
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে পাহাড় থেকে খাদে পড়ে মারা গেছেন নোরা। পরে খবর নিয়ে জানা যায়, ঘটনাটি গুজব, নিশ্চিত করেছেন নোরার মুখপাত্র।
কিছু দিন আগেও খবরের শিরোনামে এসেছিলেন নোরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানালে ক্ষতিগ্রস্থ হয়েছেন নোরা। এবার জানা গেছে , ঝুঁকিপূর্ণ বাঞ্জি জাম্পিং নামে ওই খেলায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পেজ থেকে জানানো হয়, পাহাড়ে আটকে পড়েছেন এক নারী। সেখানে শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী নোরা ফতেহির মৃত্যু হয়েছে।’ বেশ দূর থেকে করা ওই ভিডিওতে নারীর চেহারা ছিল অস্পষ্ট। পরে নোরার সহযোগী দল জানিয়েছে নোরা সুস্থ আছেন।
কানাডিয়ান নাগরিক নোরা নাচের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। মিলিয়ন মিলিয়ন ভক্ত তার লাস্যময়ী নৃত্যে বুঁদ হয়ে থাকেন। সেই সূত্রেই যেন সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারী ছাড়িয়েছে ৭ কোটি।
সম্প্রতি বলিউডে এক দশক পূর্ণ করলেন এই নৃত্যশিল্পী ও অভিনেত্রী। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। এমনকি নাচের রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন তিনি। এখনকার বলিউডের অন্যতম ব্যস্ত তারকা নোরা।
/ফারজানা ফাহমি