ঢাকা ৯ চৈত্র ১৪৩১, রোববার, ২৩ মার্চ ২০২৫
English

মানবকল্যাণে বিজ্ঞান/বিজ্ঞানের অবদান বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এসএসসি বাংলা ২য় পত্র

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ এএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১২ পিএম
মানবকল্যাণে বিজ্ঞান/বিজ্ঞানের অবদান বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এসএসসি বাংলা ২য় পত্র
এ আই বলতে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে বোঝায়। ছবি- সংগৃহীত

প্রবন্ধ রচনা

মানবকল্যাণে বিজ্ঞান/দৈনন্দিন জীবনে বিজ্ঞান/ বিজ্ঞানের অবদান

ভূমিকা: মানুষের অনুসন্ধিৎসু চোখের কাছে প্রকৃতির রহস্য আজ উন্মোচিত। মানুষ তার যুগ-যুগান্তরের স্বপ্ন ও সাধনা দিয়ে প্রকৃতির বুকে সভ্যতার এই বিশাল ইমারত গড়ে তুলেছে। ইংরেজিতে আছে, ‘Man is the best of creature’. কাজেই মানুষের বুদ্ধিবৃত্তি আর চিন্তাশক্তির ক্ষমতা মানুষকে এই শ্রেষ্ঠত্ব দান করেছে। জীবন আর বিজ্ঞান আজ ওতপ্রোতভাবে জড়িত। মানব জীবনের কল্যাণে বিজ্ঞানের অবদানের উদাহরণ প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে। মানবসভ্যতার মূলে বিজ্ঞানের অবদান যে কত ব্যাপক তা প্রতিদিনের বিচিত্র অভিজ্ঞতা  ও আবিষ্কার থেকে লক্ষ করা যায়। বিজ্ঞানের জয়যাত্রার শেষ নেই। বিজ্ঞান আজ মানবসভ্যতার এক নিত্যসঙ্গী। দৈনন্দিন জীবনে মানুষ বিজ্ঞানের কল্যাণে সমৃদ্ধ ও উপকৃত হচ্ছে। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন,

“Science is reality 
Science is bonafide 
Science is your constant friend 
Science is always creative.”

বিজ্ঞানের উদ্দেশ্য: বিজ্ঞানের উদ্দেশ্য ও ধারণা নিছক কল্পনাবিলাস নয়। একজন বিজ্ঞানী কোনো তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম ও নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অবশেষে সত্যে উপনীত হন। বিজ্ঞানের সাধনা যে নিছক কল্পনা নয় সে সম্পর্কে বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, ‘এক কেজি ভর বিশিষ্ট কোনো পদার্থকে এবং একটি এক পয়সার মুদ্রাকে একই উচ্চতা থেকে একসঙ্গে ছেড়ে দিলে এক কেজি ভর বিশিষ্ট পদার্থটি আগে মাটি স্পর্শ করবে কিন্তু একজন বিজ্ঞানীর কর্তব্য তা যাচাই করে দেখা।’ সত্যি কথা হলো, এভাবে সত্যতা নির্ণয়ের নির্দেশনা দেয় বিজ্ঞান।  

বিজ্ঞান কথাটির অর্থ: সাধারণভাবে বিজ্ঞান কথাটির অর্থ বলতে বিশেষ জ্ঞানকে বোঝায়। অনুসন্ধিৎসু মানুষের বস্তুজগৎ সম্পর্কে ধারণা এবং বিচিত্র কৌশলে তার ওপর আধিপত্য বিস্তারের প্রচেষ্টা থেকে বিশ্বের অনেক জিনিস আবিষ্কার হয়েছে। এসব আবিষ্কারের পেছনে আছে কার্যকর সূত্র আর এ ধরনের যুক্তিযুক্ত আবিষ্কারকেই বৈজ্ঞানিক আবিষ্কার বলে অভিহিত করা যায়। বিজ্ঞানের এই আবিষ্কার ঘটেছে মানুষের প্রয়োজনে। মানুষের অভাববোধ থেকে। মানুষের যাত্রাপথের সঙ্গে তাই বিজ্ঞান জড়িত। মানব জীবনের বিচিত্র গতির নিয়ন্ত্রক হলো বিজ্ঞান। মানবসভ্যতার বিকাশের সহায়ক হিসেবে কাজ করে বিজ্ঞান। মানবসভ্যতার অগ্রগতির পেছনে শক্তি সঞ্চার করে বিজ্ঞান মানুষের জীবনের সঙ্গে একাত্ম হয়ে গেছে। যতই দিন যাচ্ছে মানুষের নিরন্তর প্রয়োজন মেটানোর জন্য বিজ্ঞান আরও সৃষ্টিমুখর হয়ে উঠেছে।

বর্তমান যুগ বিজ্ঞানের যুগ: মানুষ বিশ্বের বুকে  দ্বিধাজড়িত পদক্ষেপকে বিজ্ঞানের অবদানের বদৌলতে সুদৃঢ় প্রতিষ্ঠিত করেছে তা সভ্যতার বিকাশের প্রেক্ষিতে বিপুল সফলতা লাভ করেছে। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষ আজ যে যুগে উপনীত হয়েছে তাকে বিজ্ঞানের যুগ বলে অভিহিত করা যায়। মানুষ বেড়েছে, তার প্রয়োজনও ক্রমাগত বেড়ে চলেছে। এই ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে মানুষ বিজ্ঞানের অজস্র আবিষ্কারকে নিজের প্রয়োজনে কাজে লাগিয়ে জীবনকে সুখময় করে তুলেছে। বিজ্ঞানকে নানাভাবে প্রয়োগ করে মানুষ তার সভ্যতা সমৃদ্ধ করেছে। আজকের সভ্য জগতে বিজ্ঞানের ব্যবহার অবশ্যম্ভাবী। এখন বিজ্ঞান ছাড়া একটি মুহূর্তও চলে না। কারণ দৈনন্দিন জীবনে যা প্রয়োজন তা এখন বিজ্ঞানের অবদান থেকে লাভ করা যায়। সবকিছুতেই বিজ্ঞানের আধিপত্য  রয়েছে। এ পরিপ্রেক্ষিতে এ যুগকে বিজ্ঞানের যুগ বলা যায়। 

আরো পড়ুন : বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব

বিজ্ঞানের জয়যাত্রা: যুগ-যুগান্তরের স্বপ্ন ও সাধনা দিয়ে মানুষ বিজ্ঞানের ওপর প্রভুত্ব আরোপ করেছে। মানুষের অক্লান্ত কর্মসাধনার ক্রমপরিণতি হচ্ছে বিংশ শতাব্দীকে অতিক্রম করে একবিংশ শতাব্দীতে যাত্রা। মানবসভ্যতার এই উন্নয়ন রচিত হয়েছে অনেক গবেষকের ত্যাগ-তিতিক্ষা, ব্যর্থতার হা-হুতাশ ভেদ করে। বিজ্ঞানের উন্নতির কারণে মানুষ আজ খনির অন্ধকারে আলো জ্বেলেছে; ঘুম ভাঙিয়েছে পাতালপুরীর ঘুমন্ত রাজকন্যার, দৈত্যপুরের বন্দিশালা থেকে তাকে মুক্ত করে এনে নিজের পরিকল্পনা অনুসারে সাজিয়েছে। উদ্ভাবন করেছে বিজ্ঞানে নব নব কৌশল ও প্রকরণ। পৃথিবীর শৈশবের জড়তা কাটিয়ে নিয়ে এসেছে যৌবনের অফুরন্ত কর্মশক্তি ও গতির উল্লাস। অন্যদিকে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে মানুষ উচ্ছৃঙ্খল নদীস্রোতকে বশীভূত করে ঊষর মরু প্রান্তরকে  জলসিক্ত, চাষাবাদের উপযোগী করেছে। ভূগর্ভের সঞ্চিত সম্পদ পৃথিবীর মানুষের সম্ভাবনাকে করেছে উজ্জ্বল। বিজ্ঞান আজ আবিষ্কার দিয়ে ক্ষয়িঞ্চু বসুধাকে শস্যবতী করে তুলেছে। 

বিজ্ঞানের দান: উনিশ এবং বিশ শতকে মানুষ নতুন নতুন ও অভিনব আবিষ্কারের মাধ্যমে জীবনে আমূল পরিবর্তন এনেছে। জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন আবিষ্কার মানবজাতির সম্মুখে উন্নত সভ্যতার সূচনা করেছে। রোটারি, প্রেস, ফটো, অফসেট মেশিনের আবিষ্কারের ফলে মুদ্রণ জগতে এক অভাবনীয় উন্নতি হয়েছে। রাইট ভ্রাতৃদ্বয়ের উড়োজাহাজ আবিষ্কার, ভেখ মলারের মোটরসাইকেল, ইগন মিগস্কির হেলিকপ্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই প্রযুক্তিসহ বিজ্ঞানীদের সাফল্যমণ্ডিত আবিষ্কার যোগাযোগের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। উড়ন্ত ট্যাক্সি, আণবিক শক্তি, কম্পিউটার, রোবট ইত্যাদি আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞান মানুষের জীবনে অগ্রগতির ধারাকেই তুলে ধরেছে। 
দৈনন্দিন জীবনে বিজ্ঞান: বিজ্ঞানী মাদাম কুড়ি বলেছেন, আমার চোখে বিজ্ঞান অনিন্দ্যসুন্দর এবং আমরা সবাই এর সদস্য। প্রতিদিন মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত অকাতরভাবে বিজ্ঞানের দান গ্রহণ করছে। আমাদের অনেকেরই ঘুম ভাঙে ঘড়ির অ্যালার্ম শুনে। ঘুম থেকে উঠে দাঁতের মাজন, টুথপেস্ট, টুথব্রাশ তারপর হাতমুখ ধোয়ার জন্য শহরে বেসিন শাওয়ার আর গ্রামে টিউবওয়েল, দেশ-বিদেশের খবর দেখার জন্য নাশতার টেবিলে সংবাদপত্র থাকে। এ ছাড়া রেডিও, টেলিভিশন ইত্যাদি থেকে খবর জানা যায়। নাশতার টেবিলে থাকে স্টেইনলেস স্টিল, মেলামাইন, চিনামাটি ও কাচের তৈরি তৈজসপত্র। বাজারের জন্য ব্যাগ, পড়াশোনার জন্য বইখাতা, কাগজ-কলম। ঘর সাজানোর জন্য ওয়াল ম্যাট, বিভিন্ন ধরনের গৃহসজ্জা সামগ্রী। রান্নার জন্য ইলেকট্রিক হিটার, ওভেন, প্রেসার কুকার, গ্যাসের চুলা ইত্যাদি জিনিস পাওয়া যাচ্ছে। বিনোদনের জন্য সিনেমা, টেলিভিশন, ক্যাসেট ভিসিআর, ভিসিপি, ভিসিডি, শীতাতপ নিয়ন্ত্রণের জন্য এয়ার কন্ডিশন, খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ফ্রিজ, রেফ্রিজারেটর, চলাচলের জন্য অত্যাধুনিক যানবাহন, যোগাযোগ ব্যবস্থার জন্য টেলিগ্রাম, ফ্যাক্স, ইন্টারনেট টেলিফোন প্রভৃতি বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক উপকরণের ওপর মানুষকে নির্ভর করতে হয়। তা ছাড়া বাসায় বা অফিসে সংকেত দেওয়ার জন্য কলিংবেল ব্যবহার করা হয়।   অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ করা যায়। 

(বাকি অংশ আগামীকাল প্রকাশ করা হবে)

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

Unit-3, Lesson-3-এর Flow Chart ও Summary Writing লিখন, ৪র্থ পর্ব, এইচএসসি ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
Unit-3, Lesson-3-এর Flow Chart ও Summary Writing লিখন, ৪র্থ পর্ব, এইচএসসি ইংরেজি ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

Unit-3, Lesson-3

Question no. 2 & 3

1. Read the following passage and make a flow chart mentioning the wretched conditions of the Negro. (No. 1 has been done for you.)

The Negro is still not free; the life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the chains of discrimination. The Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. The Negro is still languishing in the corners of American society and finds himself an exile in his own land. So we have come here today to dramatize a shameful condition.

আরো পড়ুন : Unit-2, Lesson-1-এর Flow Chart ও Summary Writing লিখন, ৩য় পর্ব

Write a summary of the following text.

The Negro is still not free; the life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the chains of discrimination. The Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. The Negro is still languishing in the corners of American society and finds himself an exile in his own land. So we have come here today to dramatize a shameful condition. I say to you today, my friends, so even though we face the difficulties of today and tomorrow, I still have a dream. It is a dream deeply rooted in the American dream. I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed: “We hold these truths to be self-evident; that all men are created equal.”

Ans: The speaker of the above passage mentions the wretched conditions of the Negro. He says that the Negro is not yet free in any way. He is chained by discrimination. Even he is exiled in his own land. Nevertheless, the speaker expresses his dream concerning the life of the Negro that one day the American society will be ensured with the truth that all men are born equal.

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
ঢাকা কমার্স কলেজ, ঢাকা

কবীর

জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-২৬

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম
জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-২৬
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়ে প্রশ্ন নিয়ে নিজেদের মধ্যে ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭। শেয়ার থেকে অর্জিত আয়কে বলে-
(ক) সুদ          (খ) লভ্যাংশ     
(গ) মুনাফা     (ঘ) আয়     
(ঙ) উপরের কোনোটিই নয়

উত্তর: (খ) লভ্যাংশ।

১৮। নিচের কোনটি বিদেশি ব্যাংক? 
(ক) আরব বাংলাদেশ ব্যাংক    
(খ) ডাচ্-বাংলা ব্যাংক     
(গ) সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক 
(ঘ) অগ্রণী ব্যাংক        
(ঙ) উপরের কোনোটিই নয় 

উত্তর: (ঙ) উপরের কোনোটিই নয়।

আরো পড়ুন : জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-২৫

১৯। নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক? 
(ক) সোনালী ব্যাংক
(খ) ন্যাশনাল ব্যাংক লিমিটেড     
(গ) সাউথ ইস্ট ব্যাংক 
(ঘ) শিল্প ব্যাংক     
(ঙ) স্ট্যান্ডার্ড ব্যাংক 

উত্তর: (ঘ) শিল্প ব্যাংক।

২০। বাংলাদেশে বর্তমানে কত সালের কোম্পানি আইন অনুসরণ করা হয়? 
(ক) ১৯১৩ সালের ভারতীয় কোম্পানি     
(খ) ১৯৪৭ সালের পাকিস্তানি কোম্পানি আইন 
(গ) ১৯৯৪ সালের কোম্পানি আইন     
(ঘ) ১৮৪৪ সালের ব্রিটিশ আইন 
(ঙ) ১৯৭২ সালের বাংলাদেশের আইন

উত্তর: (গ) ১৯৯৪ সালের কোম্পানি আইন।

২১। কোন প্রতিষ্ঠানে মালিকানা থেকে নিয়ন্ত্রণ পৃথক? 
(ক) এক মালিকানা কারবার    
(খ) অংশীদারি কারবার     
(গ) যৌথমূলধনী কারবার
(ঘ)  সমবায় সমিতি     
(ঙ) উপরের  গ ও ঘ

উত্তর: (ঙ) উপরের  গ ও ঘ।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

পড়ে পাওয়া গল্পের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৫:১৫ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম
পড়ে পাওয়া গল্পের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
বাড়ুয্যেদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল। প্রতীকী ছবি-সংগৃহীত

গল্প : পড়ে পাওয়া

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রীর মৃত্যু ঘটে কত সালে? 
(ক) ১৯১৫ সালে    (খ) ১৯১৬ সালে
(গ) ১৯১৭ সালে    (ঘ) ১৯১৮ সালে

১২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত বছর পর দ্বিতীয়বার বিয়ে করেন? 
(ক) ২০ বছর (খ) ২১বছর  (গ) ২২ বছর (ঘ) ২৩ বছর

১৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান? 
(ক) ১৯৪০ সালে    (খ) ১৯৫০ সালে 
(গ) ১৯৬০ সালে    (ঘ) ১৯৭০ সালে

১৪। কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল? 
(ক) চাটুয্যেদের     (খ) মুখুয্যেদের
(গ) বাড়ুয্যেদের    (ঘ) গাঙ্গুলিদের

১৫। চাঁপাতলীর আমের ব্যাপারে এত আগ্রহের কারণ তা-
i. প্রচুর পাওয়া যায়    
ii. খেতে অত্যন্ত সুস্বাদু
iii. নির্বিঘ্নে কুড়ানো যায়
নিচের কোনটি সঠিক? 
(ক) i         (খ) ii  
(গ) i ও ii   (ঘ) iii

১৬। লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি? 
(ক) শপথ     (খ) বিশ্বাস    
(গ) সংশয়    (ঘ) অনবরত

আরো পড়ুন : পড়ে পাওয়া গল্পের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব

নিচের উদ্দীপকের আলোকে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

স্কুলের ঝাড়ুদার শচী। পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো। ভাবল, ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। কিন্তু রাতে ঘুমাতে গিয়ে তার মনে হলো, এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি তার মনঃকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য। সে পরদিন তাই করল। 

১৭। শচী ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রের প্রতিভূ? 
(ক) বাদল     (খ) বিধু    
(গ) কথক     (ঘ) সিধু

১৮। উদ্দীপকে উল্লিখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার্য? 
i. উভয়েই ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ    
ii. উভয়েই লোকলজ্জার ভয়ে ভীত
iii. উভয়েই অকল্যাণ চিন্তায় তাড়িত
নিচের কোনটি সঠিক? 
(ক) i           (খ) ii     
(গ) i ও ii     (ঘ) ii ও iii

১৯। সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে কে বাড়ি ফিরছিল? 
(ক) লেখক আর বিধু    (খ) লেখক আর বাদল
(গ) বিধু আর সিধু         (ঘ) বিধু আর বাদল

২০। বাক্সটিতে নগদ টাকা কত ছিল? 
(ক) ৪০ টাকা     (খ) ৫০ টাকা    
(গ) ৬০ টাকা     (ঘ) ৭০ টাকা

২১। নোটিশ দেওয়ার কতদিন পর একজন কালো লোক চণ্ডীমণ্ডপের সামনে এসে দাঁড়াল?    
(ক) দুই দিন    (খ) তিন দিন    
(গ) চার দিন    (ঘ) পাঁচ দিন 

উত্তর: ১১. ঘ, ১২. গ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. ক, ১৯. ক, ২০. খ, ২১. গ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

সেট ও ফাংশন অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এসএসসি গণিত

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম
সেট ও ফাংশন অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ  পর্ব, এসএসসি গণিত
ফাঁকা সেটের পাওয়ার সেট ফাঁকা সেট নয় ও ফাঁকা সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা একটি। প্রতীকী ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : সেট ও ফাংশন

অনুশীলনী: ২.২ 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৭। ‘N’ কী?
ক) মূলদ সংখ্যার সেট    খ) স্বাভাবিক সংখ্যার সেট
গ) পূর্ণ সংখ্যার সেট       ঘ) অমূলদ সংখ্যার সেট

২৮। যদি B = 2,3}, C = {3,4} হয় তাহলে-
i) B C = {3}  
ii) B C =
iii) B C = {2,3,4}  
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) কোনোটিই নয়

২৯। A-B কে কীভাবে পড়া হয়?
ক) “A ছেদ B”       খ) “A সংযোগ B”
গ) “A সার্বিক B”    ঘ) “A বাদ B”

৩০। i) পাওয়ার সেট P দ্বারা সূচিত করা হয়
ii) পাওয়ার সেট নির্ণয়ের সূত্র 3n
iii) পাওয়ার সেটকে শক্তি সেট বলে
নিচের কোনটি সঠিক?
ক) i              খ) ii    
গ) i ও iii       ঘ) i, ii ও iii

আরো পড়ুন : সেট ও ফাংশন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব

৩১। i) ফাঁকা সেটের পাওয়ার সেট ফাঁকা সেট
ii) ফাঁকা সেটের পাওয়ার সেট ফাঁকা সেট নয়
iii) ফাঁকা সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা একটি
নিচের কোনটি সঠিক?
ক) i              খ) ii    
গ) ii ও iii       ঘ) i, ii ও iii

৩২। i) জর্জ ক্যান্টর ১৮৪৪ সালে জন্মগ্রহণ করেন
ii) জর্জ ক্যান্টর ভেনচিত্র আবিষ্কার করেন
iii) জর্জ ক্যান্টর সর্ব প্রথম সেট সম্পর্কে ব্যাখ্যা দেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii      খ) ii   
গ) i, ii ও iii   ঘ) i ও ii

উত্তর: ২৭. খ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. গ, ৩১. গ, ৩২. ক।

লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা

কবীর

বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট-৩, ১৮টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০২:০০ পিএম
বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট-৩, ১৮টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। ছবি-সংগৃহীত

মডেল টেস্ট-৩

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। জামী ১৯৭১ সালে কোন শ্রেণির ছাত্র ছিল? 
ক) একাদশ শ্রেণির    খ) দশম শ্রেণির
গ) নবম শ্রেণির         ঘ) অষ্টম শ্রেণির

২। ‘ঝরনার গান’ কবিতায় কোন পাখির নাম উল্লেখ রয়েছে? 
ক) চাতক     খ) গাঙচিল
গ) বক          ঘ) দোয়েল

৩। ‘ভেঙে ফেল ঐ ভবনালয়ের যত তালা দেওয়া দ্বার।’ পঙ্ক্তির মাধ্যমে কী বোঝানো হয়েছে? 
i. উপাসনালয় আবার চালু করা
ii. ধর্ম ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা
iii. উপাসনালয়ে সব শ্রেণির মানুষের সম-অধিকার প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii
গ) ii ও iii    ঘ) i, ii ও iii

৪। ‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি ‘ভবের উন্নতি’ বলতে কী বুঝিয়েছেন?
ক) পার্থিব উন্নতি     খ) জ্ঞানের চর্চা
গ) পরের উপকার    ঘ) নির্লোভতা

৫। ‘অভাগীর স্বর্গ’ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদি ভাষায় উপস্থাপন করেছেন- 
i. সামন্তবাদের নির্মম চিত্র
ii. নিচু শ্রেণির মানুষের দুঃখ, কষ্ট ও যন্ত্রণা
iii. উঁচু শ্রেণির মৃতের অনাড়ম্বর অন্ত্যেষ্টিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii    ঘ) i, ii ও iii

৬। ‘তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও।’ এই উক্তিতে প্রকাশ পেয়েছে হজরত মুহাম্মদ (সা.)-এর কোন মনোভাব? 
ক) ইসলামি সাম্রাজ্য প্রতিষ্ঠা        খ) শত্রুদের বিনাশ করা
গ) আল্লাহর বাণী প্রচার করা         ঘ) মানুষকে ক্ষমা করা

৭। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি ‘বঙ্গজ জন’ বলতে কাকে বুঝিয়েছেন?
ক) কপোতাক্ষ নদকে    খ) বঙ্গদেশের জনগণকে
গ) প্রবাসী বাঙালিকে     ঘ) বাংলা সাহিত্যকে

৮. ‘বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।’
উদ্দীপকের সঙ্গে ‘আমার পরিচয়’ কবিতার সাদৃশ্য রয়েছে-
i. আত্মপরিচয়ে    ii. সংস্কৃতিতে
iii. সাহিত্যে
নিচের কোনটি সঠিক?
ক) i            খ) ii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৯। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কুকুরের আর্তনাদের মাধ্যমে কী বোঝানো হয়েছে? 
ক) সতর্কসংকেত 
খ) প্রাকৃতিক প্রতিবাদ
গ) নবীন রক্তে প্রাণস্পন্দন
ঘ) হানাদারদের প্রতি ঘৃণা

আরো পড়ুন : বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট-২, ২২টি প্রশ্নোত্তর, ১ম পর্ব

১০। ১৯৭১ সালে কোন পত্রিকায় বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ বলে আখ্যায়িত করা হয়েছিল? 
ক) নিউইয়র্ক টাইমস     
খ) ওয়াশিংটন নিউজ
গ) ডেইলি নিউজ     
ঘ) নিউজ উইক

১১। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ঔপন্যাসিকের কোন জীবন ভাবনা প্রকাশ পেয়েছে? 
i. অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
ii. প্রতিশোধ গ্রহণ করতে হবে
iii. কিশোরদের যুদ্ধ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii    ঘ) i, ii ও iii

১২। হরি কাকু বুধাকে কী নামে ডাকতেন? 
ক) কাকতাড়ুয়া      খ) মানিক রতন
গ) খোকা বাবু        ঘ) ছন্নছাড়া

১৩। বুধা বোলতার ডাককে কীসের সঙ্গে তুলনা করে? 
ক) কুস্তির মধুর বচন     
খ) আহাদ মুনসীর হুংকার
গ) চাচির কণ্ঠস্বর     
ঘ) মাইন বিস্ফোরণের শব্দ

১৪। ‘বহিপীর’ নাটকে অত্যন্ত ধূর্ত ও বাস্তবজ্ঞানসম্পন্ন চরিত্র কোনটি? 
ক) তাহেরা             খ) হাশেম আলী
গ) হাতেম আলি     ঘ) বহিপীর

১৫। ‘বহিপীর’ নাটকে বহিপীর তার স্ত্রীকে উদ্ধারের জন্য- 
i. ধর্মীয় বিয়ের দোহাই দেন
ii. মানবিকতার বাহানা করেন
iii. জমিদারের অসহায়ত্বের সুযোগ গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii    ঘ) i, ii ও iii

১৬। ‘বহিপীর’ নাটকে কোন সময়ের সমাজচিত্র প্রতিফলিত হয়েছে? 
ক) উনিশ শতকের 
খ) উনিশ শতকের শেষ ভাগের
গ) বিশ শতকের 
ঘ) বিশ শতকের শেষ ভাগের

১৭. ‘বই পড়া’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? 
ক) গল্প সংগ্রহ           খ) প্রবন্ধ সংগ্রহ
গ) প্রবন্ধ সংকলন     ঘ) নির্বাচিত প্রবন্ধ

১৮। ‘ঝরনার গান’ কবিতায় ‘পরীর গান’ বলতে কী বোঝানো হয়েছে? 
ক) নিরবচ্ছিন্ন গতি       খ) স্বপ্নলোকের ছবি
গ) নান্দনিক সৌন্দর্য     ঘ) শঙ্কাহীন চিত্ত

উত্তর: ১. খ, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. ক, ৬. গ, ৭. খ, ৮. ঘ, ৯. খ, ১০. ঘ, ১১. ক, ১২. খ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. খ, ১৮. খ।

(বাকি অংশ আগামীকাল প্রকাশ করা হবে)

লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কবীর