চতুর্থ অধ্যায়: অণুজীব
প্রথম পরিচ্ছেদ: ভাইরাস
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭। নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস?
(ক) TMV
(খ) T2 ফাজ
(গ) HIV
(ঘ) ফ্ল্যাভি ভাইরাস
১৮। কোন উদ্ভিদ ভাইরাসে DNA থাকে?
(ক) টোব্যাকো মোজাইক
(খ) পটেটো মোজাইক
(গ) সুগারকেন মোজাইক
(ঘ) ফুলকপি মোজাইক
১৯। কোনটি রিট্রোভাইরাস?
(ক) TMV
(খ) T2 ফাজ
(গ) HIV
(ঘ) ফ্ল্যাভি ভাইরাস
২০। নিচের কোনটি ইমার্জিং ভাইরাস?
(ক) TMV (খ) HIV
(গ) TIV (ঘ) T2 ফাজ
২১। ব্যাকটেরিওফাজ কী?
(ক) ভাইরাস ধ্বংসকারী ব্যাকটেরিয়া
(খ) মানবদেহের এক সংক্রামক ভাইরাস
(গ) ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস
(ঘ) কোনোটিই নয়
২২। ব্যাকটেরিফাজ এক ধরনের-
(ক) ব্যাকটেরিয়া (খ) ছত্রাক
(গ) ভাইরাস (ঘ) শৈবাল
২৩। ভাইরাসের DNA-তে মোট কতটি জিন থাকে?
(ক) ৮০টি (খ) ৯০টি
(গ) ১২০টি (ঘ) ১৫০টি
আরো পড়ুন : অণুজীব অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৪। কোনটি ভাইরাসঘটিত রোগ?
(ক) যক্ষ্মা
(খ) কলেরা
(গ) জলাতঙ্ক
(ঘ) ধনুষ্টঙ্কার
২৫। কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সারকোমা রোগ হয়?
(ক) ইবোলা ভাইরাস
(খ) হার্পিস সিমপ্লেক্স
(গ) রিট্রো ভাইরাস
(ঘ) এনকেফালাইটিস ভাইরাস
২৬। নিচের কোনটি থেকে জন্ডিস রোগের টিকা তৈরি হয়?
(ক) ফ্ল্যাভি ভাইরাস (খ) রুবেলা
(গ) ভেরিওলা (ঘ) TMV
নিচের উদ্দীপকের আলোকে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কয়েকদিন ধরে রবিনের মাথাব্যথা, অল্প জ্বর, চোখের সাদা অংশসহ পুরো শরীর হলুদ, প্রস্রাব সরিষার তেলের মতো। শিমুলের তীব্র মাথাব্যথা ও খুব জ্বর, মাংসপেশি ও হাড়ে প্রচণ্ড ব্যথা, নাক ও মাড়িতে রক্তক্ষরণ এবং রক্ত জমাট বেঁধেছে।
২৭। রবিনের রোগটির নাম-
(ক) কলেরা
(খ) ম্যালেরিয়া
(গ) হেপাটাইটিস
(ঘ) ডেঙ্গু
২৮। শিমুলের রোগের ক্ষেত্রে-
i. রোগটি ভাইরাস ঘটিত
ii. রোগটি হেপাটাইটিস
iii. এ রোগের বাহক এডিস মশা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
পলাশ তীব্র জ্বরে আক্রান্ত। তার জয়েন্ট ও মাংসপেশিতে ব্যথা, চোখে লাল ও দেহে ফুসকুড়ি উঠেছে।
২৯। পলাশ কোন অণুজীব দ্বারা আক্রান্ত?
(ক) Plasmodium
(খ) Bacillus
(গ) Flavivirus
(ঘ) Vibrio
উত্তর: ১৭. ক, ১৮. ঘ, ১৯. গ, ২০. খ, ২১. গ, ২২. গ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. খ, ২৬. খ, ২৭. গ, ২৮. খ, ২৯. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর