ঢাকা ২০ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

হিসাবের বইসমূহ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব,  এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০২:০০ পিএম
হিসাবের বইসমূহ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব,  এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র
হিসাববিজ্ঞানে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় ধারে ক্রয়। ছবি-সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮. খতিয়ানের জের দিয়ে রেওয়ামিল প্রস্তুত করাকে কী বলে?
ক. স্থানান্তরকরণ     খ. শ্রেণিবদ্ধকরণ
গ. সংক্ষিপ্তকরণ     ঘ. চিহ্নিতকরণ

৯. বিক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য যে দলিল ব্যবহৃত হয় তাকে কী বলে?    
ক. ডেবিট ভাউচার     খ. ডেবিট নোট
গ. ক্রেডিট ভাউচার    ঘ. ক্রেডিট নোট

১০. চালানে দেখানো হয় কোনটি?    
ক. নগদ প্রাপ্তি     খ. নগদ প্রদান
গ. নগদ বাট্টা       ঘ. কারবারি বাট্টা

আরো পড়ুন :  হিসাবের বইসমূহ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১. ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি?    
ক. নগদে ক্রয়    
খ. ধারে ক্রয়
গ. ক্রয়মূল্যে পণ্য বিতরণ
ঘ. সব ধরনের ক্রয়

১২. ‘জার্নাল’ শব্দটির উৎপত্তি হয়েছে-    
ক. ফরাসি শব্দ থেকে    খ. হিন্দি শব্দ থেকে
গ. আরবি শব্দ থেকে    ঘ. তুর্কি শব্দ থেকে

১৩. জীবন বিমা দেওয়ার সঠিক জাবেদা কোনটি?
ক. জীবন বিমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
খ. উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
গ. ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
ঘ. উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট

১৪. কারবারি বাট্টা কোন বইতে লিপিবদ্ধ করা হয়? 
ক. দু’ঘরা নগদান বইতে    
খ. তিনঘরা নগদান বইতে
গ. খুচরা নগদান বইতে    
ঘ. হিসাবভুক্ত হয় না

উত্তর: ৮। গ, ৯। ঘ, ১০। ঘ, ১১। খ, ১২। ক, ১৩। খ, ১৪। ঘ।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

দুই বিষয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড অর্জন অন্বয় মাজহারের

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
দুই বিষয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড অর্জন অন্বয় মাজহারের
ম্যাথমেটিকস ও অ্যাকাউন্টিং বিষয়ের জন্য অন্বয় মাহজারকে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কারে ভূষিত করা হয়। ছবি : সংগৃহীত

চলতি বছরের জুনে অনুষ্ঠিত কেমব্রিজ পরীক্ষায় অসামান্য ফলাফলের জন্য ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে ৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে। তাদের মধ্যে ব্যতিক্রম অন্বয় মাহজার। অন্যদের অর্জন একটি বিষয়ে হলেও অন্বয় এ সম্মান অর্জন করেছে একাধিক বিষয়ে। তাকে ম্যাথমেটিকস ও অ্যাকাউন্টিং- এই দুই বিষয়ের জন্য এ পুরস্কারে ভূষিত করা হয়।

গত শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার (ভারপ্রাপ্ত) এইচ ই জেমস গোল্ডম্যান এবং ব্রিটিশ কাউন্সিলের বিজনেজ ডেভেলপমেন্ট ডিরেক্টর সারওয়াত রেজা। 

কেমব্রিজের আন্তর্জাতিক শিক্ষা বিভাগের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ অনুষ্ঠানে একটি ভিডিও বার্তা দেন।

‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ সম্মান ‘আউটস্ট্যান্ডিং ক্যামব্রিজ লারনার অ্যাওয়ার্ডস (ওসিএলএ)’-এর অংশ। এ বছরের ওসিএলএ আয়োজনে মোট ৯৮ জন বাংলাদেশি শিক্ষার্থী ১২১টি পুরস্কার অর্জন করেছে, যাদের মধ্যে বিশ্বব্যাপী ১০ লাখের বেশি শিক্ষার্থী প্রতিবছর কেমব্রিজের এ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোর্সে অংশ নেয়। 

কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন গত ১৬০ বছর ধরে বিশ্বব্যাপী পরীক্ষা আয়োজন করে আসছে। মোট চার ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়- টপ ইন দ্য ওয়ার্ল্ড, হাই অ্যাচিভমেন্ট, টপ ইন কান্ট্রি এবং বেস্ট অ্যাক্রস।

এ বছর ১২১টি পুরস্কারের মধ্যে ৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থী সম্মানজনক ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার অর্জন করেছে, যা একটি নির্দিষ্ট বিষয়ের জন্য বিশ্বব্যাপী সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে ৯৮ জন শিক্ষার্থী কেমব্রিজ ও লেভেল, কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল এবং কেমব্রিজ আইজিসিএসই বিষয়গুলোতে অসাধারণ ফলাফলের জন্য পুরস্কৃত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের কান্ট্রি ম্যানেজার শাহীন রেজা। তিনি বলেন, কেমব্রিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাওয়ার্ডিং বডি। স্কুল ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এ বছর বাংলাদেশের মধ্যে ‘টপ ইন ওয়ার্ল্ড’  অ্যাওয়ার্ড অর্জনকারীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। যা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কঠোর পরিশ্রমের প্রতিফলন।

অন্বয় মাজহার দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী এবং পাক্ষিক ‘অন্যদিন’-এর সম্পাদক মাজহারুল ইসলাম ও তানজিনা রহমান স্বর্ণার কনিষ্ঠ ছেলে।

একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির প্রতিও রয়েছে অন্বয়ের গভীর ভালোবাসা। ইতোমধ্যে তার একটি বই প্রকাশিত হয়েছে। তার লেখা ভ্রমণকাহিনি ‘The Magical World of Thailand’ সুধীজনের নজর কেড়েছে। লেখালেখির পাশাপাশি পিয়ানোবাদনেও সে মুগ্ধ করেছে সংগীত অনুরাগীদের।

সালমান/

হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পিএম
হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র
হিসাববিজ্ঞানে হিসাবচক্রের প্রথম ধাপ লেনদেন চিহ্নিতকরণ। ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১২. দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য পদ্ধতি। এটি-    
ক. নির্ভুল     খ. ত্রুটিমুক্ত
গ. সঠিক     ঘ. বিজ্ঞানসম্মত

১১৩. দুতরফা দাখিলা পদ্ধতি একটি-
ক. রিপোর্টিং পদ্ধতি
খ. লেনদেন চিহ্নিতকরণ পদ্ধতি
গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি
ঘ. ডেবিট-ক্রেডিট নির্ধারণ পদ্ধতি

১১৪. সিমা তার বাবাকে কলেজের পাওনা ১,০০০ টাকা জানিয়ে একটি পত্র দিলেন, দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে ইহা একটি-
ক. ঘটনা     খ. লেনদেন
গ. রিপোর্ট    ঘ. ঘটনা ও লেনদেন

১১৫. নামিক হিসাব কত প্রকার? 
ক. ১ প্রকার     খ. ২ প্রকার
গ. ৩ প্রকার     ঘ. ৪ প্রকার

১১৬. ‘মালিককে ব্যবসা থেকে পৃথক সত্তা হিসেবে গণ্য করা হয়’ ইহা দুতরফা দাখিলা পদ্ধতির-
ক. মূলনীতি           খ. সুবিধা
গ. প্রয়োজনীয়তা    ঘ. পরিধি

১১৭. আধুনিক হিসাবচক্রের ধাপ কয়টি?    
ক. ১০টি    খ. ৮টি
গ. ৬টি      ঘ. ৪টি

১১৮. হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি?    
ক. আর্থিক ঘটনা বা লেনদেন শনাক্তকরণ
খ. জাবেদা প্রস্তুতকরণ
গ. হিসাবসমূহ খতিয়ানে স্থানান্তরকরণ
ঘ. ব্যবসায় সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ

আরো পড়ুন : হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, সপ্তম পর্ব

১১৯. হিসাবচক্রের প্রথম ধাপ কোনটি?    
ক. জাবেদাভুক্তিকরণ
খ. রেওয়ামিল প্রস্তুতকরণ 
গ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
ঘ. লেনদেন চিহ্নিতকরণ

