২১ পিএম
মুন্সীগঞ্জে আন্দোলনে নিহত ৭ নেতাকর্মীর পাশে তারেক রহমান
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দলীয় ৭ নেতা-কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রবিবার (২৩ মার্চ) বেলা ১১ টার দিকে জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার উপজেলা বিএনপির কার্যালয়ে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় আওয়ামী লীগ আমলে আন্দোলনে নিহত পঞ্চসার ইউনিয়নের চম্পাতলা গ্রামের বিএনপির কর্মী হাদিস আলী, মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার পৌর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদ শহীদুল ইসলাম শাওন ও একই এলাকার যুবদল কর্মী আকবর হোসেনর পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহরিক চৌধুরী মানিক, শহরের উত্তর ইসলামপুর এলাকার বিএনপি কর্মী সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নুর মোহাম্মদ ওরফে ডিপজলের পরিবারকে আথিক সহায়তা দেওয়া হয়েছে।

আথিক সহায়তা প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মো. মজিবুর রহমান, সদস্য সচিব মু. মাসুদ রানা, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবীর প্রমুখ।

মঈনউদ্দিন আহমেদ সুমন/মাহফুজ

 

সাভারে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:১৯ পিএম
সাভারে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
বিক্ষুব্ধ দখলদাররা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। ছবি: খবরের কাগজ

সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ দখলদারদের ইটপাটকেল নিক্ষেপের কারণে ঘটনাস্থল থেকে সরে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভাঙচুর করা হয়েছে পুলিশের তিনটি গাড়ি।

রবিবার (২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার ফুটপাত উচ্ছেদ অভিযানে এই ঘটনা ঘটে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির জানান, আসন্ন ঈদকে ঘিরে সড়কে চলাচল স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় উচ্ছেদে গেলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দখলদাররা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ৩টি যানবাহনে ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

সহস্রাধিক স্থাপনা উচ্ছেদ

অন্যদিকে এক দিন পরই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অনুষ্ঠান। এরপরই মুসলিম উম্মাহর সবচেয় বড় উৎসব ঈদুল ফিতর ঘিরে রাজধানী ঢাকা ছাড়বে কোটি মানুষ। এই দুটি উৎসবেই মানুষ চলাচলের জন্য রাজধানীর সঙ্গে যোগাযোগ স্থাপনকারী অন্যতম সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক। তাই ঈদযাত্রা ও স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা ঘিরে যাতে চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ সহস্রাধিক দোকানপাট। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও অভিযানে সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। 

 

নির্মাণ কাজ শেষ না হতেই এলজিইডির নির্মাণাধীন কালভার্টে ফাটল

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:১০ পিএম
নির্মাণ কাজ শেষ না হতেই এলজিইডির নির্মাণাধীন কালভার্টে ফাটল
গাবুরার ১০ নম্বর সোরা গ্রামের শেখ বাড়ি মসজিদ সংলগ্ন খালের ওপর নির্মাণাধীন কালভার্ট। ছবি: খবরের কাগজ

নির্মাণ কাজ শেষ না হতেই সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণাধীন একটি কালভার্টে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে এলাকার লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির কারণে কালভার্টে ফাটল ধরেছে বলে অভিযোগ স্থানীয়দের। 

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও এলজিইডি প্রকৌশলীদের দায়িত্বহীনতার কারণে কালভার্টিতে ফাটল ধরেছে।

নির্মাণাধীন কালভার্টে ফাটল। ছবি: খবরের কাগজ

স্থানীয় বাসিন্দা বাদশা হোসেন বলেন, কালভার্টিতে নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যে কারণে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই কালভার্টের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঠিকাদার ও দায়িত্বরত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, কিউরিং না করার কারণে এমন ঘটনা ঘতে পারে। সোমবার (২৪ মার্চ) উপজেলা এলজিইডি অফিস থেকে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন তারা, যে সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী কাজ করা হবে।

এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ১০ নম্বর সোরা গ্রামের শেখ বাড়ি মসজিদ সংলগ্ন খালের ওপর সাড়ে চার মিটার দৈর্ঘ্যের কালভার্ট সেতু নির্মাণ করছে এলজিইডি। ২০২৪ সালের জানুয়ারি মাসের ২৩ তারিখে কার্যাদেশ পেয়ে রাস্তা ও কালভার্টের নির্মাণকাজ শুরু করে আব্দুল হাকিম নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। 

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে গাবুরার হরিশখালি থেকে চাঁদনীমুখা পর্যন্ত রাস্তাসহ কালভার্ট নির্মাণ করার কথা।

গাবুরার ১০ নম্বর সোরা গ্রামের শেখ বাড়ি মসজিদ সংলগ্ন খালের ওপর নির্মাণাধীন কালভার্টটির কাজ ওই বছরের নভেম্বর মাসের ২৬ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও তার শেষ হয়নি। এরই মধ্যে কালভার্টের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। এ অবস্থায় কালভার্টটির কালভার্টের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর স্থানীয়রা কালভার্ট নির্মাণের কাজ বন্ধ করে দেয়।

এ ব্যাপারে ঠিকাদার মো. আব্দুল হাকিম বলেন, কাজ নিম্নমানের ছিল না। নিম্নমানের কাজ করিনি আমরা। কালভার্টের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে স্বীকার করে তিনি বলেন, কী কারণে ফাটল ধরেছে তা বলতে পারছিনা। তবে ধারণা করছি কিউরিং এর কারণে এমন ঘটনা ঘটেছে। সোমবার উপজেলা ইঞ্জিনিয়ার অফিস থেকে তদন্তে যাবেন। তারা যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী কাজ করা হবে বলেও জানান তিনি। 

শ্যামনগর উপজেলা সার্ভেয়ার (জরিপকারী) রাজু আহমেদ বলেন, আগামীকাল আমরা ঘটনাস্থলে যাব, সেখানে গিয়ে পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এলজিইডির শ্যামনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, অতিরিক্ত সিমেন্ট ব্যবহারের কারণে এমন ফাটল ধরেছে। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে যেখানে ত্রুটি আছে সেটি মেরামত করে দেওয়া হবে।

সুলতান শাহাজান/মাহফুজ

 

হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংক লরি খাদে, নিহত ২

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:৫১ পিএম
হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংক লরি খাদে, নিহত ২
ট্রাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ছবি: খবরের কাগজ

দিনাজপুরের হিলিতে একটি ট্রাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ফিলিং স্টেশনের ম্যানেজার ও লরির হেলপারসহ দুইজন নিহত ও ট্রাক চালক আহত হয়েছে।

নিহত ম্যানেজার সাব্বির হোসেনের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এবং হেলপার রাসেল হোসেনের বাড়ি পাঁচবিবি উপজেলার মাথখুরড় গ্রামে।

এদিকে আহত ট্রাক চালক জাহিদুল ইসলামকে উদ্ধার করে হাকিমপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, রবিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চৌধুরী ফিলিং স্টেশন থেকে ম্যানেজার সাব্বির হোসেন একটি ট্যাংক লরি নিয়ে তেল নেওয়ার জন্য পার্বতীর ডিপোতে যাচ্ছিল। ট্যাংক লরিটি হিলি দিনাজপুর সড়কের লোহাচড়া নামক স্থানে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির হোসেন ও ট্র্রাকের হেলপার রাসেল হোসেন লরির নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যায়। স্থানীয়রা ছুটে এসে চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাকিমপুর উপজেলায় হাসপাতালে পাঠায়।

হাকিমপুর থানা পুলিশের ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম ও হিলি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী ইনচার্জ আবুল কাশেম জানান, ট্রাকের নিয়ে চাপাপড়া মরদেহগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 

কুদ্দুস আলী খান/মাহফুজ