১২০. Posting হিসাবচক্রের কোন ধাপ?    
ক. তৃতীয়    খ. প্রথম
গ. দ্বিতীয়     ঘ. চতুর্থ

১২১. রেওয়ামিল হিসাব চক্রের কততম ধাপ?    
অথবা, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়, হিসাব চক্রের কততম ধাপে?
ক. দ্বিতীয় ধাপে    খ. তৃতীয় ধাপে
গ. চতুর্থ ধাপে       ঘ. পঞ্চম ধাপে

১২২. হিসাব চক্রের যে ধাপে সমন্বয় দাখিলা দেওয়া হয় তা হলো-    
ক. চতুর্থ ধাপে    খ. পঞ্চম ধাপে
গ. নবম ধাপে     ঘ. তৃতীয় ধাপে

১২৩. সমন্বিত রেওয়ামিল প্রস্তুতকরণ হিসাব চক্রের কততম ধাপ?
ক. চতুর্থ ধাপ    খ. পঞ্চম ধাপ
গ. ষষ্ঠ ধাপ       ঘ. সপ্তম ধাপ

১২৪. আর্থিক বিবরণীসমূহ প্রস্তুতকরণ হিসাব চক্রের-    
অথবা, উদ্বৃত্তপত্র হিসাবচক্রের-
ক. প্রথম ধাপ    খ. সপ্তম ধাপ
গ. দশম ধাপ    ঘ. অষ্টম ধাপ

উত্তর:  ১১২। ঘ, ১১৩। ঘ, ১১৪। ক, ১১৫। খ, ১১৬। ক, ১১৭। ক, ১১৮। ক, ১১৯। ঘ, ১২০। ক, ১২১। গ, ১২২। খ, ১২৩। গ, ১২৪। খ।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

৩টি Formal Letter Writing, ৪র্থ পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম
৩টি Formal Letter Writing, ৪র্থ পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র
বোর্ড পরীক্ষায় Formal Letter Writing লেখার সময় নিয়ম মেনে লিখলে ভালো নম্বর পাবে। প্রতীকী ছবি- সংগৃহীত

Formal Letter Writing

1. Application about computer club.

7 November, 2024
The Principal
X college
Dhaka.

Subject: Prayer for a computer club.
Sir,
With due respect we beg to state that our college/school is a reputed college/school. But it is unfortunate that there is no computer club in our school. Present age is the age of computer. Without computer we can’t go a single day. Every student must know how to operate computer. Without knowledge of computer it is not possible to get good jobs. To make the students skilled in computer, we need a computer club in our school.
We therefore pray and hope that you would be kind enough to grant our prayer and oblige thereby.

Yours obediently
The students of X College

আরো পড়ুন : ২টি Formal Letter Writing, ৩য় পর্ব

2. Application about an English newspaper.

7 November, 2024
The Principal
X college
Dhaka.

Subject: Prayer for an English newspaper in the common room.
Sir,
With due respect we beg to state that our college/school is a reputed college/school. The students of our school are brilliant. But they do not have any opportunity to read English newspaper. English is an international language. Without English we can’t go a single day. Every student must know English to cope with the present world. Without knowledge of English it is not possible to get good jobs. To make the students skilled in English, we need an English newspaper in our common room.

We therefore pray and hope that you would be kind enough to grant our prayer and oblige thereby.

Yours obediently
The students of X College

3. Write a letter to the UNO for relief materials.

7 November, 2024
The UNO
Ruppur Upazila
Comilla

Subject: Prayer for relief for the flood affected people.
Sir, 
With due respect I beg to state that the recent flood has destroyed our village. People of the locality are suffering much. They have become homeless, foodless and clothless. They have lost everything they had. They have taken shelter on the rail lines and the roofs of the local schools. The crops have been damaged. People have become completely helpless. They do not have pure drinking water. So they are suffering from various diseases. Now they badly need food, cloth, medicine and pure drinking water. 

I therefore pray and hope that you would be kind enough to take necessary steps to send relief materials as soon as possible. 

Yours faithfully
B
On behalf of the inhabitants of Ruppur Upazila

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

ইংরেজি বিষয়ের ১৪টি প্রশ্নোত্তর, ২৬তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম
ইংরেজি বিষয়ের ১৪টি প্রশ্নোত্তর, ২৬তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা মার্চপাস্ট করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট: ইংরেজি

1. Use the right form of verbs.

a. It was a long time since she ____ (meet) her father.
b. If I had been a king, I ____ (help) the poor.
c. Our guests ____ (arrive) just now.
d. The boys ____ (watch) the television at this moment.
e. He ____ (leave) the house before we went to bed.

Answer: a. It was a long time since she had met her father.
b. If I had been a king, I would have helped the poor.
c. Our guests have arrived just now.
d. The boys are watching the television at this moment.
e. He had left the house before we went to bed.

আরো পড়ুন : ইংরেজি বিষয়ের ১৫টি প্রশ্নোত্তর, ২৫তম পর্ব

2. Name the parts of speech of the underlined words.

a. Let me go now. 
Answer: Verb.

b. Alas! I am undone. 
Answer: Interjection.

c. The patient died after the doctor had come. 
Answer: Conjunction.

d. The patient will come after an hour. 
Answer: Preposition.

e. The woman is quite pretty. 
Answer: Adverb.

3. Combine each pair of sentences as directed.

a. She is very weak. She cannot walk. (Use 'too...to') 
Answer: She is too weak to walk. 

b. I had money. I could pay the bill. (Use 'enough') 
Answer: I had enough money to pay the bill.
 
c. Be curious. You can learn a lot of things. (Use 'without') 
Answer: Without being curious, you cannot learn a lot of things.
 
d. I want to read. Please light the lamp. (Use 'so that') 
Answer: Please light the lamp so that I can read.

লেখক :  অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা

কবীর

ইবনে বতুতার ভ্রমণ প্রবন্ধের ১৬টি এক কথায় প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম
ইবনে বতুতার ভ্রমণ প্রবন্ধের ১৬টি এক কথায় প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির বাংলা
ইবনে বতুতা আগস্ট মাসে মালদ্বীপে উপস্থিত হন। প্রতীকী ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায়: তৃতীয় পরিচ্ছেদ

প্রবন্ধ: ইবনে বতুতার ভ্রমণ

এককথায় প্রশ্ন ও উত্তর

১। ইবনে বতুতা কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? 
উত্তর: ১৩০৪ খ্রিস্টাব্দে।

২। মুহম্মদ শহীদুল্লাহ রচিত একটি গুরুত্বপূর্ণ অভিধানের নাম লেখ। 
উত্তর: আঞ্চলিক ভাষার অভিধান।

৩। একজন বিখ্যাত নীতিকারের নাম লেখ।
উত্তর: শেখ সাদি।

৪। সুলতান আলাউদ্দিন তরমশিয়ারিন কার বংশধর? 
উত্তর: চেঙ্গিস খাঁ।

৫। ইবনে বতুতা কোথায় গিয়ে হাদিসের বিদ্যায় দক্ষতা লাভ করেন? 
উত্তর: দামেস্কে।

৬। রাশিয়ার উত্তরাংশকে কী নামে অভিহিত করা হতো? 
উত্তর: বুলগার।

৭। ইবনে বতুতা কোন মাসে মালদ্বীপে উপস্থিত হন? 
উত্তর: আগস্ট।

৮। ইবনে বতুতা কোলামে কতদিন ছিলেন? 
উত্তর: তিন মাস।

আরো পড়ুন : যাত্রা গল্পের ১৩টি এক কথায় প্রশ্নোত্তর, ২য় পর্ব

৯। ইবনে বতুতা বাংলাদেশের কোন বন্দরে উপস্থিত হন? 
উত্তর: সপ্তগ্রাম।

১০। ইবনে বতুতা হানুর থেকে ফিরে কোথায় এলেন? 
উত্তর: শালিয়াতে।

১১। ইবনে বতুতা বাদশাহর দূত হিসেবে নিযুক্ত হন কত সালে? 
উত্তর: ১৩৪২ সালে।

১২। ‘বৃত্তান্ত’ শব্দের অর্থ কী? 
উত্তর: বিবরণ।

১৩। ‘সুমাত্রা’ কোন দেশে অবস্থিত? 
উত্তর: ইন্দোনেশিয়ায়।

১৪। একজন বিখ্যাত ভাষাবিদের নাম লেখ। 
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ।

১৫। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 
উত্তর: ১৯২১ সালে।

১৬। ইবনে বতুতা কত বছর বয়সে হজের উদ্দেশে রওনা হন? 
উত্তর: ২২ বছর।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা

কবীর